অসুস্থতা : অভিজ্ঞতা ১০℅ লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

অসুস্থতা

জীবনে অনেক সময় আসে। ভালো সময়, খারাপ সময়। ভালো সময়ে আমরা সবাই হেসে খেলে বেড়াই। আশেপাশের সবাইকে মনে হয় ফেরেস্তার মতো ভালো। নিজেকে ভাগ্যবান মনে হয়। ঠিক সেই সময়ে যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার খারাপ সময় শুরু হবে, আপনার আশেপাশের ফেরেস্তার মতো মানুষ গুলো দূরে চলে যেতে শুরু করবে। তাদের আসল ডেভিল রূপ আপনার চোখের সামনে ধরা পড়বে। আফসোস হবে কাকে কী ভেবেছিলাম আর কী হলো। এটাই জীবনের নিয়ম।

খারাপ সময় আসলে নিজেকে আমাদের অনেক অসহায় মনে হয়। ভাগ্য খারাপ বলে আমরা ধিক্কার দেই। কিন্তু আসলেই কি ধিক্কার দেওয়া উচিত? আমার মনে হয় না। ভালো খারাপ সব মিলিয়েই জীবন। খারাপ সময় এসেছে বলেই না আমরা আমাদের চারপাশের জগৎ কে নতুন ভাবে চিনতে পারি। তার আসল রূপ আমাদের চোখে ধরা পড়ে। জীবন আসলে ফুলসজ্জা নয় যে সহজেই অতিবাহিত হয়ে যাবে। অনেক বাধা বিপত্তি পেড়িয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অনেক কাঠ খড় পোড়াতে হবে। নিজেকে শক্ত করতে হবে লোহার মতো। আবার জায়গা মতো গলেও যেতে হবে।

এতো জ্ঞান দিচ্ছি কেন হয়তো অনেকেই বলতে পারেন। আসলে কথা গুলো বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। কয়েকদিন বেশ অসুস্থ ছিলাম। অসুস্থতার সময়ে পরিবার থেকে দূরে থাকার কষ্ট অনেক বেশি। তার উপর আশেপাশের মানুষের যদি বিবেকহীনতার পরিচয় দেয় তাহলে তো কথাই নেই। অনেক কিছু জানলাম শিখলাম এই কটা দিনে।

এখন একদম সুস্থ আলহামদুলিল্লাহ। অসুস্থ হয়েছিলাম সেজন্যও আলহামদুলিল্লাহ। কেননা অসুস্থ নাহলে তো বুঝতাম না কীভাবে মানুষের আসল চেহারা দেখতে পাওয়া যাবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হল থেকে বাসায় চলে আসলাম। আসার পথে অসুস্থ কাঁপা কাঁপা হাতে তোলা কয়েকটি ছবি আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে।

IMG_20211229_131650.jpg

IMG_20211229_131616.jpg

IMG_20211229_131609_1.jpg

IMG_20211229_131608.jpg

IMG_20211229_131602.jpg

IMG_20211229_131554.jpg
বঙ্গবন্ধু সেতুর উপর। যমুনা নদীতে।
ধন্যবাদ সকলকে।

ফটোগ্রাফিতে :@mstnusrat
ডিভাইস :Huawei
মডেল:y7pro
লোকেশন :w3w

Sort:  

খুব সুন্দর একটি বিশ্লেষণ করেছেন পোস্টটি সম্পর্কে। সত‍্যি অসুস্থ না হলে কোন কিছুই বোঝা যায় নাহ। চারিদিকে ঘিরে থাকা হাজারো মানুষের আসল রুপটি ঐ সময় টাতেই অনুভব করা যায়। এটা আসলে ভিন্ন এক অভিজ্ঞতা। এখন আপনি সুস্থ জেনে ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63701.73
ETH 2723.12
USDT 1.00
SBD 2.56