খেয়াল বাবুর আজকের আঁকা ছবি( পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার মেয়ে খেয়াল ।বয়স ৭ বছর ।ছবি আঁকতে খুব ভালোবাসে।ওর আঁকা ছবি আমি আগেও পোস্ট করেছি।কিন্তু
আজকের ছবিটি দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি।খুব সুন্দর কালার কম্বিনেশন করেছে।
পাহাড় আমাকে বরাবর টানে, খেয়াল ও পাহাড়ে যেতে পছন্দ করে। ৫-৬ বছর বয়সে ওকে নিয়ে সাজেক গিয়েছিলাম বেড়াতে ।সে ওই ছোট বয়সেই পাহাড়ি রাস্তা ঘাট, খাবার দাবার , খুব এনজয় করেছিল। পাহাড়ের ছবি আঁকতে ও সে খুব পছন্দ করে। আজ কে বিকেলে দেখলাম খেয়াল একটি পাহাড়ের ছবি আঁকছে। আমি ও ঝটপট কয়েকটি ছবি তুলে ফেললাম।

20210918_161401.jpg

এখন ছবি টি স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম।

ধাপঃ১

20210918_084645.jpg

20210918_084708.jpg
পেন্সিল এস্কেচ

ধাপঃ:২

20210918_152451.jpg

নীল আকাশ ,সূর্য রং করে ফেললো ।
ধাপঃ৩
![20210918_153628.jpg]
()
পাহাড়,সবুজ গাছপালা রং করা হয়ে গেল।

ধাপঃ৪

20210918_154745.jpg
এবার পাহাড়ের নীচে মাটি রং করে নিলো।

ধাপঃ৫
20210918_160104.jpg
এবার খেয়াল ফুল ,প্রজাপতি ,পাখি ,ঘাস রং করলো

ধাপঃ:৬
20210918_161401.jpg
এখন রং কমপ্লিট হওয়ার সাথে সাথে ছবি টি ও কমপ্লিট হয়ে গেল।

ছবির ডিভাইস: Samsung ultra S20

Sort:  

সাত বছর বয়সী একটি বাচ্চার এমন আর্ট প্রতিভা দেখে আমি মুগ্ধ।অনেক সুন্দর আর্ট করেছে।অনেক শুভেচ্ছা রইলো বাবুর জন্য।
সেই সাথে আপনাকে ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে,ওর জন্য প্রার্থনা করবেন

 3 years ago 

সত্যিই মনমুগ্ধকর আট করেছে আপনার ছোট্ট বাবু টি। আগামী দিনে আরো সুন্দর কিছু করুক তার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই, ওর জন্য pray করবেন।

 3 years ago 

খেয়াল বাবু দারুণ আঁকিবুকি করে ছোট হওয়া সত্ত্বেও।এছাড়া ছবির মধ্যে অনেক কিছু ফুটিয়ে তোলে।খেয়াল বাবুর জন্য শুভকামনা রইলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধণ্যবাদ, ওর জন্য প্রার্থনা করবেন।

 3 years ago 

অত্যান্ত সুন্দর ভাবে বাচ্চাটি গ্রামের সুন্দর দৃশ্য অংকন এর মাধ্যমে ফুটিয়ে তুলেছে।অনেক অনেক দোয়া রইলো তার জন্য।

 3 years ago 

ধন্যবাদ , এটি একটি পাহাড়ি জনপদ ও পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60925.88
ETH 2688.98
USDT 1.00
SBD 2.46