অন্ধকার কে পায়ে দলে আলোর পথে যাত্রা

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা সবাই কেমন আছেন ? আশাকরি ভালো আছেন সবাই। আসলে ভালোমন্দ নিয়েই মানুষের জীবন। জীবন মানেই জোয়ার ভাটা।কখনো আলোই আলোয় চারিদিক ঝলমল করে আবার কখনো হতাশার মাঝে ডুবে যেতে থাকে জীবন নামের প্রদীপ খানি।

FB_IMG_1638464222314.jpg

জীবন যখন ঘন অন্ধকারে ডুবতে বসে তখন মনকে শক্ত করে জীবন তরী বেয়ে আলো র পথে ধাবিত হওয়াই আসল নাবিকের কাজ। আমরা যদি জীবন তরীর হাল ছেড়ে দেই তাহলে জীবন তরী ও অন্ধকার সাগরে তলিয়ে যাবে।তাই হতাশাকে দূরে সরিয়ে আমাদের সব সময় আশার আলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।জীবনে যদি কখনো অন্ধকার আসে তা যে চিরস্থায়ী নয় আবার সুখও তেমনি চিরস্থায়ী নয়। কখনো সুখ কখনো দুঃখ এই দুই ই সমান্তরাল ভাবে চলতে থাকে।
নিরবিচ্ছিন্ন সুখ ভোগ আর দুঃখ ভোগ কখনোই কারো জীবনে আসে না। তাই দুঃখের সময় শক্ত হাতে স্থির থেকে আলোর পথে ধাবিত হওয়াই উচিত।

FB_IMG_1638464327388.jpg

যে সব ব্যক্তি ধৈর্য ধরে সকল দুঃখ কে মোকাবেলা করে তারা একসময় আলোর মুখ দেখবেই। এটাই চিরকালের রীতি। বরং যারা দুঃখে জড়োসড়ো হয়ে হাল ছেড়ে দিয়ে হা হুতাশ করতে থাকলে তাদের জীবনে দুঃখ আরো জাঁকিয়ে বসে। সকল ধরনের কষ্টকে দূরে সরিয়ে এগিয়ে যাওয়ার নাম ই জীবন।

FB_IMG_1638464140399.jpg

ছবি:আলো
ছবির মাধ্যম: SamsungS20 ultra
স্থান:বাংলাদেশ
ছবির কাল: ১২-২-২০২০

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 57405.63
ETH 2867.89
USDT 1.00
SBD 3.54