লেভেল ৪ হতে আমার অর্জন By @mstnusrat

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের দোয়া নিয়ে আজ আমি লেভেল ৪ এর পরীক্ষা দিতে চলেছি। সকলের কাছে দোয়া প্রার্থী।

IMG_20220318_235141.jpg

প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি এবিবি স্কুল এর সুপ্রিয় মডারেটর এবং প্রফেসরদের। যাদের অকৃত্রিম ভালোবাসা এবং পরিশ্রমের ফলে আমরা অনেক কিছু জানতে পেরেছি। লেভেল ৪ খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায়। এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস শিখতে পেরেছি।যদিও একদমই নতুন। তবুও লেকচার শিট পড়ে হেল্প নিয়ে অনেক সুন্দর ভাবে সবকিছু বুঝতে পেরেছি। সব রকমের ট্রান্সফার করতে শিখেছি এবং আরও অনেক নতুন বিষয়ে জ্ঞান লাভ করেছি।

আপনাদের সকলের দোয়া নিয়ে আমি পরীক্ষা শুরু করছি।

১. p2p কি?

  • উত্তর : p2p হলো এক ধরনের ট্রানজেকশন। এটির মাধ্যমে বোঝায় একটি একটি স্টিমিট ওয়ালেট থেকে আরেকটি স্টিমিট ওয়ালেট এ SBD, steem, trx ট্রান্সফার করা। এক কথায় পারসন টু পারসন কোনো কিছু শেয়ার করাই হলো p2p ট্রানজেকশন। এই ধরনের ট্রানজেকশন আমার বাংলা ব্লগে কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে।

২.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

  • উত্তর : স্টিমিট ওয়ালেট থেকে ট্রান্সফার এ গিয়ে level4test এ 0.001 SBD শেয়ার করার স্ক্রিনশট।

Screenshot_20220318-074351.jpg

৩.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

  • উত্তর : স্টিম থেকে লেভেল ৪ টেস্ট একাউন্ট এ স্টিম সেন্ড করার স্ক্রিনশট।

Screenshot_20220318-075642.jpg

৪.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

  • উত্তর: 0.01 trx level4test কে সেন্ড করার স্ক্রিনশট।

Screenshot_20220318-220910.jpg

৫.Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

  • উত্তর: SBD কে steem এ কনভার্ট করার স্ক্রিনশট।

Screenshot_20220318-075415.jpg

Screenshot_20220318-074830.jpg

৬.Poloniex Exchange site এ একটি Account Create করুন।

  • উত্তর: Polonix Exchange site এ একাউন্ট ক্রিয়েট করেছি। ইমেইল এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে।

received_958377231487178.webp

৭.আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

  • উত্তর: স্টিমিট একাউন্ট হতে পলোনিক্স এ স্টিম ট্রান্সফার করেছি।১০ স্টিম।

৮.আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

  • উত্তর: পলোনিক্স এ trx ট্রান্সফার করার স্ক্রিনশট।

Screenshot_20220318-230659.jpg

৯.Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

  • উত্তর: steem, trx USDT তে রূপান্তর করার স্ক্রিনশট।

Screenshot_20220318-104243.jpg

received_288001400115968.webp

received_707424753773118.webp

যেহেতু আমার একাউন্ট এ কোনো trx ছিলো না। তাই প্রথমে USDT থেকে trx কিনেছি আবার USDT তে কনভার্ট করেছি।
যথাসাধ্য ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি।বাকিটা আপনাদের দোয়া।

Sort:  
 3 years ago 

আপনি লেভেল ফোর এর সকল বিষয়গুলো অনেক ভালোভাবে বুঝিয়েছেন । যেটা আপনার পোস্টটা দেখে বুঝা যাইতেছে । পরবর্তী লেবেলটি যেন ভালোভাবে শেষ করে পার হতে পারেন তার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

