DIY - এসো নিজে করি - একটি উড়ন্ত পাখির চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

একটি উড়ন্ত পাখির চিত্রাংকন

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি আবারও আরেকটি চিত্রাংকন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পেন্সিল দিয়ে একটি উড়ন্ত পাখির চিত্রাংকন করেছি। আমি আমার এই পোষ্টের মাধ্যমে এসো নিজে করি প্রজেক্ট অংশগ্রহণ করছি। আমি আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ছোট প্রচেষ্টা ভালো লাগবে। আপনাদের সবার কাছে আমি আবেদন জানাব আপনারা অবশ্যই আমাকে উৎসাহমূলক কমেন্টসের মাধ্যমে উৎসাহ দিবেন যেন আমি আরো ভালো ভালো আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি।

244725310_559798171765671_2772163681404993893_n.jpg


প্রয়োজনীয় উপকরণ :

  • পেন্সিল
  • নোট খাতা


চলুন শুরু করি :

প্রথমেই পাখি চিত্রাংকন করার জন্য পেন্সিল দিয়ে পাতার মতো করে একটি গঠনপ্রণালী তৈরি করলাম।

246560913_154841393517882_9137516671786733542_n.jpg

এরপর এর পিছনে আরো কিছু পাতার মতো করে আর্ট করলাম পাখিটির লেজের অংশটুকু বোঝানোর জন্য।

246473702_877566126230008_2308840886955110248_n.jpg

246597793_1221600995027613_4805476219717369617_n.jpg

এরপর পাখির ডানা আর্ট করার জন্য পাখির শরীর থেকে কিছু দাগ দিলাম পরবর্তীতে যেগুলোকে ডানা হিসেবে পরিণত করবো।

246730646_1208042013041228_7759353242255917076_n.jpg

246753260_580938613108490_2140118356238645802_n.jpg

এরপর পাখির চোখ এবং ঠোট এর অংশ আর্ট করলাম এবং পাশাপাশি নিজের মধ্যে এবং শরীরের মধ্যে কিছু ডিজাইন করলাম।

246524460_1785238738335526_1464727762910141018_n.jpg

এরপর আর্ট করলাম পাখির ভিতর ডিজাইন গুলো। এগুলো করেছি পেন্সিল দিয়ে হালকা হালকা করে দাগ দিয়ে। এবং মাঝখানে ফাঁকা রেখেছি যেন পাখিটি দেখতে সুন্দর লাগে।

246596106_2947984868773093_8126725624252137981_n.jpg

এরপর একই রকম ডিজাইন করে পুরো পাখির ডিজাইন শেষ করলাম। এমনভাবে পাখিটি আর্ট করেছি যেন দেখে মনে হয় এটি উড়ছে।

246475199_398494698607090_8409652561026303632_n.jpg


আর্ট এর সমাপ্তি ঘোষণা :


245019119_1235476506929599_7283979826214996487_n.jpg

আমার চিত্রাংকন এর সাথে আমার ছবি।


244725310_559798171765671_2772163681404993893_n.jpg

Stay Safe, Stay Happy

image.png

Sort:  
 3 years ago 

উড়ন্ত পাখির চিত্রাংকন অনেক সুন্দর হয়েছে ভাইয়া।দেখে বোঝা যাচ্ছে আপনি খুব দক্ষতার সাথে এবং নির্ভুল ভাবে এই সুন্দর উড়ন্ত পাখির চিত্রটি অঙ্কন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

একটি উড়ন্ত পাখির চিত্রাংকন অনেক সুন্দর ভাবে করেছেন। অসাধারণ চিন্তাধারা এবং এত সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাই খুবই সুন্দর মন্তব্য করেছেন। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার উড়ন্ত পাখির চিত্রটি দেখতে অসাধারণ লাগছে আপনি সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা থাকলো

ধন্যবাদ ভাই অনেক আনন্দিত হয়েছি আপনার মন্তব্য পড়ে।

ভাই আপনি অনেক সুন্দর ভাবে আঁকতে পারেন।
আমিও ভাবছি আমিও শুরু করবো। কিন্তু সাহস পাইনা তেমন কারণ এই কাজগুলো খুব কমই করেছি জীবনে আমি।

শুরু করে দেন ভাই আস্তে আস্তে হয়ে যাবে।

দেখি ভাই কি করা যায়।

 3 years ago 

দারুন একটি চিত্র অংকন করছেন ভাই। উড়ন্ত পাখির চিত্র অংকন করতে গেলে অনেক দক্ষতার প্রয়োজন হয় যেটা আপনি করে দেখালেন। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনাকে আমার আর্ট দেখে মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর পেইন্টিং আমি এটা দেখতে খুব আগ্রহী

 3 years ago 

উড়ন্ত পাখির চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। এতো সুন্দর চিত্রাংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ আমার চিত্রাংকন দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সত্যি মন মুগ্ধ করে দেয়ার মতো একটি ছবি অঙ্কন করেছেন ।বিশ্বাস করেন অনেক সুন্দর হয়েছে যা আমি বলে প্রকাশ করতে পারছিনা।🙏👌👌👌👌👌👌👌

 3 years ago 

একেবারে অসাধারণ ভাষায় বলে বোঝানো যাবে না। আপনার আইডিয়াটা অনেক সুন্দর। আপনি নিখুঁতভাবে ছবিটি এঁকেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

উড়ন্ত পাখির চিত্র ব্যাপারটি বেশ মজার আবার সেই সাথে অনেকটা ইউনিক। ধন্যবাদ ভাই আপনার চিন্তাশীল মনোভাব কাজে লাগিয়ে এত সুন্দর একটি প্রজেক্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.036
BTC 98081.40
ETH 3419.35
USDT 1.00
SBD 3.24