ভালোবাসার মায়া....

আসসালামু আলাইকুম



20210701_170725_0000.png

  • ভোর থেকে রিমঝিম ধারায় বৃষ্টি হচ্ছে। সারাদেশে চলছে কঠোর লকডাউন। বাহিরে তেমন কোন কাজ নেই। তাই বাহিরে যাবার কোনো চিন্তাও নেই। জানালার পাশে বসে রাস্তার দিকে তাকিয়ে বৃষ্টি দেখছি আর ভাবছি কি লেখা যায়। বৃষ্টির কারণে রাস্তা একদম ফাঁকা। একটা জনমানবের ও দেখা নেই। হঠাৎ দেখলাম ২০-২২ বছরের একটা ছেলে আর ১৮-১৯ বছরের একটা মেয়ে একই ছাতার নিচে হাতধরে গায়ের সাথে গা লাগিয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। যদিও বা একটি ছাতা তাদের হাতে আছে, কিন্তু বৃষ্টির পরিমাণ এতো বেশি ছিলো যে দুজনেই প্রায় পুরোপুরি ভিজে গেছে। তখন মনে হলো আজ ভালোবাসা নিয়ে কিছু একটা লেখা যায়। ভালোবাসার মায়া কি সেটা আপনাদের মাঝে শেয়ার করাই যায়।

  • ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। তবে এতটুকু বুঝেছি যে, ভালোবাসা আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। ভালোবাসা এমন একটা জিনিষ যেটা সবসময় এক রকম থাকে না। প্রতিটি ক্ষণে ক্ষণে ভালোবাসা তার রূপ বদলায়
    শুধু তার মায়ার কারণে।

  • আপনি কাউকে খুব ভালোবাসেন। কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে যোগাযোগের বিন্দু পরিমাণ চেষ্টাও করবে না, কিন্তু যখন আবার আপনি যোগাযোগ করবেন, তখন সে আপনার সাথে এমন একটা ভাব করবে যেনো সে আপনাকে অনেক মিস করেছে! তখন আপনি নিজেই ভাববেন যে সে হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু আসলে না!

  • সে আপনাকে নিজ মুখে কখনোই দুরে যেতে বলবে না, আবার থেকে যেতেও বলবে না! এমন একটা ভাব করবে যেনো আপনি বুঝে উঠতেই পারবেন না যে সে আসলে কি চায়!

  • একতরফা আর দুইতরফা ছাড়াও আর একপ্রকার এর মিথ্যা অভিনয়ের ভালোবাসা হয়..
    যেখানে আপনি আপনার পছন্দের মানুষটাকে ভালোবাসেন, অপর মানুষটাও ঠিক আপনার সাথে এমন আচরণ করবে যেন সেও আপনাকে অনেক ভালোবাসে!

  • যখন আপনি সরাসরি তাকে জিজ্ঞেস করবেন যে কেনো সে এরকম করে, তখন সে সেটার উত্তর এমন ভাবে দিবে যে আপনি নিজেকেই নিজে ভুল ভাবতে থাকবেন! আপনার মনে হবে যে আপনি নিজেই ভুল ভাবছেন, আপনার ধারণা ভুল!

  • সে আপনাকে সবসময় একটা ঘোরের মধ্যে রেখে দিবে! এটা এমন একটা ঘোর যেখানে আপনি প্রতিটা মূহুর্তে ভাবতে থাকবেন যে, সে কি আপনাকে ভালোবাসে নাকি ভালোবাসে না ?
    আসলে সে আপনাকে ভালোবাসে না সেটা আপনিও বুঝেন! তবুও দুরে যেতে পারেন না! সেই মিথ্যা মায়া কাটিয়ে উঠতে পারেন না!

  • এটাকে ঠিক কি নামে আখ্যায়িত করা যায় তা আমার জানা নেই, হয়তো কারোরই জানা নেই! এটাকে কোন সংজ্ঞায় ফেলা যায় না! না ফেলা যায় অবহেলার সংজ্ঞায়, না অগ্রাহ্য!
    এটা এমন একটা ফাঁদ, যেখান থেকে আপনি সহজে বের হয়ে আসতে পারবেন না, আবার আঁকড়ে ধরে থাকতেও পারবেন না.......।।।।!!

  • ব্যাপারটা হচ্ছে এমন, সে এখন আপনার চেয়েও বেটার কাউকে খুঁজছে। বাট পাচ্ছেনা। তাই আপনাকে অপশনে রাখছে। কাউকে পেলে আপনাকে সোজাসোজি বলে দিবে। আর হয়তো সে আপনাকে ভালোবাসে না এটা বলে সে নিজেকে ছোট করতে চায় না। সে চাচ্ছে ব্রেকাপটা আপনি করেন। দোষটা আপনার ঘাড়েই চাপুক। সাপও মরল আর লাঠিও ভাঙ্গলোনা। ভালোবাসা নিয়ে কনফিউসড্ হবেন না কখনো। ভালোবাসা থাকলে সেটা টের পাওয়া যায়। সে আপনার সাথে থাকতে থাকতেই তার মায়া থেকে বের হয়ে আসুন। যাতে হুট করে সে চলে গেলে ধাক্কা সামলাতে পারেন। জীবন তো একটাই। তাকে গুছিয়ে নিতে শিখুন। মায়ার বসবর্তী হয়ে জীবনে কোনো ভুল করা যাবে না। তাহলে বাকিটা জীবন আপনার শূন্যতায় ডুবে যাবে।

  • আজ তাহলে এ টুকুই থাক। অন্য কোন সময় অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সকলেই ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিজে সচেতন হন, অন্যকেউ সচেতন করুন। আল্লাহ্ হাফেজ।


সময় করে সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।


ধন্যবাদান্তে
@mubdi-technology

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 95076.63
ETH 3277.51
USDT 1.00
SBD 3.26