খেয়াল বাবুর আজকের আঁকা ছবি (শহীদ মিনার)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

শহীদ মিনার ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।
এটি বাংলাদেশের রাজধানী ঢাকা র কেন্দ্রস্থল ঢাকা মেডিকেল
কলেজ প্রাঙ্গনে অবস্থিত। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি প্রভাত ফেরির মাধ্যমে শহীদ দিবস পালন করা হয়। প্রতিটি বাঙালি তাদের হৃদয়ের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা ভোরে দিবসটি
পালন করে। ২১ শে ফেব্রুয়ারি র আগের দিন রাত ১২ টা
প্রথম প্রধানমন্ত্রী , ও রাষ্ট্রপতি পুষ্পেস্তাবক অর্পণ করেন । ভোর বেলায় প্রভাত ফেরি ,পুষ্পস্তবক অর্পণ , আলোচনা অনুষ্ঠান, নাচ, গান সহ বিভিন্ন রকম দেশত্ববোধক কালচারাল প্রগগ্রামঃ
এর মাধ্যমে দিবসটি গভীর শ্রদ্ধার সাথে পালন করা হয়। ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ সকলে ই শ্রদ্ধাভরে স্মরণ করে ।

১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি তে সালাম ,বরকত, জব্বার, রফিক সহ অনেক ছাত্র তাদের রাস্ট্র ভাষা বাংলার দাবিতে পথে নেমেছিলেন। স্লোগানে স্লোগানে চারিদিক মুখরিত রাষ্ট্র ভাষা বাংলা চাই, রাষ্ট্র ভাষা বাংলা চাই! আর তখনই সেসব তরুণ প্রানের উপর গুলির বর্ষণ শুরু হয়ে গেল, রক্তে লাল হয়ে উঠলো রাজপথ । আকাশ বাতাস কেঁপে উঠলো সে ই গুলির শব্দে । শহীদ হলেন সালাম, রফিক, জব্বার, শফিক সহ অনেকে।তাদের শ্রদ্ধাভরে স্মরণের উদ্দেশ্যে ঢাকা ইউনিভার্সিটি
র মধ্যে তৈরি হলো আমাদের সকল বাঙালী র প্রানের স্পন্দন আমাদের শহীদ মিনার।
আমাদের উচিত প্রত্যেকের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা আর নতুন প্রন্মের নিকট ভাষা আন্দোলনের
সেই স্ফুলিঙ্গ ছড়িয়ে দেওয়া।

আমি খেয়াল কে সবসময় আমাদের ভাষা আন্দোলন ,মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুটা হলেও জানানোর চেষ্টা করি। আজ খেয়াল বাবু এঁকেছে আমাদের শহীদ মিনার।

20211002_214120.jpg

চিত্র:১

20211001_192215.jpg

চিত্র:২
20211001_192214.jpg

চিত্র:৩
20211002_203948.jpg

চিত্র:৪
20211002_213025.jpg

চিত্ৰ:৫
20211002_213024.jpg

চিত্র:৬
20211002_213021.jpg

আশাকরি ছবিটি সবার ভালো লাগবে।

ছবি: শহীদ মিনার
ছবির উপকরণ: রং পেন্সিল, আর্ট পেপার, পেন্সিল
ছবি তোলার যন্ত্র: Samsung S 20 ultra

Sort:  

খেয়াল বাবুর অঙ্কন আমার বরাবরই ভালো লাগে।খুব সুন্দরভাবে সে চিত্রের প্রতিটি দিক ফুটিয়ে তোলার চেষ্টা করে,যা খুব ক্রিয়েটিভ একটি বিষয়।আর আজকের অঙ্কনটির ব্যাপারে তো আলাদাভাবে কিছু বলার প্রশ্নই আসে না।আপনিও খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আপু আমাদের বাঙালি জাতির ঐতিহাসিক এবং গর্বময় একটি দিন ২১শে ফেব্রুয়ারী সম্পর্কে।শুভকামনা রইলো আপনাদের জন্য।

 3 years ago 

২১আমাদের অহংকার, বাঙালি জাতির জাতিসত্ত্বার ধারক তাই ছোট বড় সবাইকে এ বিষয় সম্পর্কে জানা অত্ত্বাবস্যক।

 3 years ago 

খেয়াল বাবুর দেখি দিন কে দিন ভালোই উন্নতি হচ্ছে। আগের তুলনায় আজকের আর্টটি অনেক বেশি সুন্দর হয়েছে এটা বলতেই হবে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। ওকে আশীর্বাদ করবেন।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন যা ছিল মনমুগ্ধকর অঙ্কন। আসলে খেয়াল বাবর অঙ্কনের হাত অনেক ভাল ছিল এবং খুব ভাল ছিল পরিবেশনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।

 3 years ago 

মাশাল্লাহ ভালোই ত অংকন করেছে খেয়াল বাবু। আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়েছে আস্তে আস্তে আরো ভালো করবে এমন চর্চা থাকলে। অনেক অনেক দোয়া রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ। আশীর্বাদ করবেন ওকে।

বাহ অনেক সুন্দর শহীদ মিনার অংকন করেছে খেয়াল বাবু। সত্যি অনেক ভালো হয়েছে খেয়াল বাবুর অংকন। খেয়াল বাবু যেন আরও সুন্দর সুন্দর অঙ্কন করতে পারে এই কামনাই করি।

 3 years ago 

আশীর্বাদ করবেন ওকে।

 3 years ago 

অনেক সুন্দর এঁকেছে তো ছোট মা মনি। তার আঁকা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। মা মনির তো সব কিছু তে পারদর্শী। মা মনির জন্য অনেক আশীর্বাদ রইলো।

 3 years ago 

ওকে আশির্বাদ করো।

 3 years ago 

বাহ অসাধারণ একটি শহিদ মিনার তৈরি করেছে খেয়াল বাবু। তার অংকন টা আমার খুবই ভালো লেগেছে। আরো একটু চেষ্টা করলে আরো সুন্দর ভাবে অংকন করতে পারবে বলে আশা রাখি। শুভকামনা রইলো খেয়াল বাবুর জন্য🥳🥳

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আশীর্বাদ করবেন ওকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66670.04
ETH 3497.56
USDT 1.00
SBD 2.71