কচুরিপানা ফুলের রূপ লাবণ্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমাদের দেশের আনাচে কানাচে কত নাম জানা অজানা ফুল রয়েছে , তার খোঁজ আমরা অনেক সময় রাখিনা ।কচুরিপানার ফুল তেমনি একটি ফুল।প্রকৃতির স্নেহে সে বেড়ে ওঠে আপন মহিমায়। আমাদের দেশের নদ নদী,খাল বিলে আমরা প্রচুর কচুরিপানা দেখতে পাই। আর এর যখন ফুল ফোটে তখন কচুরিপানা র সৌন্দর্য শতগুন বাড়িয়ে দেয়।

সুন্দর তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী,রূপেতে অনন্য
আমার দু চোখ ভরা স্বপ্ন,এ দেশ তোমার ই জন্য।
20210924_161044.jpg

সকালের চক চকে রোদে সে গুলো ঝল মল করে ওঠে। কচুরিপানা কে আমরা আগাছা বা অপ্রয়োজনীয় উদ্ভিদ হিসাবেই ধরে থাকি কিন্তু ফুল গুলো র সৌন্দর্য আমাদের মনকে দোলা দিয়ে যায়।

20210924_161017.jpg

শত শত কচুরিপানা র মধ্যে উকি দিচ্ছে হালকা বেগুনি রঙের কচুরিপানা ফুল।
20210924_161015.jpg

কোনো যত্ন ছাড়াই তারা আমাদের খাল, বিল, নদ নদীতে প্রস্ফুটিত হয়। নদীর মধ্য দিয়ে যখন এক ঝাঁক কচুরিপানা র ফুল কচুরিপানা র উপরে ফুটে থাকে তখন মনে ঈশ্বর সকল সৌন্দর্য এখানে দু হাত ভোরে ঢেলে দিয়েছে।

20210924_161027.jpg

এই ফুল গুলো সব সময় আমার খুব ভালো লাগে। ছোট বেলায় এগুলো তুলে নিয়ে সাজিয়ে রাখতাম। হালকা বেগুনি মধ্যে গাঢ় নীল সেড ফুলের মাধুর্য বাড়িয়ে দিয়েছে।
20210924_161017.jpg

ছবি গুলো আমার মোবাইল ফোন SamsungS20 ultra তে তোলা। ছবি তোলার স্থান:খুলনা

Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন।কচুরিপানা খুব সহজলভ্য একটি ফল হলেও, এটি দেখতে খুব সুন্দর। সহজলভ্য এবং সুন্দর ফুল নিয়ে আপনি বেশ ভালো বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ।

 3 years ago 

অসাধারণ হয়েছে। আপনার পোস্ট দেখে আমি মুগ্ধ কর।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কচুরিপানা ফুল আমাদের অতি পরিচিত একটি ফুল।আপনার ফুলগুলোর ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

কচুরিপানা ফুল আসোলে দেখতে অনেক সুন্দর।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61334.44
ETH 2694.55
USDT 1.00
SBD 2.50