দিল্লীতে আলোর উৎসব

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

দীপাবলির আরো দু তিনদিন বাকি তারপর ও দিল্লী শহর সেজে উঠেছে আলোর উৎসবে। চারিদিকে ঝলমল করছে আলোর জলকানি আর একটু পর পর শোনা যাচ্ছে পটকা ও আতশবাজির শব্দ
আজ বিকেলে খেয়ালকে নিয়ে বেরিয়েছিলাম আলো দেখতে।
এখানে প্রত্যেকটি বাড়ি , রাস্তা ঘাট, দোকানপাট সেজে উঠেছে দিওয়ালি র আমেজে। এত আলো এত রোশনাই আমি আগে দেখিনি। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই উৎসব পালন করে।
একটি উৎসব কি করে সার্বজনীন উৎসবে পরিণত হতে পারে সেটা দিল্লী র এই দীপাবলির উৎসব দেখলে বোঝা যায়। আলো র উৎসবে সকল অন্ধকার কাটিয়ে দিল্লী শহরের আনাচ কানাচ ভোরে উঠেছে আলোর রোশনাইয়ে।

আমরা যে এলাকাতে আছি এটা মোটামুটি একটা নিরীবিলি শান্ত আবাসিক এলাকা। এখানে রাত দশটার মধ্যেই মোটামুটি সব কিছু বন্ধ হয়ে যায়। এক রকম শান্ত , নিবিড় এক শান্তি নেমে আসে এলাকায়। এই এলাকার প্রত্যেকটি বাড়ি মোটামুটি ২-৩ তোলার মধ্যেই। হাই রাইজ বিল্ডিং তেমন একটা নেই। প্রত্যেকটি বাড়ি র বেলকনি খোলা হওয়ায় মুক্ত হওয়ায় নিশ্বাস নেওয়া যায়।

আজ বিকেলে ৫টা নাগাদ খেয়াল কে নিয়ে বেরিয়েছিলাম এই আমাদের সামনের রাস্তাটায়। দেখলাম প্রত্যেকটি বাড়ি খুব সুন্দর করে দীপাবলির জন্য সাজানো হয়েছে। রাস্তার দুই পাশে যে দুটি পার্ক আছে সেখানে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট পটকা ফুটাচ্ছে। সবাই দেখলাম বেশ পারদর্শী পটকা ফুটানোতে। খেয়াল তো ভয় ই পাচ্ছিল। আমরা ছোট বেলায় এই ছোট অনেক রকম পটকা ফুটাতাম। এখনো সেই সব অনেক মিস করি । যেটা আসলে ভোলার নয়।

সন্ধ্যা বেলার আলোকোজ্জল কিছু ছবি এখন আপনাদের কাছে উপস্থাপন করছি। আশাকরি সবার ভালো লাগবে।

চিত্র:১
20211101_181058.jpg
এই বাড়িটি গোলাপি রঙের আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এই কালার টা খেয়ালের খুবই পছন্দ তাই এটা তার খুব ভালো লেগেছে।

চিত্র:২
20211031_183923.jpg

চিত্র:৩
20211031_183907.jpg

চিত্র:৪
20211031_183939.jpg

চিত্র:৫
20211031_184030.jpg

চিত্র:৬
20211101_180726.jpg

এই বাড়িটি হলুদ আলো দিয়ে সাজানো হয়েছে। দেখতে অসাধারণ লাগছিলো।

চিত্র:৭

20211101_180912.jpg

চিত্র:৮
![20211101_181032.jpg](

কিছু আট নয় বছরের বাচ্চা ছেলেরা মিলে পটকা ফুটাচ্ছিলো ।ওদেরকে দেখে ছোট বেলার কথা মনে পড়ে যায়।

চিত্র:৯
20211101_182129.jpg

এভাবে ঘুরতে ঘুরতে অনেকটা সময় পেরিয়ে গেলো। সন্ধ্যা বেলা টা বেশ ভালোই কাটলো।বাড়ি ফেরার তাড়া ছিল তাই আর বেশি সময় না নিয়ে বাড়ির পথে রওনা দিলাম।

ছবি: দিল্লীর আলোর উৎসব
ছবির তোলার স্থান: দিল্লী
ছবি তোলার ডিভাইস: SamsungS20 ultra
ছবি তোলার তারিখ: ১লা নভেম্বর ২০২১

Sort:  
 3 years ago 

দীপাবলিতে ঘর সাজায় তা জানা ছিলো।তবে একেবারে এতো সুন্দর আর বিশাল আয়োজন হয় তা আমার একেবারেই জানা ছিলোনা।ধন্যবাদ আপু নতুন জিনিষ জানানোর জন্য।ধন্যবাদ আপনাকে অনেক অনেক আপু।
খুব ভালো থাকবেন।

 3 years ago 

দিল্লিতে দীপাবলির বাড়ি ঘর সাজানো একদম চোখে লাগার মত। দারুন আনন্দ করে সবাই। কত রকমের যে বাজি ফাটায়। আশা করছি এবারের দীপাবলি আপনি খুব ভালোভাবে উদযাপন করবেন। এই শুভ কামনাই রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

অনেক কিছু জানতে পারলাম, অনেক ভালো সময় আসছে সামনে বোঝায় যাচ্ছে। ফটোগ্রাফিগুলো দারুন ছিলো। এতদুর থেকেও খুব কাছ থেকে সবকিছু দেখলাম মনে হচ্ছে। এভাবেই নিজের অনুভুতি আমাদের সাথে শেয়ার করতে থাকুন আশা রাখি। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

বাড়িটা বেশ সুন্দর লাগছে চারিদিকে আলোয় ভরপুর। বিভিন্ন রঙের আলোয় বাড়িটা সুন্দরভাবে ফুটে উঠেছে। মেন ফটো কের সামনেথেকে বাড়িটার ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার এই পোস্টটি বলে আমার খুবই ভালো লেগেছে। নয়াদিল্লির আলোকচিত্র গুলো আমাকে অনেক আনন্দ দান করেছে। আপু আপনাদের অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55128.91
ETH 2303.77
USDT 1.00
SBD 2.31