আজ রাতের মেনু (রুই মাছ ভুনা)

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ রাতে রান্না করলাম রুই মাছ ভুনা। রুই মাছ আমার মোটামুটি ভালই লাগে তবে সেটা নদীর অথবা পুকুরের হলে ভাল।
আজ যে মাছ টি রান্না করলাম সেটি নদীর রুই ।খেতে বেশ মজা।
এখন রান্নার পদ্ধতি আপনাদের নিকট শেয়ার করছি।

রুই মাছের ছবি:

20210720_122008.jpg

20210720_122010.jpg

20210720_122039.jpg

রান্নার পদ্ধতি:
ধাপ:১
মাছের পিচ গুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম ।

ধাপ:২
তেল দিয়ে
মাছ গুলো ভেজে নিলাম।

20210813_210926.jpg

20210813_210928.jpg

ধাপ :৩

এরপর কড়াইতে তেল দিয়ে কয়েকটা জিরা ফরন দিলাম
কড়াইতে পরিমাণ জল দিলাম ,জল ফুটে আসার পর
ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম।

20210813_212233.jpg

ধাপ:৪
এরপর ঝোল এর ভিতর পরিমাণ মতো নুন ,হলুদ, তেজ পাতা
পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম।

20210813_212822.jpg

ধাপ:৫
সব শেষে ঝোল গাড়ো হলে গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আর গরম গরম পরিবেশন করলাম।

20210813_213447.jpg

20210813_213444.jpg

Sort:  
 3 years ago 

খুব সুন্দর রেসিপিটি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রেসিপি টা খুবই সুন্দর হয়েছে। রুই মাছ আমার খুবই প্রিয়। আপনার উপস্থাপনা টা খুব ভালো হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

উফস,,,,,, তরকারির রংটা যা হয়েছে না 👌👌 খেতেও মনে হচ্ছে তার থেকে বেশি মজা হয়েছে। আজকেও খিদে বাড়িয়ে দিলেন দিদি। , মাছটা কি আপনি নিজে কাঁটলেন দিদি !!🙄🙄🙄আসলে এখনকার দিনের অনেক মেয়েই কিন্তু মাছ কাটতে পারে না । আপনি তো একদম অসাধ্য সাধন করে ফেললেন। মাঝে মাঝে ভয় লাগে বিয়ের পর আমার বউ আমাকে কি মাছ কখনো কেটে খাওয়াতে পারবে! 🤔🤔🤪

 3 years ago 

না আমিও মাছ কাটতে পারিনা,অন্যের হেল্প লাগে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60814.66
ETH 2400.80
USDT 1.00
SBD 2.60