গোয়ালন্দ চিকেন কারি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

গোয়ালন্দ চিকেন কারি পূর্ব বাংলার একটি অনেক পুরনো রেচিপি। পূর্ব বাংলা পশ্চিম বাংলা তখন ও ভাগ হয়নি।
ঢাকা আসা যাওয়ার এক মাত্র পথ ছিল নৌ পথ। লঞ্চ
এ আস তে হত ।রাজ বাড়ি গোয়ালন্দ ঘাটের কাছে নৌকা,ছোট খাটো লঞ্চ ভিড়তো । হোটেল তো তখন ছিল না,
ছোট ছোট নৌকা য় মুরগি র মাংস সরিষার তেল দিয়ে রান্না করে ওই সব যাত্রীদের কাছে বিক্রি করত ।
তখনকার দিনে হিন্দু বাড়িতে মুরগি মাংস খাওয়ার চল ছিল না।তাই কলকাতার হিন্দু বাঙালি রাও এখানে চলে আসত এই মুরগি মাংস খেতে।
আমি আজ সেই গয়ালন্দ চিকেন কারি রান্না করলাম।
আসুন রেচিপি টি দেখে নেওয়া যাক।

20210811_130452.jpg

রান্নার উপকরণ:
দেশি মুরগির মাংস১ কেজি

20210811_112200.jpg

সরিষার তেল ১ কাপ

20210811_114015.jpg

কাচা মরিচ পরিমাণ মতো

20210811_112246.jpg

নুন পরিমাণ মতো

20210730_092813.jpg

হলুদ পরিমাণ মতো

20210730_092813.jpg

তেজ পাতা ২টি

20210730_092858.jpg

রসুন আস্ত ৪টি

20210811_112222.jpg

পেঁয়াজ কুচি ১ কাপ

20210811_112227.jpg

রান্নার পদ্ধতি:

কড়াইতে সরিষার তেল দিয়ে ‌ মাংস ,পেঁয়াজ কুচি, কাচা মরিচ, আস্ত রসুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ভাপে ভাপে রান্না হয়।
এতে কোন জল দিতে হবে না পেঁয়াজের রস , কাঁচা মরিচের রসেই রান্না হবে।

20210811_114211.jpg

20210811_114518.jpg

20210811_114241.jpg

কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দেখতে হবে মাংস সিদ্ধ হল কী না।

20210811_114553.jpg

20210811_130107.jpg

মাংস নরম হয় আসার পর দেখলাম ঝোল গাড়ো হল কিনা
ঝোল মোটামুটি গাড়ো হয় এল ,পেঁয়াজ গুলো গলে গিয়ে বেশ একটা মাখ মাখ ভাব হলে নামিয়ে নিলাম।

20210811_130107.jpg

20210811_130433.jpg

20210811_130452.jpg

এভাবেই খুব সহজে আমি রান্না করে ফেললাম গয়ালন্দ চিকেন কারি।আপনারা ও একবার চেষ্টা করুন।আশাকরি সবার ভাল লাগবে।

Sort:  
 3 years ago 

সুন্দর রান্না। আগে কখোনো এমন রেসিপি দেখিনি আমি।মনে হচ্ছে খুব সুস্বাদু

 3 years ago 

হ্যাঁ, এই রেচিপি রান্না খুব ই সহজ কিন্তু খেতে দারুণ সুস্বাদু।

দিদিভাই সবথেকে বেশি ভালো লাগলো রেসিপিটার নাম,, গোয়ালন্দ চিকেন কারি। একটা বেশ বাঙালি বাঙালি গন্ধ আছে। রান্নার রেসিপি টা বেশ ভালোভাবে এবং মনোযোগ দিয়ে দেখলাম। আশা করছি খুব শীঘ্রই বাড়িতে চেষ্টা করব। তবে আপনার রান্না টা দেখে সত্যি ভীষণ খেতে ইচ্ছে করছে 🤗🤗😊 সুযোগ থাকলে খেয়ে আসতাম। ভালো থাকবেন দিদি 🙏

 3 years ago 

ধন্যবাদ ,এক বার রান্না করে খেয়ে দেখুন আশাকরি ভাল লাগবে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43