"চলো পালাই" নাটকের রিভিউ। by @msharif // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

চলো পালাই" নাটকের রিভিউ


আসসালামু আলাইকুম এবং নমস্কার সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমার জানামতে বাংলা নাটক বাংলা ভাষা-ভাষীদের কাছে অনেক বেশি প্রিয়। তাই আমার কাছে অনেক ভালো লাগে বাংলা নাটক গুলো। আমি আপনাদের সাথে চলো পালাই নাটকের রিভিউ শেয়ার করব। আগেই বলে রাখি এটি একটি দুষ্টু মিষ্টি প্রেমের নাটক। ইতিমধ্যে এ নাটকটি অনেক সাড়া জাগিয়েছে অনেকেই এই নাটক দেখেছে। আমি ভাবলাম আপনাদের সাথে এ নাটকের রিভিউ শেয়ার করি। নাটকটিতে মূলত মূল চরিত্রে অভিনয় করেছে ফারহান, তাসনিয়া ফারিন, রানা সহ আরও কয়েকজন। চলুন রিভিউ শুরু করা যাক।


jkh.JPG

ছবিঃ ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

নামচলো পালাই।
পরিচালকএস এম রুবেল রানা ।
অভিনয়ফারহান, তাসনিয়া ফারিন, রানা আরো অনেকে।
দৈর্ঘ্য৪০:৫০ মিনিট।
ধরনবাস্তবধর্মী
ভাষাবাংলা।
মুক্তির তারিখ৩০ ই মে ২০২০ইং।
ভিউ২,৮৮৭,৩৬১

নাটকের সারসংক্ষেপঃ


এ নাটকের প্রথমেই নায়ক নায়িকা দুজনে একসাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। নায়িকা নায়ক ফারহানের জন্য অপেক্ষা করল তারপর কিছুক্ষণ পর একটা হোন্ডা নিয়ে সে হাজির হল। আগেই বলে রাখি এ নাটকের নায়ক একটু বোকা প্রকৃতির থাকে। সেজে পালানোর কথা ছিল সেটা ভুলে গিয়ে ঘুমাচ্ছিল তারপর নায়িকা তাকে ফোন দিয়ে নিয়ে আসে। আসার সময় ভুল করে মানে ব্যাগ রেখে চলে আসে। যাই হোক তারপর তারা বাইকে করে অজানা গন্তব্যে যেতে থাকে।

jkhhg.JPG


যেহেতু নাটকের নায়ক মানি ব্যাগ নিয়ে আসতে ভুলে গিয়েছিল তাই তার কাছে কোন টাকা পয়সা ছিল না। কিন্তু নায়িকা কিছু টাকা এবং তার মায়ের গহনা নিয়ে এসেছিল। তারা চলে গেল সেগুলো বিক্রি করতে কারণ তাদেরকে খেতে হবে থাকতে হবে এবং এছাড়া আরো অনেক কাজ। এরপর তারা গয়নার দোকানে গিয়ে গয়না বিক্রি করল। সে টাকা নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে এলো।

oioioi.JPG

9898kkkh.JPG


এরপর তাঁরা একটি হোটেলে গিয়ে খেলো খাবার পর থাকার জন্য একটি ঢাকার আবাসিক হোটেলে চলে গেল। সেখানে গিয়ে তারা একটি রুম ভাড়া করল রাত কাটানোর জন্য। আমরা সকলেই জানি বর্তমানে আবাসিক হোটেলগুলোর খুব বাজে অবস্থা তারই একটি বহিঃপ্রকাশে নাটকে পেয়েছে। তারা ঘুমাতে গেল তখনই পুলিশ সেই হোটেলে রেড জারি করল তারপর তারা সেখান থেকে অনেক কষ্টে পালিয়ে আসলো তা না হলে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় হতো। কিন্তু তারা বানানোর পরেও পুলিশ হাতের কাছে চলে আসে এবং তাদেরকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে এরপর তারা একটি মিথ্যা কথা বলে যে তাদের বাচ্চা হারিয়ে গিয়েছিলো সেজন্য তারা তাদের বাচ্চাকে খুঁজতে বের হয়েছেন। পুলিশ তাদেরকে বলল এদিকে বেশিক্ষণ না দাঁড়িয়ে সামনে খোঁজাখুঁজি করতে।

hjjj.JPG

767676.JPG


আসলে একটি মিথ্যা বললে সেই মিথ্যা থেকে বাঁচার জন্য অনেকগুলো মিথ্যা বলতে হয় তার বাস্তব প্রকাশ এই নাটকে পেয়েছে। বলেছিল তাদের একটি বাচ্চা হারিয়ে গিয়েছে তারপর পুলিশে বাচ্চাকে খুঁজে তাদের কাছে দিয়ে যায় কিন্তু আসলে সেটা তাদের বাচ্চা নয়। তারা আরো বিপদে পড়ে যায় এমনিতেই তারা বিপদে পড়েছিল। তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা এ বাচ্চাকে নিয়ে তাদের বাসায় চলে যাবে এবং সে তার মাকে সবকিছু বুঝিয়ে বলবে।

jkl.JPG

ddf.JPG


এরপর বাচ্চাসহ তারা তাদের বাসায় চলে গেল তারপর তার মা তাকে ভুল বুঝল এবং বলল তুই চলে গেছিস গেছিস কোন সমস্যা নাই কিন্তু তোর বাবার এবং তোর দাদার সেই ঐতিহ্যবাহী পঙ্খিরাজ বাইক তুই হারিয়ে ফেললি কিভাবে এটার জবাব দে তারপর দ্বারা সবকিছু খুলে বলার পর তিনি সব বুঝতে পারল।

