গাজীপুর সরকারি হাসপাতালে আমার একদিন || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

প্রায় অনেকদিন ধরেই নাকের সমস্যায় ভুগছিলাম। নাক ধরলেই অনেকটা ব্যথা করে। মনে মনে হয়েছিল ভিতরটা কোন ভাবে কেটে গেছে ধরলেই কেমন যেন ব্যথা করে ওঠে। অনেকেই বলে ডাক্তার দেখানোর জন্য কিন্তু আমি অতটা গুরুত্ব দেয়নি। অনেকদিন পরে খেয়াল করলাম আমার নাকের ভিতর অনেকটা ফুলে গেছে বাসার প্রায় সকলেই বলছে নাকের মাংস বেড়েছে আমিও আইনাই দেখেছি অনেকটা ফুলে গেছে তাই ভাবলাম চলে যাই পাশেই সরকারি হসপিটাল আছে মাত্র 10 টাকা টিকেট ভালো ডাক্তার দেখানো যাবে। তো সকাল সকাল বেরিয়ে গেলাম ডাক্তার দেখানোর জন্য অনেক ভালো মানের ডাক্তাররা নাকি সেখানে বসে খুব ভালো চিকিৎসা হয় রোগীদের। সরকারি হাসপাতাল বলে কথা ব্রিলিয়ান্ট ছাত্ররাই একসময় ভালো প্রফেসর হয়ে এসব হসপিটালে আসেন এসকল কিছু চিন্তা করে চলে গেলাম সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে।


244414425_1454974761531924_7672360289119576980_n.jpg

গিয়ে দেখি এক মহামারী অবস্থা। আমার মত অসংখ্য রোগী ঘোরাফেরা করছে ডাক্তার দেখানোর জন্য অনেক বড় হসপিটাল অনেকগুলো ডাক্তার এখানে বসেন সবকিছু মিলিয়ে মেনে নিলাম অনেক বড় একটি সিরিয়াল ধরলাম ডাক্তারকে দেখানোর জন্য। প্রচন্ড গরম মানুষের গায়ের ঘামের গন্ধ সবকিছু কেন জানি ভালো লাগছিল না। আবার দেখি প্রভাবশালীরা এসে কোন ধরনের সিরিয়াল ধরা ছাড়াই ডাক্তার দেখাচ্ছেন এছাড়াও কিছু মানুষ রয়েছে যারা রোগীদেরকে ধরে ধরে ছবি তুলছেন সবকিছু কেমন যেন একটি হ-য-ব-র-ল অবস্থা কোন কিছুই ভালো লাগছিলো না আমার। তারপরও ধৈর্য্য ধরে ভালো ডাক্তার দেখাবো বলে ঠায় দাঁড়িয়ে রইলাম।


244453438_171298198498005_1695764920566407749_n.jpg

দাঁড়াতে দাঁড়াতে একটা জিনিস খেয়াল করলাম রোগীরা ডুকছে আর এক মিনিটের মধ্যে তারা বের হয়ে যাচ্ছে। কোন কিছুই মাথায় আসছিল না। কেন তার এত দ্রুত বের হয়ে যাচ্ছে তাদের কি কি ডাক্তার এত দ্রুত দেখছে ? মনে মনে ভালো চিন্তায় নিলাম যে হয়তো ডাক্তাররা খুব এক্সপার্ট তাই তারা রোগী দেখেই তাদের সমস্যা বুঝে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে। সবকিছু চিন্তা করতে করতে আবার দাঁড়িয়ে রইলাম প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো দাঁড়ানোর পর আমার সিরিয়াল নাম্বার এল। রুমে প্রবেশ করার আগে একজন ব্যক্তির অনুমতি নিতে হয় সে আমাকে ডাক দিল এবং তার অনুমতি নিয়ে আমি প্রবেশ করলাম ডাক্তারের রুমে।


244471234_4829862993714496_6595987101157401823_n.jpg

ডাক্তারের রুমে ঢোকার পরপরই আমাকে খুব দ্রুত বলল বসেন কি সমস্যা বলুন। আমি বললাম আমার নাক ফুলে গেছে মনে হয় ভিতর মাংস বেড়েছে। ডাক্তার মশাই খুব দ্রুত একটি টসলাইট নিয়ে আমার নাকের ভিতর কি দেখলো জানিনা দেখে বলে যেকোনো ফুলা নেই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে আমার নাক প্রায় অনেকটা বন্ধ হয়ে গেছে আমার নিঃশ্বাস নিতে সমস্যা হয় তিনি আমাকে বলে আমার নাকে কোন ফুলা বা সমস্যা নেই। তখন আমি তাকে বললাম আপনি আরেকবার দেখেন আমার নাকটা অনেকটা ফুলে আছে প্রায় একটা অংশ বন্ধ হয়ে আছে। এরপর তিনি কি যেন বুঝে নিজের মতো করে দুটো ওষুধ লিখে দিলেন আমাকে বলেন চলে যান। আমি কিছু বুঝে ওঠার আগেই চলে আসতে হলো আমাকে হাতে ধরিয়ে দিলে একটি প্রেসক্রিপশন।


