কিছু অবহেলিত ফুলের ছবি।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন সবাই। আজ আপনাদের মাঝে একটু ভিন্ন রকমের কিছু শেয়ার করতে চলেছি।

আমাদের আশেপাশে হাজার হাজার ফুল ফোটে এবং ঝরে যায়। সেগুলো আমরা কখনো খেয়ালই করিনা। আমাদের কাছে বেশ কিছু নাম করা ফুল জায়গা করে নিয়েছে। তাই প্রতিনিয়ত চারপাশের এই অবহেলিত ফুল আমাদের চোখে ফুল হিসেবে ধরাই পড়ে না।

  • বনে জঙ্গলে সুন্দর সাদা ফুল ফোটে। একে আমরা আলি কড়ি ফুল। এরা একটা ছোটো জাত আছে অবশ্য সেটা অনেক অফিস আদালতে দেখা যায়। তার নাম বন কড়ি বলে। সাদা ফুল আবার আমার অনেক প্রিয়। আর এ ফুলটি সত্যি চমৎকার।

IMG_20220427_080607.jpg

  • নাম না জানা এসকল ফুল আমার খুবই ভালো লাগে। এলাকাভিত্তিক এদের বিভিন্ন নাম থাকে। যেমন একটি ফুল আপনাদের দেখাচ্ছি আনার এলাকায় এই ফুলের নাম হাতির শুর ফুল। জানিনা অন্যান্য অঞ্চলে এর নাম কী। তবে দেখতে এই ফুল হাতির শুরের মতোই। মাথায় হালকা নীলাভ সাদা ছোট ছোট ফুল। আমার অসাধারণ লাগে এই ফুল।

IMG_20220428_170823.jpg

বাসায় এসে বনে জঙ্গলে এসব ফুলের ছবি প্রায়ই আমি তুলে থাকি। অনেকে হয়তো পাগলও ভাবে এজন্য আমায়।কিন্তু কেউ মুখে কিছু বলার সাহস পায় না। কিন্তু ছোখ দেখলে আমি বুঝে যাই।

IMG_20220428_170959.jpg

  • এছাড়াও আরেকটি সুন্দর ছোট সাদা ফুল আছে। আমি এর নাম জানিনা। আপনারা জানলে আমাকে জানাবেন কিন্তু। তবে অনেঅনেক বৌ রা নাকের ফুল বানায় এরকম করে। আমার এই ফুলটি বেশ লাগে।

IMG_20220428_173030.jpg

  • আরেকটি সুন্দর নাম না জানা ফুল আছে। সেটাও দেখতে বেশ কিউট। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

IMG_20220428_171106.jpg

  • এবারে যে ছোট্ট সাদা ফুলটি দেখাবো এর গাছের নাম এলাকায় বলে কাউনশিশা।তাই এই ফুলকেও আমরা বলি কাউনশিশা ফুল। একদম সাদা এই ফুলটি।
    এই গাছের শাক খাওয়া হয়। শুনেছি এটি ঔষধি কাজ করে। এই শাক খেলে গায়ের ব্যাথ্যা দূর হয়ে যায়। তাই এলাকায় এর বিশেষ নাম।

IMG_20220428_172952.jpg

*এবারে এই ছোট্ট হলুদ ফুলটির নাম আমি বলি বন গাদা। এটা অনেক ছোট। কিন্তু দেখতে গাদা ফুলের মতো। গাদা ফুল ভাঙ্গলে যেমন পাপড়ি ঝুড়ি হয়।গোড়ার বিচিগুলো কালো দেখায় তেমনি এই ফুলেরও।বপশ চমৎকার দেখতে।

IMG_20220428_173106.jpg

  • এবার দেখাই মরিচের ফুল। এটা অনেকেই হয়তো চেনে তবে ফুল হিসেবে কেউ এর কদর করে না চাষী ছাড়া। চাষীর কাছে এই ফুল মহামূল্যবান।

