এ যেন এক অচেনা শহর

আমাদের সাথে একটু পর কি হবে তা আমরা কেউ জানিনা. কিন্তু তার পরেও আমরা অসংখ্য পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাই. আমরা কি কখন ভেবেছি এমন একটি আধুনিক যুগে এমন ব্যস্ততম শহরে এরকম ফাঁকা রাস্তা কেউ কখনো দেখতে পাবো. আমরা কি কখনো ভেবেছি যেখানে স্কুলে দশদিন বন্ধ দিলে ছাত্র-ছাত্রীদের শিক্ষার অবস্থা খারাপ হয়ে যেত. সেখানে পাঁচশো দিনেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে. আসলে সবকিছুই সময়ের মধ্যে বন্দী অবস্থায় থাকে. একমাত্র সময় বলে দিতে পারে কখন কি করতে যাচ্ছি বা কি ঘটবে.সময়ের ব্যবধানে সব কিছুই হতে পারে. ধনী ব্যক্তি গরিব হয়ে যেতে পারে আবার গরিবরাও ধনী হয়ে যেতে পারে.কোন একজন চাকরিজীবী বেকার হয়ে যেতে পারে আবার অনেক বেকার যুবক বড় কোনো চাকরি পেয়ে যেতে পারে. এসব কিছু ঘটে সময়ের ব্যবধানে. প্রায় দুই বছর ধরে সারা পৃথিবী করোনার মত একটি মহামারী ভাইরাস সারা পৃথিবী কে স্তব্ধ করে রেখেছে. সবকিছুর পরিবর্তন করে দিয়েছে. নিচের ছবির এ রাস্তাটি বিগত 12 বছরেও এমন কখনো দিন ফাঁকা দেখিনি যা এই 2 বছরে প্রায় বেশিরভাগ সময় দেখছি.

image.png

এ শহর কেন চেনা যায় না. শহরের মধ্যে আগের মতো আর প্রাণ নেই. মানুষজনের কোলাহল নেই. এখন আর কোন মেলা বসে না. এখন আর কোন গানের আসর বসে না. হইহই করে কোন জায়গা থেকে এখন আর আওয়াজ আসে না যে আমরা খেলায় জিতে গেছি. কতটা পরিবর্তন নিয়ে এসেছে. কখনো ভাবেনি শিক্ষা একাধারে 500 দিনেরও বেশি বন্ধ থাকবে. এসব এসব কিছু মিলে এই যেন এক অচেনা শহর চোখের সামনে এসে ধরা দিচ্ছে. অসংখ্য মানুষ শহর ছেড়ে আজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে নিজেকে বাঁচানোর জন্য. অসংখ্য শিল্প প্রতিষ্ঠান, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বেকার হয়ে যাচ্ছে মানুষ এভাবে শহর তার প্রাণ হারাচ্ছে . আমরা যারা ভেবে ছিলাম কিছুদিন পরে নতুন করে কিছু শুরু করব তারা এখনো শুরু করতে পারছিনা. তাই সময়ের কাজ সময়ে না করে রেখে দেওয়া উচিত নয়. মেঘের আড়ালে সূর্য রয়েছে একদিন এই কালো মেঘ আমাদের সামনে চলে যাবে আর তখনই আমরা সূর্যের দেখা পাবো. আবারো শহর তার প্রাণ ফিরে পাবে. চিরচেনা শহর আবারো আগের অবস্থায় ফিরে যাবে. এই আশা নিয়ে বেঁচে আছি এখনো.

image.png



অবস্থান : https://what3words.com/accompany.broccoli.butter
ক্যামেরা : Vivo Y30

নিরাপদে থাকুন, খুশি থাকুন

image.png

Sort:  
 3 years ago 

করোনা জনকোলাহল মুখর জায়গাকে নিস্তব্ধ এবং নীরবতায় ছেয়ে দিয়েছে।কিন্তু এখন এটা মানুষের কাছে কাম্য নয় বরং করোনার আগে সবাই এই নীরবতাকেই কামনা করত।ভালো লিখেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক ধন্যবাদ

 3 years ago 

পরিস্থিতি এভাবে পাল্টে যেতে পারে, এটা কখনো আমাদের কল্পনায় ছিলো না। আধুনিক প্রযুক্তির যুগে এসেও আমরা কতটা অসহায়!

প্রযুক্তিকে কাছে টেনে নিয়েছি প্রকৃতিকে ভুলে গিয়েছি তাই প্রকৃতি আমাদের এই শাস্তি দিচ্ছে.

 3 years ago 

আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী যাইহোক প্রকৃতি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আসলে তার প্রতি একটু যত্নশীল হওয়া উচিত ধন্যবাদ আপনার অভিজ্ঞতা লেখার জন্য

আপনাকেও ধন্যবাদ আমার পোস্টটি ভালোভাবে পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67865.46
ETH 3258.03
USDT 1.00
SBD 2.64