আজকের বিকেল বেলা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

অনেকদিন পর আজ বিকেলে একটু বেরিয়েছিলাম হাটাহাটি করতে। ভালোই লাগছিলো।প্রথমে গেলাম শ্যামলী তে একটি জিনিস কেনার ছিল তার পর সেটা আবার একজায়গায় পাঠাতে হবে তাই কুরিয়ার অফিসে গেলাম।
সেখানে ও সিরিয়াল ,দাঁড়িয়ে দাঁড়িয়ে ধৈর্য প্রায় হারিয়ে ফেলেছিলাম ।
মোটামুটি আধঘন্টা খানেক দাঁড়ারোনোর পরে আমার সিরিয়াল এলো । তার পর সব ফর্মালিটিজিস কম্পিলিট করে কাজ টি শেষ করলাম এবার ভাবলাম বাসায় ফিরবো । ফেরা র পথে একটি পার্ক পড়ে ,সেখানে দেখলাম অনেক লোক ।কেউ বসে বসে বাদাম খাচ্ছে, কেউ শারীরিক কসরত করছেন , ফেরিওয়ালা রা এদিক ওদিক এটা ওটা বিক্রি করছে।
ছোট বেশ কয়েকটি বাচ্চা তাদের মা বাবার সাথে পার্কে এসেছে। করোনা র কারণে অনেকদিন ঘরবন্দি থেকে থেকে লোকজন একরকম অতিষ্ঠ হয়ে উঠেছে।তাই কিছুটা স্বস্তি র নিশ্বাস ফেলতে অনেকেই এখানে আসে।
পার্কের ছবি:
চিত্র:১
20210927_172232.jpg

চিত্র:২
20210927_172220.jpg

চিত্র:৩
20210927_172240.jpg

কিছুক্ষন পার্কে ঘুরাঘুরি করার পরে আমি বাসার উদ্দেশ্য রওনা দিলাম। পার্কের বাইরে কয়েকটি স্ট্রিট ফুডস এর দোকান আছে। সেই দোকান গুলো থেকে পার্কে বেড়াতে আসা অনেকেই তাদের পছন্দ মতো খাবার খেয়ে থাকে । খাবার গুলো বেশ টেস্টি আবার অতটা দামি ও নয় । সে জন্য মোটামুটি সস্তায় সবাই খেতে পারে ।আমার ও স্ট্রিট ফুড খেতে খুব ই মজা লাগে।

পার্কের পাশে দোকানগুলোর চিত্র:

চিত্র:১

বাদামের দোকান
20210927_172039.jpg

চিত্র:২
বাদাম এর দোকান২
20210927_172152.jpg

চিত্র:৩
ফলের দোকান
20210927_171911.jpg

চিত্র:৪
বাদাম বিক্রেতা খদ্দের এর আশায় বসে আছে-
20210927_172039.jpg

চিত্র:৫
আচার এর দোকান
20210927_172144.jpg
চিত্র:৬
চা এর ছোট্ট দোকান
20210927_172134.jpg
আমি বাদাম খেতে খু ব পছন্দ করি। এক প্যাকেট বাদাম কিনে নিয়ে আসতে আসতে চিবোতে চিবোতে বাড়ির দিকে রওনা হলাম।

Sort:  
 3 years ago 

বিকেলবেলা ঘরের বাইরে কাটানো অনেক চমৎকার একটি অভিজ্ঞতা এবং আমাদের উচিত সবসময় বিকেলে বাইরে গিয়ে এরকম সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করা।

 3 years ago 

গত ৩ দিন এখানে অনেক আড্ডা দিয়েছি, গত কাল ঢাকা থেকে আসেছি।

 3 years ago 

ধন্যবাদ।

অফিস থেকে ফিরে প্রতিদিন এইখানে আড্ডা দিয়ে বাসায় যাই।বাহ ভালো লাগলো দেখে যে আপনি শ্যামলী তে থাকেন।

 3 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65853.52
ETH 2697.93
USDT 1.00
SBD 2.86