হাউ মাউ করে কেঁদে পা জড়িয়ে ধরলো সে রহিম শেখের । রহিম শেখের খুব ইচ্ছে করছিলো লাথি মেরে দূরে সরিয়ে দেয় এই নরকের কীটকে । কিন্তু, তার অন্তরাত্মা বললো - "ক্ষমা কর, ওরে ক্ষমা কর । অনুতাপের চাইতে বড় সাজা আর কি হতে পারে । বীরেশ্বর তো তার সাজা পেয়েই গিয়েছে । অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত সে । মরাকে মেরে আর কি হবে ?"
আমরা নিজাম ডাকাত থেকে নিজামুদ্দিন আউলিয়া হওয়ার কথা অনেকে জানি বা শুনেছি।
অনুতপ্তের চেয়ে সাজা আর জগতে নাই। ক্ষমার চেয়ে শক্তিশালী মহতি গুনও বিরল।
তার পরও বন্দুকের মত অবলম্বনেরও কখনো কখনো দরকার পড়ে । অর্থাৎ শক্তি হলো ভক্তির আধার। শিক্ষনীয় কিছু।