IMG_20220428_171326.jpg

  • আরেকটি ফুল আছে এটাও আমার ভালোই লাগে। এটি আসলে কদা
    গাছের ফল। কদা বা তরাই অনেকে অনেক নাম বলে। এটি এক ধরনের সবজি।আশা করছি আপনাদের ভালোই লাগবে।

IMG_20220428_171427.jpg

আমাদের বাড়ির চারপাশে অনেক গাছপালা। আর বাগান। তাই সারাদিন এসব অকাজ করে বেড়াই। আশা করছি এই সকল অবহেলিত ফুল আপনাদেরও ভালো লাগবে।

ছবিতে:mstnusrat
ডিভাইস : Huawei
মডেল:y7pro

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর ঘাসফুলের ফটোগ্রাফি করেছেন আপু। ঘাসফুলের এরকম ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার তৈরি প্রথম ফুলটি আমি কড়ি ফুল বলে জানি। তবে আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার সব ফুল গুলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

এই ফুল গুলো সব সময় আমাদের আশেপাশে দেখা যায়, তবে ফুল গুলোর কোন গুরুত্ব আমরা দেই না, কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়, আপনি সেই ফুল গুলোর চমৎকার ফটোগ্রাফি করেছেন, আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই সকল ফুল আমাদের আশেপাশের সব সময় থাকে, কিন্তু কখন ফোটে আবার কখনো ঝরে পড়ে যায় এসব কিছুই আমরা খেয়াল করি না। আসলেই এসব ফুলগুলো খুবই অবহেলিত ফুল। আপনি খুবই সুন্দর ভাবে এইসব ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন, যা দেখে সত্যিই অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফুলের এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

নতুন ভেরিফাইড মেম্বার অভিনন্দন, অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে ভেরিফাইড হতে হয়েছে।গ্রামের বাড়িতে গিয়া খুবই সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু, এই অবহেলিত ফুল গুলো বনে ফোটে আবার বনে ঝরে পড়ে যায়। এত সুন্দর ফুলের কদর আমরা কখনোই করি না। আপনার ফটোগ্রাফিতে ফুলগুলো অত্যন্ত সুন্দর লাগছে। আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অবহেলিত হলেও এদের সৌন্দর্য কিন্তু অপরিসীম। এরা হয়তো মানুষকে আকৃষ্ট করতে পারেনা তাদের কাছে থাকা কম শুঘ্রানের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম অবহেলিত ফুল গুলো কে আমাদের মাঝে তুলে ধরার জন্য। আসলে ফুলগুলো দেখতেও কম সুন্দর নয়।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। যদিও এধরনের ফুল কেউ পছন্দ করে না তবে আমি ভিশন পছন্দ করি। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার পোস্টের টাইটেল চমৎকার ছিল বেশকিছু অবহেলিত ফুল। আসলেই আমাদের চারপাশে রাস্তার ধারে জঙ্গলে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। কিন্তু সেগুলো ঐখানে সত্যি বেমানান। অনেক সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো। যাইহোক ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই কথাটি আপনি ঠিকই বলেছেন আপু।আমাদের আশেপাশে হাজার হাজার ফুল ফোটে এবং ঝরে যায়। সেগুলো আমরা কখনো খেয়ালই করিনা। খুব সুন্দর সুন্দর আমাদের চারপাশে ফুল ফুটেছে গুলো যদি আমরা ফটোগ্রাফি করি তাহলে বেশ সুন্দরী দেখাবে কিন্তু আমরা করিনা। খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। আপনি ঠিক বুঝেছেন।

 2 years ago (edited)

আজকে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ছবি শেয়ার করেছেন যদিও অনেকেই এই সকল ফুলগুলো অবহেলা করে থাকে তবুও এগুলো কিন্তু অনেক সুন্দর, আমাদের চারপাশে এই ধরনের ফুল আমরা দেখতে পাই। বিশেষ করে গ্রাম অঞ্চল গুলোতে এই ফুল সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63898.89
ETH 3129.16
USDT 1.00
SBD 3.90