প্রিয় বন্ধুর সাথে একসাথে কাটানো কিছু ভালো মুহূর্ত // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
সবাইকে অভিবাদন. আমি @msharif
#বাংলাদেশ থেকে
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আপনাদের সকলের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। ব্যস্ত থাকতে থাকতে কেমন যেন একটি একঘেয়েমি চলে আসছে নিজের মধ্যে তাই একটু প্রশান্তির জন্য আমার এক বন্ধুকে ফোন দিলাম এবং তার সাথে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করলাম কিছুদিন আগে। আমার ভাগ্য ভালো যে আমার বন্ধু কিছুদিন আগেই নতুন বাইক কিনেছে। আর তাই আমাদের ঘোড়াটা অনেকটা ভালোই হয়েছে।
আমরা প্রথমেই চলে যাই একটি দোকানে যেখান থেকে আমার বন্ধু তার নতুন হোন্ডার জন্য হেলমেট এবং কিছু তেল কিনেছিল। আমি দোকানটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হল এটি অত্যন্ত অসাধারণ একটি দোকান। আমি ভাবতেও পারি নাই আমাদের বাসার খুব কাছেই এমন সুন্দর একটি দোকান হয়েছে যেখানে খুব অল্প দামে ভালো মানের জিনিসগুলো ক্রয় করা সম্ভব । আমরা দুজনেই অনেক খুশি হলাম এবং সেখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুললাম দোকানে বিভিন্ন জায়গার ছবি তুললাম সবমিলিয়ে অনেকটা ভালো সময় কাটিয়েছিলাম সেখানে।
আমি নিচে আবশ্যই দোকানটির লোকেশন দিয়ে দিব যাতে আপনারা যারা গাজীপুর বা তার আশেপাশে থাকেন তারা খুব সহজেই যেন বাইকের খুব বেশি প্রয়োজনীয় জিনিসপত্র গুলো এখান থেকে ক্রয় করতে পারেন।
what3words.com Locayion
এরপর আমরা দুই বন্ধু অনেকক্ষণ ঘুরলাম। সাথে নতুন বাইক ছিল এবং ঘুরাঘুরির করার মত মন মানসিকতা ছিল তাই দুজনে ঘুরতে বেরিয়ে গেলাম। অনেক দূর পর্যন্ত গেলাম অনেক জায়গায় ঘুরলাম আসলে রাতের বেলা শহরটা একটু অন্যরকম থাকে তাই ভালো লেগেছিল সবকিছু। ঠান্ডা হাওয়া সুন্দর পরিবেশ সবকিছু মিলিয়ে সত্যিই অসাধারণ ছিল।
এরপর চলে এলাম খাওয়ার পালাতে। ঘোরাঘুরি করব কিন্তু ভাল খাবার-দাবার খাবা না তাতো কখনো হয়না। দুই বন্ধু মিলে পরিকল্পনা করলাম আমরা আমাদের সবচাইতে প্রিয় একটি হোটেল আছে যেখান থেকে গ্রিল চিকেন এবং নান আমাদের খুব ভালো লাগে খেতে আমরা সেখানে যাব। তারপর যেমন কথা তেমন কাজ বন্ধু স্টার্ট দিল বাইক আমি তার পিছে বসে রওনা হলাম আমাদের সেই প্রিয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তারপর সেখানে গিয়েই আমাদের পরিচিত একজ ওয়েটার তাকে ডেকে বললাম আমাদের যা যা প্রয়োজন।
এরপর আমি অর্ডার করলাম নান এবং চিকেন। আমার বন্ধু অর্ডার করলো তার প্রিয় হালিম। এরপর দুজনেই খুব মজা করে খেলাম অনেক তৃপ্তি পেলাম কারন অনেকদিন পর বেরিয়েছি বন্ধুর সাথে একটু ঘুরতে খেতে তাই সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল নিজের কাছে। খাওয়া-দাওয়া শেষ করে দুই বন্ধু টাকা শেয়ার করে বিল প্রদান করলাম। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে সেই আগের ব্যস্ততম জায়গায় চলে আসলাম। এভাবেই আমি আমার সময়টুকু কাটিয়েছি প্রিয় বন্ধুর সাথে।
what3words.com Locayion
আমার পোস্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুখে থাকুন
মুহুর্ত গুলো সবার সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক ভালো লাগলো ব্লগটি।
অনেক ধন্যবাদ আপু আপনার কাছে ভালো লেগেছে শুনে আমার ভালো লাগছে।
আসলেই আপনার বন্ধুর সাথে মুহূর্ত দ
অসাধারন ছিল। হেলমেট গুলো অসাধারন ছিল। যেইটা কিনলেন ওইটা খুবই ভালো লেগেছে। আপনারা দুজন নাস্তা করছিলেন অনেক সুন্দর সময় ব্যয় করেছেন দুজন একসাথে আনন্দ করছেন। আপনার জীবনের এই মুহূর্তে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
আমার কাছে হেলমেটটি ভালো লেগেছে ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য।
আপনি খুব সুন্দর মুহূর্ত পার করেছেন আর এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
আপনার কাটানো মুহূর্তগুলি চমৎকার ভাইয়া।বাইকটি ও অসাধারণ।আপনাদের জন্য শুভকামনা রইলো ভাইয়া।
আমাদের সময়টা খুব ভালোই কেটেছে।পোস্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।@msharif