নীল আকাশে মেঘেদের গল্প

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আকাশের বিশালতা আমাকে সবসময় টানে। ওই শুদূর নীলিমায় চেয়ে থাকলে সকল সংকীর্ণ তা মলিনতা দূর
হয়ে যায়। প্লেনে আমি যত বার উঠেছি প্রায় সময় পাশের
জানালা বন্ধ করে রাখি বা ও দিকে তাকাই না ।কিন্তু এবার জানালা খুলে রেখেছিলাম । বাইরে কি অপূর্ব লাগছিলো সেটা বলে বুঝানো যাবে না।
সুবিশাল নীল আকাশ সাথে সাদা সাদা মেঘেদের ভেসে
বেড়ায়। এদিক ওদিক। আবার আর একটু উপরে উঠার পর মেঘ ও নীল এর সম্রাজ্যের মাঝে আমরা অবস্থান
করছিলাম। মনে হচ্ছিল আমরা মেঘেদের সাথে সাথে ভেসে বেড়াচ্ছি।
এই মনোমুগ্ধকর মেঘেদের কয়েকটি ছবি আমি আমার মুঠোফোনে তুলে নিলাম।এখন সে গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি।

চিত্র:১

20211025_114818.jpg

ছবিটি প্লেন থেকে তোলা। আর এটি আমার মুঠোফোন Samsung S 20 ultra যে তোলা।
এই ছবিতে গাঢ় ন8ল আকাশ আর মেঘেদের রাজ্যের মাঝে আমরা অবস্থান করছিলাম।

চিত্র:২
20211025_114742.jpg
এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বরফ জমা হয়ে যাক এক জায়গায় জমা হয়ে আছে। আর সে গুলো দেখতে তুল র মতো।

চিত্র:৩
20211025_114730.jpg
এখানে নীল আকাশ আর মেঘের দুই স্তর ই স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে।

চিত্র:৪
20211025_114435.jpg

এই মেঘের ছবিগুলো একটু নিচ থেকে তোলা। এরা আবার একটু বড় এবং এরা আকাশের এক কোন থেকে অন্য কোনে ভেসে বেড়ায়।

চিত্র:৫
20211025_114421.jpg

চিত্র:৬
20211025_114408.jpg

চিত্র০:৭
20211025_114405.jpg

চিত্র:৮
20211025_114353.jpg

চিত্র:৯
20211025_114842.jpg
চিত্র:১০
20211025_114848.jpg

ছবি : মেঘ
ছবির স্থান : নীল আকাশ
ছবি তোলার ডিভাইস: Samsung S 20 ultra

Sort:  
 3 years ago 

আমি প্রথমে আপনার ছবিটি দেখে মনে করেছিলাম এটি কোন ডিজিটাল পিকচার হবে এবং মনে মনে ভাবছিলাম এই ছবি তোলা কোনভাবে সম্ভব না। কিন্তু যখন আমি আপনার পুরো পোস্টটি দেখলাম পড়লাম তখনই বুঝলাম যে এই ছবিগুলো আপনি প্লেন থেকে তুলেছেন। তখনি আসলেই সত্যি মুগ্ধ হয়ে গেলাম দেখে এরকম পিকচার আগে কখনো দেখা হয়নি। অসংখ্য ধন্যবাদ আপু প্লেনে থেকে সাহস করে ছবিগুলো তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ, হ্যা, এই ছবি গুলো আমি ঢাকা টু দিল্লি আসার পথে তুলেছিলাম।

অসাধারণ, আপনার লিখা কথাগুলো খুব সুন্দর ছিলো, আর মেঘের এত কাছে থেকে খুব কমই দেখছি। সব মিলিয়ে আমার নিজের মনে হচ্ছে নতুন এক অভিজ্ঞতা। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

অপূর্ব মেঘের দৃশ্যগুলো দেখে মনটা জুড়িয়ে গেল। মেঘকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য সবার হয়না সেটা আপনার হয়েছে আর মেঘের এই সৌন্দর্য বর্নণা করে শেষ করা যাবে না।ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ।

আপু অনেক সুন্দর মেঘ গুলোর ফটোগ্রাফি করেছেন। যা সত্যিই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ছোট আকারে গল্পটাও বেশ ভাল লিখেছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ।

 3 years ago 

আকাশের সৌন্দর্যতা আপনার ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে। সাদা ও নীল আকাশের দুই স্তর বিশিষ্টজন দৃশ্য দেখতে ভালোই লাগছে। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু প্লেন এ জানালার পাশে বসলে আকাশ দেখতে খুবই ভালো লাগে। মেঘেদের খেলা দেখা যায়। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই ছবিগুলো দেখার মত ছিল। খুবই সুন্দর আমি একদম চমকে গেলাম। এত সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি করেছেন এবং নাম দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। মেঘ গুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে

 3 years ago 

অনেক ধন্যবাদ।আমার পোস্ট টি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

 3 years ago 

অপুর্ব প্রকৃতির ছবি গুলি। মেঘের ছবি গুলি দেখে মনে ভরে গেলো। বৌদি খুবই সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করেছেন। শুভ কামনা অবিরাম।

 3 years ago 

অনেক ধন্যবাদ ।ভালো থাকবেন।

 3 years ago 

খুবই চমৎকার হয়েছে আপনার মেঘের ছবিগুলো ।দেখে মনে হচ্ছে মেঘ গুলো যদি হাত দিয়ে ধরতে পারতাম ।আমিতো প্রথম দেখে মনে করেছিলাম এগুলো বরফের মত লাগছে পরে আপনি বললেন এগুলো বরফ। মেঘের উপরে বরফ খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি ।নীল আকাশ মেঘের ছবিটা অনেক সুন্দর হয়েছে ।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago (edited)

আপু অসাধারণ অনেক সুন্দর হয়েছে আপনার ফোনে তুলা ছবি।
আপু আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন ছবি গুলো দেখেই বুঝা যাচ্ছে।

আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64453.36
ETH 3507.44
USDT 1.00
SBD 2.56