ফুল গাছের কিছু তথ্য এবং ফুলের ফটোগ্রাফি।
ছোটবেলা থেকেই বাগান করার প্রতি আমার অনেক শখ ছিলো। কেন জানি ফুল আমার এতো বেশি ভালো লাগে জানিনা। আসলে ফুল সবাই ভালোবাসে। কিন্তু আমার টা কিছু অন্য রকম। আমি ফুল শুধু ভালোবাসি না বিভিন্ন ফুলের গাছ সংগ্রহ করে নিজের বাসায় লাগাতে খুব ভালো লাগে। নানা রকমের ফুল।হোক সেটা মূল্যবান আর হোক ফেলনা। জবা ফুল থেকে শুরু করে গন্ধরাজ কোনোটাই আমার অপছন্দ নয়। তবে সাদা রং আমার একটু বেশি পছন্দ। তাই গন্ধরাজ, কামিনী, কড়ি, সাদা গোলাপ, সাদা জবা ইত্যাদি ফুলগুলোর প্রতি আমার একটু বেশিই টান।
তাহলে চলুন আমার বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের দেখাই৷ আর হ্যাঁ ফুলের গাছ কিন্তু নানা রকমের ঔষধি কাজেও লাগে। আমি যা জানি তাই আজ আপনাদের জানাবো।
- ছবিতে দেখছেন একটি হলুদাভ গোলাপ। এটা যে বাস্তবে দেখতে এতো সুন্দর তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। হয়তো আমার ক্যামেরার গুনে কিছুটা মলিন হয়েছে। কিন্তু সত্যি বলছি বাড়িতে এই গোলাপ গাছটি লাগিয়ে দেখেন। এর ফুলগুলো আপনাকে মুগ্ধ করে দেবে।
- গন্ধের রাজা হলো গন্ধরাজ মানতেই হবে
- এটি আমার অতি প্রিয় একটি ফুল গন্ধরাজ। আগেই বলেছি সাদা ফুল আমার বেশ পছন্দ। আর গন্ধরাজের গন্ধ আপনাকে পাগল করে দেবে।আমার গাছে এবার প্রায় ১০০ টি গন্ধরাজ ফুটেছিলো। আমি প্রতিদিন ওদের দেখতাম গন্ধ নিতাম।
- এই গোলাপটির রং কমলা। এটা জাস্ট অসাধারণ। কমলা রংয়ের গোলাপ ফুল বেশ আকর্ষণীয়। এই গাছটি আমার ছোট ভাই লাগিয়েছে। বলতে হবে যে ওর পছন্দ আছে। এই ফুলটি দেখতেও অনেক সুন্দর।
- এটা হলো একটি ভিন্ন প্রজাতির জবা ফুল। সাধারণ ওবা ফুল গুলো দুইদিন পর্যন্ত ফুটে নষ্ট হয়ে যায়। কিন্তু এই জাবাটা একদিন সকালে ফুটবে সন্ধায় নষ্ট হয়ে যাবে। তবে দেখতে বপশ বড় এবং সুন্দর। আর এই জাব ফুল যদি সকাল বেলা আপনি গাছ থেকে ছিড়েও ফেলেন তবুও সন্ধার সময়ই এটা নষ্ট হবে। ব্যাপার টা বেশ ভালো লাগে।
- এবারে দেখছেন গোলাপ বলতে আসলে যে ফুলের ছবি আমাদের চোখে ভাসে। মানে লাল টুকটুকে গোলাপ। অরিজিনাল কালারের সাথে। এই ফুল নিয়ে বেশি কিছু না বলি এটা আপনারা সকলেই জানেন। প্রেয়সীকে দেওয়ার উত্তম জিনিস এটি। আপনি কি দিয়েছেন বা পেয়েছেন কখনও? জানাতে পারেন।
- এটি হচ্ছে আমাদের সবার পরিচিত জবা ফুল। এইটা হলো আসল জবা। এটা দিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এছাড়া এই ফুল পিসে চুলে লাগালে চুল অনেক সিল্কি এবং কালো হয় বলে আমার ধারণা। কেননা আমি এটা বেশ কয়েকবার প্রয়োগ করেছিলাম আমার চুলে। বেশ ভালো ফল পেয়েছি। জবাফুলের সবগাছ আপনি ডাল থেকে কলম করে লাগাতে পারবেন নতুন গাছ।
- এই দেখেন আমার গোলাপি গোলাপের বাহার। গোলাপের রং গোলাপি হবে এটাই স্বাভাবিক। কেন জানিনা লাল গোলাপ কে সবাই আসল বলে। কিন্তু আমার মনে হয় যেহেতু গোলাপ নাম তাই গোলাপি এর আসল রং। এবং গোলাপেরও সকল গাছ ডাল থেকে কলম করা যায়।
- এটা হাসনাহেনা ফুলের গাছ। যাদের বাসায় এই গাছ আছে তাদের এর পাগল করা সুবাসের কথা নতুন করে বলার কোনো প্রয়োজনীয়তা দেখিনা। আপনি যদি ফুলের গন্ধে মাতাল হতে চান তবে এই ফুল গাছ আপনার জন্যই। অনেক বলে রাতে গন্ধ ছড়ায় বলে এ গাছে সাপ আসে। তবে আমার গাছে এখনও আসেনি। আর আমার মনে হয় এটি একটি ভুল ধারণা। এই গাছটি ডাল থেকে কলম করা যায়।
- এবার দেখছেন কামিনী ফুল৷ এর গাছ বেশ বড় হয়। এবং এর সুবাসও অনেক মিষ্টি। সাদা সাদা এক গাদা ফুল ফোটে এই গাছে। হালকা বাতাস হলে তলায় ঝরে পড়ে পাপড়ি। গুল্ম জাতীয় গাছ বলে এটি মাঝারি আকারের গাছ হয়। আর পাপড়ি ঝরার সময় নিচে দাড়ালে আপনার মনে হবে সিনেমার মতো একটা ফিলিংস।
- এটা একটি কাকটাস গাছের ফুল। ছাদে লাগানো সব ফুলগাছ পানি অভাবে মরে যায় বলে এটি ছাদে লাগানোর জন্য খুব উপযোগী। কেননা পানি ছাড়াও এগুলো বাঁচতে পারে। মরুভূমির গাছ বলে কথা। তবে ফুল হয় অনেক সুন্দর। দেখতেই পারছেন কমলাও নয় আমার গোলাপিও নয়। মনে হচ্ছে ইটের মতো রং। অসাধারণ আমি নিজেই মুগ্ধ নিজের ফুলগাছ দেখে।এটি ডাল থেকেও হয়ে থাকে।
