খেয়াল বাবুর আজকের আঁকা ছবি(প্রজাপতি)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

প্রজাপতি প্রজাপতি----------
কোথায় পেলে ভাই এমন ও রঙিন পাখা?
টুক টুকে লাল -নীল ঝিলিমিলি আঁকা বাঁকা---

প্রজাতির এই গানটি আমরা ছোট বেলায় সবাই মোটামুটি এক আধ বার শুনেছি বা গেয়েছি। প্রজাপতি দেখলেই আমাদের এই গানটি কথা আনমনে গেয়ে উঠি।খেয়াল বাবু ও প্রজাপতি খুব ভালোবাসে। সে এই গানটি অনেকবার গেয়েছে আর স্কুলে একবার নাচ ও করেছে। প্রজাপতি আঁকতে ও তেমনি পছন্দ করে।
আজ সকালে যখন বললাম বাবা তুমি তোমার প্রিয় একটি জিনিস একে আমাকে একে দেখাও।তখন সে সুন্দর কালারফুল একটা প্রজাপতি আমাকে এঁকে দেখালো।
প্রজাপতি টি সত্যি খুব ই সুন্দর হয়েছে ।ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি।

খেয়ালের আঁকা প্রজাপতি:

20210929_101121.jpg
চিত্র;১
20210929_095720.jpg
চিত্র:২
20210929_095837.jpg
চিত্র:৩
20210929_101123.jpg

ছবি আঁকার উপকরণ: পেন্সিল
আর্ট পেপার
পেস্টেল রং
ছবি তোলার ডিভাইস: SamsungS20 Ultra

আশাকরি ছবি টি সবার ভালো লাগবে ।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর ছিল খেয়াল বাবুর আজকের আঁকা ছবিটা অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে প্রজাপতিটি দিদি।মনে হচ্ছে মিটমিট করে তাকিয়ে আছে।খেয়াল বাবুর জন্য শুভকামনা রইলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

খেয়াল বাবুর খেয়াল কিন্তু সত্যিই খুব ভালো।
প্রজাপতি টা অনেক সুন্দর হয়েছে। কারণ বাচ্চারা যা ই আঁকে তাই সবসময় সুন্দর হয়, এটাই আমি জানি।

 3 years ago 

অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59588.19
ETH 2572.25
USDT 1.00
SBD 2.50