আপনার পরীক্ষা সব ঠিক আছে বলে মনে হচ্ছে তাই আপনাকে লেভেল-৪ ট্যাগ দেওয়া হচ্ছে। কিন্তু (🆎) ট্যাগটি আপনার নাম থেকে মুছে ফেলা হবে না। কারণ আপনি একজন অনুপস্থিত সদস্য। আপনি এক সপ্তাহ ধরে সক্রিয় থাকলে এই ট্যাগটি মুছে ফেলা হবে। যেহেতু আপনি আমাকে আপনার সমস্যার কথা বলেছেন, আপনার সমস্যা আমার মাথায় থাকবে। ধন্যবাদ

 3 years ago 

আচ্ছা আপু অনেক ধন্যবাদ। রেগুলার হওয়ার চেষ্টা করছি।

 3 years ago 

লেভেল ৪ হতে স্টিমিট এর বিভিন্ন মার্কেটিং বিশয়ে সুন্দর ভাবে নিখুত ভাবে জানতে পেরেছেন এবং পরিক্ষায় পাশ করেছেন অভিনন্দন আপনাকে নিজের মেধা দিয়ে কাজ করে এগিয়ে যান শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

লেভেল 4 এর বিষয়বস্তু গুলো খুবই গুরুত্বপূর্ণ। কেননা ট্রানজেকশন এবং বিভিন্ন এক্সচেঞ্জ ক্ষেত্রে বা এই প্লাটফর্মে কাজ করতে হলে এ বিষয়টি ভালোভাবে আয়ত্ত করা দরকার।আর সেটি আপনি করেছেন এটা যেন অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি স্টিমিট থেকে যেটা আর্ন করছেন সেটা কিভাবে তুলবেন সেই বিষয়গুলো মূলত ধারণা দেওয়ার জন্যই লেভেল ৪এর ক্লাস গুলো নেওয়া হয়। বিষয়গুলো শিখতে থাকুন আর সামনের দিকে অগ্রসর হতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে অভিনন্দন জানাই আপু আপনি বাকি লেভেলগুলো পার হয়ে লেভেল ৪ এর পরীক্ষা দিচ্ছেন। দেখে খুবই ভালো লাগলো। খুব চমৎকারভাবে পরীক্ষার বিষয় গুলো আপনি উপস্থাপন করেছেন। আপনি যে খুব মনোযোগ সহকারে ক্লাস করেছেন তা আপনার আজকের পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। দোয়া রাখবেন।

 3 years ago 

খুব ভালো লাগলো দেখে যে আপনি বাকি লেভেল গুলো পর করে লেভেল ৪ এর পরীক্ষা দিচ্ছেন।খুব সুন্দর করে লেভেল ৪ এর বিষয়বস্তু গুলো আপনি উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য। আপনি যেন লেভেল ৪ ও খুব দ্রুত পার হয়ে যেতে পারেন।

 3 years ago 

ধন্যবাদ আপু।দোয়া রাখবেন।

লেভেল ৪ হতে আপনি অনেক কিছু শিক্ষা নিতে পেরেছেন। তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। এভাবে এগিয়ে যান আপু এই দোয়া করি। 💞💞

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

level-4 হতে আমরা অনেক কিছু শিখেছেন তা দেখে অনেক ভালো লাগলো। লেভেল 4 এই বিষয়গুলো জানা অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল। এভাবেই আপনি সামনের দিকে এগিয়ে যান।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago (edited)

আপু আপনি লেভেল ৪ থেকে অনেক কিছু জানতে পেরেছেন তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আসলে এই লেভেলে ভালোভাবে শিখতে পারলে তাহলে আমাদের কিভাবে বৈধ উপায়ে উপার্জন করতে হবে তা শিখতে পারবো। আশা করছি সামনের দিনগুলোতে আপনার অনেক ভাল যাবে সেই শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। দোয়া রাখবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63207.55
ETH 2571.17
USDT 1.00
SBD 2.82