244498146_400251231603523_7817785031862895878_n.jpg

তারপর আমি চিন্তা করলাম আদৌ কি আমার চিকিৎসা সঠিক হয়েছে আমি কি এখানে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছি এরকম অনেক কিছু আমার মাথা ঘুরতে লাগলো। এমন অসংখ্য রোগী রয়েছে তারা বড় বড় সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসছে ডাক্তাররা কি তাদের সঠিক চিকিৎসা দিচ্ছে এবং তারা কি তাদের সঠিক দায়িত্ব পালন করছে ? আমি শুনেছি সবগুলো সরকারের হসপিটালের এই এমন অবস্থা যেখানে রোগীরা ডাক্তারদেরকে অনেক বেশি সম্মান দেয় এবং তাদের উপর নির্ভরশীল থাকে সেখানে ডাক্তাররা কি তাদের সঠিক চিকিৎসা দিচ্ছে এসব কিছু নেই আমি ভাবতে লাগলাম। বিভিন্ন মানুষের মুখের দিকে তাকালাম সবারই আমার মত হয়তো একই অবস্থা সবাই হয়তো ভাবছে এক মিনিটে কিভাবে রোগীর সমস্যা বুঝে ওষুধ দেওয়া যায়।


245121996_4444430855637758_4158919357585823645_n.jpg

এরপরে সবকিছু ভাবতে ভাবতে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম আসার সময় ওষুধগুলো কিনে নিয়ে আসলাম ব্যবহার করছি দেখা যাক কতটুকু কী হয় যদি ভালো না হয় সিদ্ধান্ত নিয়েছি কোন একটি প্রাইভেট হসপিটালে নিজের চিকিৎসা করাব যদিও সেখানে অবস্থা আরো খারাপ অনেক টাকা ঢালার পর সঠিক চিকিৎসা নাকি সেখানে পাওয়া যায়। যাইহোক আপনারা যারা অসুস্থ হবেন বা ডাক্তারের পরামর্শ নিতে যাবেন অবশ্যই সবকিছু বুঝে শুনে পদক্ষেপ নিবেন তা নাহলে বড় কোন সমস্যার সম্মুখীন হতে পারেন।


245048209_612915733401179_1274064194550792863_n.jpg



শুভেচ্ছান্তে
@msharif

image.png

Sort:  
 3 years ago 

কী যে বলব ভাই আমাদের দেশের চিকিৎসা ব‍্যবস্থা একেবারেই শেষ।সরকারি হাসপাতালে এখন মানুষ খুব বিপদে ছাড়া যায় না। যে ডাক্তার সরকারি হাসপাতালে কোনো রোগী ঠিকমতো দেখে না। খোঁজ নিয়ে দেখেন বিকেলে অবশ‍্যই কোনো চেম্বারে বা ক্লিনিকে বসে। ওখানে ৫০০ টাকা ভিজিট নিয়ে ঠিকই রুগী দেখে। এই তো হলো আমাদের ডাক্তার এবং চিকিৎসার অবস্থা।।

ঠিক বলেছেন ভাই খুবই বাজে অবস্থা সবকিছুর।

আমাদের দেশের চিকিৎসা ব‍্যবস্থা একেবারেই শেষ ভাইয়া।খোঁজ নিয়ে দেখলে দেখা যায় একজন ডক্টর বিকেলে অবশ‍্যই কোনো না কোনো চেম্বারে বা ক্লিনিকে বসে। সুন্দর উপস্থাপনা ছিলো।

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এটাই আমাদের দেশের বর্তমান অবস্থা ভাইয়া😥
সরকার থেকে টাকা পাচ্ছেতো তাই।

আমারও একই সমাস্যা, যাইহোক আপনার সুস্থতা কামনা করি

ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে আমার ব্লগ টি পড়ার জন্য।

 3 years ago 

আসলে এসবের জন্য অনেকটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ও দায়ী। একজন ডাক্তার যতজন রুগী দেখার কথা একদিনে, তাকে একদিনে রুগী দেখতে হয় তার দশগুণ।আর দশের বোঝা একের কাঁধে তুলে দিলে ফল যে কোনোদিনো ভালো হবেনা তা তো আমরা সবাই ই জানি।
আপনি তাড়াতাড়ি ভালো ডাক্তার দেখান,বলা তো যায়না কখন কি হয়।

ঠিক বলেছেন আপু শিক্ষাব্যবস্থায় যত সমস্যা। আপনাকে ধন্যবাদ আমার ব্লগ টি পড়ার জন্য।

 3 years ago 

ভাইয়া আমার দুটি বিষয় অবাক লেগেছে সেটি হলো-
1.কিছু মানুষ রোগীদের ধরে ছবি তুলছে, এটি আশ্চর্য।
2.আর 1 মিনিটেই সমস্যার সমাধান, এটি রহস্যজনক।
আমার মনে হয় ,তারা সরকারি ডাক্তার বলেই দায়িত্বটাও সরকারি হয়ে গেছে।আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনায় করি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76383.30
ETH 3039.98
USDT 1.00
SBD 2.62