মিস্টি তেতুলের টক

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন ।সব সময় সবাই ভালো থাকুক এটাই প্রত্যাশা। আবার আমি হাজির খুব ই সিম্পল একটি রান্না নিয়ে।এই আইটেম টা কমবেশি সবাই মনে হয় খেয়েছেন। তেতুলের টক আমার খুব ই পছন্দের একটি খাবার।
আমাদের দক্ষিণঞ্চলে এটি তেতুলের টক নামে পরিচিত হলেও
বিভিন্ন অঞ্চলে এটি টক,চাটনি এসব নামে পরিচিত।

যাহোক আর কথা না বাড়িয়ে এবার রান্নায় আসা যাক।
তেতুলের টক রান্না করতে যা যা লাগছে।

20210913_214129.jpg

উপকরণ:

মিষ্টি তেতুল

20210913_213202.jpg

20210913_213225.jpg

কালো সরিষা

20210913_213527.jpg

তেল নুন
হলুদ
জল

রান্নার পদ্ধতি:
ধাপঃ১
প্রথমে তেতুল গুলো ভিজিয়ে রেখে দিলাম।

20210913_213151.jpg

ধাপঃ২
প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম।তেল গরম হলে এক চামচ সরিষা ফোড়ন
দিলাম।তেল তা ভালোমতো গরম করে নিতে হবে না হলে সরিষার সুবাস ঠিকমতো আসে না।

20210913_213340.jpg

20210913_213521.jpg

ধাপঃ৩
এবার ফোড়ন দেওয়া সরিষা তেল সহ খানিকটা তুলে রাখলাম। বাকি তেলের মধ্যে ভিজিয়ে রাখা তেতুল ও পরিমান মতো জল দিয়ে দিলাম।

20210913_213726.jpg

ধাপঃ৪

এরপর দিয়ে দিলাম পরিমান মতো নুন, হলুদ।

20210913_213726.jpg

ধাপঃ৫

এখন ঝোল গাঢ় হয়ে এলে নামিয়ে নিলাম।

20210913_214129.jpg

গরম ভাতের সাথে এই তেতুলের টক পরিবেশন করুন।
অসাধারণ খেতে,খেলেই বুঝতে পারবেন সবাই।আশাকরি সবার ভালো লাগবে মিষ্টি তেতুলের টক ।
ছবি গুলো আমার samsung s20 ultra মোবাইল ফোনে তোলা।

Sort:  
 3 years ago 

তেঁতুলের টক ও যে মিষ্টি হয় এটা জানা ছিল না😁😃

তেঁতুলের টক নাম টা শুনলেই জিভে পানি চলে আসে, আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তেঁতুলের টক তৈরির রেসিপি টা উপস্থাপন করেছেন,ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

হ্যা, আমি ও বরাবর টক তেতুলের ই টক খেয়েছি কিন্তু এই তেতুল টা থাইল্যান্ড এর মিষ্টি তেতুল যেটা খেতে খুব ই মিষ্টি ।মনে হয় মিষ্টি দিয়ে রান্না করা।

যদিও তেতুল খেতে পারিনা তবে তেতুল দেখলে জিভে পানি এমনিই চলে আসে।আপনি আপনার পোস্টে আরো কিছু ধাপ সংক্ষেপ করেছেন মনে হচ্ছে।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

বাহ অনেক দিন পর তেতুল দেখলাম। দেখে অনেক ভালো লাগলো। এর সাথে সাথে জিভে পানি চলে আসলো। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

তেতুলের টক আমার ও খু প্রিয়।

 3 years ago 

তেতুলের কথা শুনলেই কেমন যেন জিহ্বায় জল চলে আসে।
আপনি াখুব সুন্দর তেতুলের টক তৈরি করেছেন

 3 years ago 

এখন আর আগের মতো তেতুল দেখা যায় না তাই তেতুল দেখে জিবে জল এসে গেল যাইহোক আপনার পোষ্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

আমার ও খুব পছন্দের একটি খাবার তেতুলের টক।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63527.41
ETH 3109.34
USDT 1.00
SBD 3.86