পাওয়ার আপ: ৩০ স্টিম

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। পরীক্ষা চলাকালীন অনেক দিন আমি কোনো পোস্ট করতে পারিনি। এখন নিয়মিত পোস্ট করবো ইনশাআল্লাহ।

IMG_20220415_225515.jpg

এটা আমার দ্বিতীয় পাওয়ার আপ পোস্ট। পাওয়ার আপ করতে অনেক ভালো লাগে। আরও অনেক পাওয়ার আপ করতে চাই। স্টিমিট এর অল্প দিনের জার্নিতে অনেক কিছু জানতে পেরেছি। বিশেষ করে মডারেটর ভাইয়া আপুদের সহযোগীতায় অনেক কিছু জানতে পেরেছি। তাদের সকলের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাওয়ার আপ সম্পর্কে আমরা এবিবি স্কুল থেকে প্রথম জানতে পেরেছি। পাওয়ার আপ করলে আমরা ইচ্ছে মতো পোস্ট কমেন্ট করতে পারবো। নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবো। আইডি তে দীর্ঘ দিন কাজ করার জন্য পাওয়ার আপ করা খুবই জরুরি। পাওয়ার বৃদ্ধি করে হিরোইজম কে ডেলিগেশন করার মাধ্যমে আমরা আমাদের পাওয়ারগুলোর সঠিক ব্যবহার করতে পারবো।

Screenshot_20220415-224702.jpg

Screenshot_20220415-224938.jpg

পাওয়ার আপ করার জন্য প্রথমে মার্কেট স্টিমিট ওয়ালেট এ গিয়ে SBD থেকে স্টিম এ রূপান্তর করার জন্য মার্কেট প্লেসে যেতে হবে। সেখানে স্টিম কিনতে হবে।

Screenshot_20220415-225105.jpg

এরপর স্টিম গুলো আই ডি তে আসার পর পাশের তীর চিহ্নে ক্লিক করলে পাওয়ার আপ অপশন আসবে।

Screenshot_20220415-225119.jpg

এখন ছবির মতো এই পাওয়ার আপ অপশন এ ক্লিক করলেই পাওয়ার আপ সম্পূর্ণ হবে।

Screenshot_20220415-225149.jpg

এভাবে আমি আজ ৩০ স্টিম পাওয়ার আপ করেছি।

ধন্যবাদ সকলকে।
সকলেই আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও পাওয়ার আপ করতে পারি এবং ভালো কাজ করতে পারি।

Sort:  
 2 years ago 

পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি অনেক বড় একটি এমাউন্ট পাওয়ার বৃদ্ধি করেছেন দেখে খুব ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

পাওয়ার আপ মানেই হলো নিজেকে এগিয়ে নেওয়া খুব ভালো একটি উদ্যেগ এভাবেই ক্রমে ক্রমে এগিয়ে যান শুভ কামনা রইলো

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জ্বী আপু আপনি একদম ঠিক বলেছেন, পাওয়ার বৃদ্ধি করতে করতে যখন আপনার একাউন্টে অনেক বেশি পাওয়ার হয়ে যাবে তখন আপনি সেই পাওয়ার গুলো হিরোইজম এ ডেলিগেট করে কিউরেশন রিওয়ার্ড এবং আপনার কোয়ালিটিফুল পোস্টগুলোতে ভালোমানের একটা ভোট নিতে পারবেন । তাই প্রতিনিয়ত এভাবেই পাওয়ার বৃদ্ধি করে যান। এতে আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমরা যত পাওয়ার আপ করব আমাদের শক্তি তত বৃদ্ধি পাবে তাই আমাদের পাওয়ার আপ করা খুবই জরুরী। আপনি পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য দোয়া রইল আপনি যেন আপনার পাওয়ার ধারাবাহিকতা ধরে রাখতে পারেন। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই জরুরী। এজন্য আমরা সবাই পাওয়ার আপকে ভালোবাসি। পাওয়ার আপের কারণে আমাদের একাউন্ট অনেক শক্তিশালী হয়। দীর্ঘদিন স্টিমিত প্লাটফর্মে কাজ করার জন্য পাওয়ার আপ খুবই প্রয়োজনীয়। শুভকামনা রইল আপনার জন্য আপনি যেন ভবিষ্যতে আরো বেশি বেশি পাওয়ার আপ করতে পারেন।

 2 years ago 

ধন্যবাদ আপু। দোয়া রাখবেন।

 2 years ago 

বহুদিন পর আপনার পোস্ট দেখতে পেলাম।অনেক সুন্দর কাজ করেছেন আপু। পাওয়ার আপ করা মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। স্টিমিট প্লাটফর্মে নিজেদের অবস্থান শক্ত করার জন্য পাওয়ার আপ করার কোনো বিকল্প নেই। অনেক দূর এগিয়ে যান আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

যত বেশি পাওয়ার আপ তত বেশি ক্ষমতা অর্জন। আপনার পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো নিয়মিত পাওয়ার আপ এর মাধ্যমে আপনার ক্ষমতাকে বৃদ্ধি করছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি ঠিক তেমনই একটি কাজ করেছেন। দোয়া করি আপনি আপনার লক্ষ্যে যেন পৌছে যেতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পাওয়ার আপ নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। নিজের শক্তিকে বৃদ্ধি করা। আমিও সবসময় চেষ্টা করি পাওয়ার আপ করতে। কারণ দীর্ঘমেয়াদি কাজের জন্য পাওয়ার আপ ছাড়া কোন বিকল্প নাই। সব সময় চেষ্টা করবেন এই ধারা বজায় রাখতে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

টার্গেট ডিসেম্বর সিজন 2 এই সপ্তাহে আপনি অনেক সুন্দর ভাবে 30 স্টিম পাওয়ার অপ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পাওয়ার অপ পোস্ট দেখে আমার খুবই ভালো লাগলো। পাওয়ার অপ করার মাধ্যমে আপনার একাউন্টের সক্রিয়তা বৃদ্ধি পাবে। বেশি পোস্ট এবং বেশি বেশি কমেন্ট করতে পারবে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 63915.30
ETH 2740.13
USDT 1.00
SBD 2.59