You are viewing a single comment's thread from:

RE: ফ্যান্টম -এর জন্ম (The Birth of Phantom)

তাই ফ্যান্টম অমর, অবিনশ্বর, কেননা ফ্যান্টম এর তো মৃত্যু নেই , ফ্যান্টম রা মরে না । অনন্তকাল চলে তাঁদের অন্যায়ের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে সংগ্রাম ।

####আমিও আশির্বাদ করি বংশানুক্রমে, "ফ্যান্টম"'দের

১৯২৫ সাল পেরিয়ে, ১৭ ফেব্রুয়ারী ১৯৩৬ সময়টা পুরোই একযুগ।
এ দীর্ঘ সময়টি চোখের ইশারায় পার হয়ে যায়নি। এ দীর্ঘ সময় লী'দের আরও হাজারো মৃত্যুর সাক্ষী সাজতে হয়েছে।
মনের গভীরে প্রোথিত আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা।
"ফ্যান্টম" জন্ম নিয়েই, সব অন্যায়ের প্রতিবাদ করতে পারে নাই।
তাকে বড় হতে হয়েছে। বুঝার বয়স থেকেই, মানুষ সহ পশুপাখির সাথে সৌহার্দ্যে জড়িয়ে পড়তে হয়েছে।
এতদিন হয়তো আড়াই যুগ চলে গেছে, একজনের "ফ্যান্টম" হতে।
আমি মনে করি,কোন কিছু খুব সহজে আসেনা।

এর জন্য, প্রয়োজন হয়,সময়,ধৈর্য ও অধ্যাবসায়। অমর হোক "ফ্যান্টম"দের বিজয়ী পথচলা।

আশীর্বাদ কামনায় ---

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.21
JST 0.037
BTC 98575.94
ETH 3476.18
USDT 1.00
SBD 3.42