আমার বাংলা ব্লগ|| বাংলা গান তোমায় আমায় মিলে || by @msharif
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদেরকে আমার অত্যন্ত প্রিয় একটি গান শোনাবো গানটির নাম তোমায় আমায় মিলে। এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়ালের গান। আমি চেষ্টা করেছি সম্পূর্ণভাবে সর্বোচ্চ টা দিয়ে গানটি গাওয়ার। আসলে আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু করার। কারণ আমি বিশ্বাস করি যখন আমরা নতুন জিনিস করতে চাই তখন আমরা নতুন নতুন জিনিস গুলো শিখতে পারি। আমি সবসময় চেষ্টা করি শিখতে কারণ আমি জানতে ভালোবাসি জ্ঞান অর্জন করতে ভালোবাসি। আর তার জন্যই আমার এই ভিন্ন চেষ্টা গানের। করছি আপনাদের কাছে ভালো লাগবে। সে যদি আমার গানে কোন ধরনের ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তোমায় আমায় মিলে গানের ভিডিও :
তোমায় আমায় মিলে গানের লিরিক্স :
মন থাক আড়ালে মাঝে মাঝে ছুটে আসা
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা,
তুমি পথ চেনো, পাশে আছি যেনো
আমাকেও সঙ্গে নিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে ।
থেকে যাবো, তোমায় আমায় মিলে ।
যতদূর যায় চোখ, পাশে আছি আমি তোমার
আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার ।
তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে ।
থেকে যাবো তোমায় আমায় মিলে ।
ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবেনা সে ?
স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে ?
ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবেনা সে ?
স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে ?
যদি পাশে থাকো, হাতে হাত রাখো
সব পাবো ভরসা দিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে ।
থেকে যাবো তোমায় আমায় মিলে ।
S
পরিশেষে সবাইকে এটা বলতে চাই যে মানুষ মাত্রই ভুল আমার গানে যদি কোন ধরনের ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের মন্তব্য আশা করছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পরবর্তীতে আমি এমন গানের ভিডিও আরো আপনাদের সাথে শেয়ার করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি এই মহামারীর মধ্যে সবাই নিজেদের যত্ন নেবেন ভালো থাকবেন।
Cc :
@rme
@amarbanglablog
শুভেচ্ছান্তে
@msharif
ভাই আপনার গানটা খুবই সুন্দর হইছে,, শুভ কামনা আপনার জন্য
ধন্যবাদ ভাই
অনেক সুন্দর হয়েছে গানটি ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ ভাই
বাহ খুব সুন্দর গেয়েছেন। ধন্যবাদ। এরকম গান আরও শেয়ার করবেন আশাকরছি।
ধন্যবাদ ভাই
খুবই সুন্দর ভাবে গানটি উপস্থাপন করেছেন। এই গানটিকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। আপনার ফ্যন হয়ে গেলাম।ধন্যবাদ।
আমার অনেক পছন্দের একটি গান। ধন্যবাদ ভাই।
শুভ কমনা রইলো। আরো গান এর অপেক্ষায় রইলাম।
আমি সবসময় বলে থাকি ভাই আপনি অনেক ভালো গান করেন। আশা করছি নিয়মিত শুনতে পাব আপনাকে।
ধন্যবাদ ভাই সব সময় আমাকে সাপোর্ট করার জন্য।
ভাইয়া আমি আপনার অনেক গান শুনেছি। আজকের গানটাও অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা রইল। আশা করি এমন গান সামনে আরও শুনতে পাবো।
ধন্যবাদ ব্রাদার।
অসাধারণ গান করেন আপনি।খালিকণ্ঠে বেশ লাগছিল আপনার গান শুনতে ।শুভকামনা রইলো ভাইয়া।
আপনাকে অনেক ধন্যবাদ আপু। যদি আমি গান ভালো পারি না তার পরেও আপনার প্রশংসায় আমি অনেক আনন্দিত।
বাহ খুবই সুন্দর গেয়েছেন ভাইয়া। আপনার কন্ঠটা খুবই সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কন্ঠে গান গেয়ে আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।