66764.JPG


এরপর পুলিশ ন্যায়কে ধরে নিয়ে গেল কারণ পুলিশের কাছে সেই বাচ্চা মেয়েটির আসল বাবা মা গিয়েছিলো বাচ্চাটির খোঁজে। তারপর এ নাটকের নায়ক পুলিশকে সবকিছু বুঝিয়ে বলল তারপর পুলিশ সবকিছু বুঝে তাকে বলল সে যেন বাচ্চা মেয়েটিকে তার আসল বাবা-মার কাছে ফিরিয়ে দেয়। তারপর সে এতে রাজি হল এবং তার নিয়ে তাদের বাসায় চলে গেল। বাচ্চা মেয়েটিকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দিলো তারপর নায়ক এবং নায়িকার মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল এভাবে নাটকটি সমাপ্তি ঘটলো।

iu.JPG

yui.JPG

89u.JPG


নাটকটির থেকে শিক্ষাঃ


যেহেতু এটি একটি প্রেমের নাটক তাই এর থেকে শিক্ষনীয় বিষয়টি হলো যে কাউকে ভালবাসলে তার হাত ধরে রাস্তায় থাকতেও কোন সমস্যা থাকা উচিত নয়। আরেকটি বিষয় হচ্ছে কখনোই কোন খারাপ সিচুয়েশনে হলেও মিথ্যা বলা উচিত নয় সব সময় সত্য বলা উচিত তা না হলে একটি মিথ্যাকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যা বলতে হয়।

ব্যক্তিগত মতামতঃ


এই নাটকে যারা অভিনয় করেছেন তারা অত্যন্ত পারদর্শী দুইজন অভিনয়শিল্পী। এর আগেও এদের নাটক দেখেছি প্রত্যেকটি অনেক ভালো লেগেছে। আমার ব্যক্তিগত মতামত যদি আমি বলতে চাই তাহলে বলব এটি সত্যি বাস্তবধর্মী একটি নাটক যেখানে কিছু বাস্তবতা তুলে ধরা হয়েছে এবং বংশপরম্পরায় যদি কেউ কোনো কিছু পায় তার গুরুত্ব টা কত তার একটি দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং একটি ম্যাসেজ দেয়া হয়েছে যে মিথ্যা বলা কখনই ঠিক নয় কারণ একটি মিথ্যা লুকানোর জন্য অনেকগুলো মিথ্যা বলতে হয় তাই আমি বলব এটা সত্যি একটি অসাধারণ নাটক।

ব্যক্তিগত রেটিংঃ


আমি এই নাটকটি কে ৮/১০ দিয়েছি।

নাটকের লিংকঃ


Source



নিরাপদে থাকুন, সুখে থাকুন

image.png

Sort:  
 3 years ago 

চমৎকার রিভিউ দিয়েছেন।নাটকটি দেখি নাই তবে আপনার রিভিউ দেখে দেখার ইচ্ছে জেগেছে।ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নাটকটা আমি দেখেছি ভালই লেগেছে। আর আপনি অনেক সুন্দরী বিয়ে করেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব সুন্দর ও সহজভাবে নাটকের রিভিউ করেছেন ভাইয়া।আমি বাংলাদেশি নাটক দেখতে ভালোবাসি।আশা করি এই নাটকটিও দেখতে পাবো,আপনার লেখা পড়ে।ধন্যবাদ ভাইয়া।

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

অনেক শিক্ষণীয় একটি নাটক। আপনার রিভিউ পড়ে নাটকটি খুবই সহজ বোধ্য ভাবে বুঝতে পেরেছি। এটা কিন্তু একদম ঠিক কথা যে একটা মিথ্যা বললে তার ফলস্বরূপ হাজার তা মিথ্যা বলতে হয়। দারুন ভাবে উপস্থাপনার করেছেন ভাইয়া। শুভেচ্ছা অবিরাম ভাইয়া।

অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাই আপনার নাটকেরই রিভিউ খুব ভালোই হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এই নাটকটি আমি দেখেছি নাটকটি আমার কাছে ভালোই লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা।

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

চমৎকার রিভিউ দিয়েছেন আমি এই নাটকটি দেখেছি অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57431.51
ETH 3085.99
USDT 1.00
SBD 2.35