ভাঙ্গন মাছের ঝোল

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাঙ্গন একটি দরুন সুস্বাদু মাছ ।এটা আমাদের খুলনা অঞ্চলের নদীর নোনা জলে র মাছ। একটু বড় সাইজের ভাঙ্গন
মাছ খুব একটা আজকাল পাওয়া যায় না যদিও ।

খুলনার সান্ধ্য বাজার মাছের জন্য মোটামুটি বিখ্যাত, খুলনার বিভিন্ন অঞ্চলের বাছাই করা মাছ এখানে পাওয়া যায়।
আমি এবার ঢাকায় আসার বেশ কিছু মাছ নিয়ে এসেছিলাম।
সেগুলো থেকে আজ দুইটা ভাঙ্গন মাছ রান্না করলাম।

আমাদের খুলনা র আর একটি বিখ্যাত মসলা চুই ঝাল,এটি
মূলত গাছের শিকড়,শিকড় টা যত পুরাতন হয় ততো খেতে মজা হয়।এর ওষধি গুনাগুন ও অনেক।
আসুন শুরু করা যাক তাহলে---

উপকরণ:
ভাঙ্গন মাছের ঝোলে লাগছে

ভাঙ্গন মাছ:

20210716_111104.jpg

20210716_111117.jpg

চুই ঝাল

20210716_205140.jpg

তেল, জিরা বাটা,নুন,হলুদ,শুকনো মরিচ গুঁড়ো,তেজপাতা,
আলু:

20210716_131456.jpg

20210716_131529.jpg

20210716_132426.jpg

20210716_132428.jpg

20210716_132714.jpg

ধাপ:১মাছ গুলো কেটে নিয়ে ,ভাল করে ধুয়ে নিতে হবে
তারপর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষন রেখে দিলাম।
আলু গুলো কেটে নিয়ে জল ঝরিয়ে নিলাম।

20210716_124431.jpg
ধাপ:২

মাছগুলকে ভাল করে ভেজে তুলে রাখলাম।
আমি এখানে সরিসার তেল ব্যবহার করেছি।

20210716_124647.jpg

20210716_124655.jpg

20210716_125345.jpg

ধাপ:৩
কড়াই তে সরিসার তেল দিয়ে দিলাম ,তেল গরম হলে দিয়ে
দিলাম কয়েকটা জিরা ফরন দিয়ে তুলে রাখলাম।

20210716_131450.jpg

20210716_131456.jpg

ধাপ ৪:
তারপর পরিমাণ মতো জল দিয়ে আলু সিদ্ধ দিলাম,
আলু কিছুটা নরম হলে দিয়ে দিলাম হলুদ।

20210716_131341.jpg

ধাপ ৫:
এরপর একে একে ঝোলে ভেজে রাখা মাছ, কেটে রাখা চুই ঝাল দিয়ে দিলাম।

20210716_132605.jpg

20210716_132606.jpg

ধাপ ৬
এরপর দিলাম বেটে রাখা একটু খানি গরম মসলা,
এখন ঝোল গারো হয়ে আসার পর নামিয়ে নিলাম আমার চুই ঝাল দিয়ে ভাঙন মাছের টাটকা টাটকা ঝোল।

Uploading image #20...

Uploading image #21...

20210716_133734.jpg

20210716_133736.jpg

এরকম ভাবে রান্না করে খেয়ে দেখেন ভাঙন মাছের টাটকা ঝোল। আশাকরি আপনাদের সবার ভাল লাগবে আমার এই রেছিপি টী।
ভাল থাকবেন সবাই,আবার হাজির হব নতুন কোন রান্না নিয়ে আপনাদের কাছে।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাই

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

এই মাছের নাম প্রথম শুনলাম, খেয়েছি কিনা বলতে পারছি না!
তবে আপনার রান্নাটি দেখে বেশ লোভ লাগছে, দারুন রেসিপি। ধন্যবাদ

 3 years ago 

ভাঙন মাছ খুলনা অঞ্ছলের মাছ।
রেসিপি টা ট্রাই করে দেখেন আশা করি ভাল লাগবে

 3 years ago 

যদিও এই মাছ সম্পর্কে কোন ধারনা নেই। তবে নতুন কিছু দেখলে ভালোই লাগে।

 3 years ago 

খুলনার অঞ্চলের মাছ এটা,খেতে খুব সুস্বাদু

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62676.37
ETH 2581.43
USDT 1.00
SBD 2.72