- এটা একটি সবজির গাছের ফুল।হঠাৎ চোখে পড়লো আর বেশ ভালো লাগলো তাই তুলে নিলাম। বলেন তো কি ফুল? থাক মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করার প্রয়োজন নেই আমিই বলছি। এটা আসলে বরবটি যে সবজি আমরা খাই তার ফুল। বেশ সুন্দর হালকা নীল কালার
- সর্বশেষ একটি বনকড়ি ফুল। বনে জঙ্গলে এর একটা জাত হয় সেটি বেশ বড় হয়। এটা কিছুটা বনসাইয়ের জাত দেওয়া হয়েছে বলে গাছ ও ফুল দুইটাই ছোট হয় তাই একে বনকড়ি ফুল বলি আমরা।
কেমন লাগলো আমার বাগানের ফুলগুলো। আরো অনেক ফুল আছে সবগুলো একদিনে দেখানো সম্ভব না। আশা করি আপনাদের ভালো লাগবে।। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
ছবিতে :mstnusrat
ডিভাইস :Huawei
মডেল:y7pro
লোকেশন : আমার বাড়ি💖
আপনি খুব সুন্দর করে ফুল গাছের ফটোগ্রাফি এবং ফুল গাছ গুলোর বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। যা আমার কাছে বেশ ভালো লেগেছে আপু।জবা এবং সাদা গোলাপ ফুলটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সেই সাথে আপনার উপস্থাপনা মাশাল্লাহ অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম কিছু ফুলের ফটোগ্রাফি এবং বর্ণনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
সাদা গোলাপের নায় ভাই ওটা গন্ধরাজপর ছবি।
খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপু। আপনার বাগানে তো দেখছি অনেক রকমের ফুল রয়েছে। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি চমৎকার। বিশেষ করে প্রথম গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ফুলের ফটোগ্রাফিক গুলো যাই হোক না কেন ফুল গাছের তথ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। আর ফটোগ্রাফি তো সুন্দরভাবেই করেছেন যা দেখে বুঝলাম ফটোগ্রাফি করার খুবই সুন্দর অভিজ্ঞতা আপনার মধ্যে রয়েছে।
ধন্যবাদ ভাই অনুপ্রেরণা দেওয়ার জন্য।
বেশ কিছু চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ।আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। দারুন দারুন সব গোলাপ ফুল শেয়ার করেছেন ।গোলাপের কালার গুলো খুবই চমৎকার ছিল ।এছাড়াও গন্ধরাজ ,হাসনাহেনা ফুলের ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু দোয়া রাখবেন সব সময়।
আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। দেখে আমার খুবই ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য।
খুবই সুন্দর এবং চোখ ধাঁধানো একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে সব থেকে বেশি ভাল লেগেছে আপনার উপস্থাপনাটা তথ্য এবং তথ্যবহুল আলোচনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর অনুপ্রেরণা দেওয়ার জন্য।
আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ফুলের ফটোগ্রাফি করেছেন যা আমার খুব ভালো লেগেছে। আপনি অনেক দক্ষতার সঙ্গে ফটোগ্রাফি করেছেন।সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লাগলো। আপনার এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ্্।
জ্বি ভাই থ্যাংক ইউ।
বাহ আপু আপনি দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুল দেখতে আসলে অনেক ভালো লাগে আর আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন অনেক ভালো লাগছে।
ধন্যবাদ ভাইয়া।
বিশেষ করে মেয়েরা বাগান করার বিষয়ে বেশী কেয়ারিং, আপনার ফুলের বাগানে অনেক ফুল রয়েছে।গোলাপ ফুল গুলো দেখতে খুবিই ভালো ছিল। কমলা গোলাপ এবং হলুদ গোলাপ বেশী ভালো ছিল সাথে সুন্দর তথ্য দিয়েছেন।ধন্যবাদ আপানাকে
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
আপনার মত আমারও বাগান করতে খুবই ভালো লাগে। প্রত্যেকটি ফুলি আমার পছন্দের কোন ফুল নেই যে আমার পছন্দের না। আপনার হাসনাহেনা ফুল গাছটির ফটোগ্রাফি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। এই হাসনাহেনা ফুল গুলো যখন একসাথে ফুটবে তখন একটি ফটোগ্রাফি আমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন দেখতে খুবই চমৎকার দেখাবে তখন। আপনার প্রত্যেকটি ফুল গাছ এবং ফুল আমার কাছে ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আচ্ছা আপু শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।