আজ রাতের মেনু (মুগ ডাল দিয়ে পাঁচ মিশালী সবজি)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন । আজ রাতে আমি রান্না করলাম মুগ ডাল দিয়ে পাঁচ মিশালী সবজি। এই নিরামিষ পদ খেতে বেশ ভালোই লাগে আবার পুষ্টি গুন সমৃদ্ধ খাবার। রুটি বা ভাত , লুচি যেকোনো কিছুর সাথে বেশ মানিয়ে যায়। আমি প্রায় প্রতিদিন এমন একটি পদ মেনু তে রাখি । আমরা সাধারণত রাতে রুটি খাই, রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে।
সবাই দেখলাম শীত কালীন সবজির বিভিন্ন পদ রান্নার রেসিপি শেয়ার করছে তো আমি ও ভাবলাম আমার এই সবজি রান্নার রেসিপি টি আপনাদের মাঝে শেয়ার করি। শীত কালে আমাদের বাংলাদেশ বা ভারতে বিভিন্ন প্রকারের সবজি পাওয়া যায়। সেই সবজি আসলে অনেক সুস্বাদু । আর সব ধরণের সবজি এক সাথে মিশিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে।
যা হোক আর কথা না বাড়িয়ে আসুন পাঁচ মিশালী সবজি রান্না র পদ্ধতি টি দেখে নেওয়া যাক।

20211215_194538.jpg

রান্নার উপকরণ:

১: পাঁচ বা তার বেশি প্রকারের সবজি(সিম, মূলা, গাজর,শসা, লাউ, ক্যাপসিকাম,মটরশুটি, আলু, কুমড়া, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন।

20211215_190745.jpg

২:
নুন, হলুদ ,তেজপাতা(৪-৫)টি, সরিষার তেল , জিরা, গরম মসলা গুঁড়া, কাঁচা মরিচ (৪-৫টি)

20211215_190855.jpg

20211215_190845.jpg

20211215_190950.jpg

20211215_191151.jpg

20211215_191536.jpg

20211215_192922.jpg

20211215_192951.jpg

20211215_193008.jpg

রান্নার পদ্ধতি:

ধাপঃ১
প্রথমে আমি সবজি গুলোকে একইরকম ভাবে কেটে নিলাম যাতে সবগুলো সুন্দর ভাবে সিদ্ধ হয়। এবং ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম।

20211215_190748.jpg

20211215_190745.jpg

ধাপঃ২

এবার কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে কয়েকটা জিরা ফোড়ন দিয়ে তুলে রেখে দিলাম।

20211215_191349.jpg

20211215_191348.jpg

ধাপঃ৩

এখন কড়াইতে সবজিগুলো দিয়ে কিছুটা ভেজে নিলাম।

20211215_190731.jpg

20211215_190732.jpg

ধাপঃ৪

সবজি গুলো কিছুটা ভেজে নিয়ে , কড়াইয়ে ডাল গুলি দিয়ে ভেজে নিলাম।

20211215_190944.jpg

ধাপঃ৫

মোটামুটি ভাজা হয়ে গেলে কড়াইয়ে পরিমান মতো জল দিয়ে দিলাম।

20211215_191724.jpg

ধাপঃ৬

এখন কড়াইয়ের জল ফুটে এলে একে একে দিয়ে দিলাম ২-৩ টি তেজ পাতা, কাঁচা মরিচ, হলুদ ।

20211215_191724.jpg

20211215_191850.jpg

20211215_192718.jpg

20211215_192720.jpg

ধাপঃ৭

এখন কিছুক্ষণ জাল করলাম যাতে ডাল ও সবজিগুলো ভাবে সিদ্ধ হয়ে আসে । এবং তারপর দিয়ে দিলাম পরিমান মতো লবন।

20211215_192720.jpg

20211215_194313.jpg

20211215_193149.jpg

20211215_193150.jpg

ধাপঃ৮

এরপর ঝোল মোটামুটি গাঢ় হয়ে মাখো মাখো হয়ে আসলে দিয়ে দিলাম কিছুটা গরম মসলা গুঁড়ো।
এবং তারপর নামিয়ে নিলাম।

20211215_194354.jpg

20211215_194359.jpg

20211215_194556.jpg

এভাবে খুব সহজে ই রান্না হয়ে গেল পাঁচ মিশালী সবজি সহ মুগ ডাল । আশাকরি রেসিপি টি সবার ভালো লাগবে ।

ছবি: পাঁচ মিশালী সবজি রেসিপি।

মাধ্যম: SamsungS20 ultra

ছবি তোলার তারিখ: ১৫-১২-২০২১

ছবি তোলার স্থান: বৈশালী, দিল্লী

Sort:  
 2 years ago 

মুগ ডাল দিয়ে পাঁচমিশালি সবজি খেতে দারুন লাগে আমিও মাঝে মাঝে বাড়িতে এই রেসিপিটি তৈরি করে খাই। আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আপনি রেসিপিটি প্রত্যেকটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার বিষয়বস্তু খুব আকর্ষণীয়, এটা আমার অন্তর্দৃষ্টি যোগ করে, ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকে স্বাগতম

 2 years ago 

আপনাকেও স্বাগতম, ভালো থাকবেন।

 2 years ago 

মুগ ডাল দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না অসাধারণ অসাধার হয়েছিল বলে মনে হচ্ছে আপনার পোস্টটি পড়ে। পাবনার রেসিপির প্রতিটি ধাপের বর্ণনাগুলো পরে আমি সম্পুর্ন মুগ্ধ হয়ে গেছে। খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং রেসিপিটি খুবই বুঝিয়ে বুঝিয়ে লিখেছেন। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 60609.50
ETH 3014.13
USDT 1.00
SBD 3.90