📱বুনো ফুল কন্টিকারি

আচ্ছালামুয়ালাইকুম

সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নিয়মিত ফটোগ্রাফি ব্লগ পর্ব লেখতে বসলাম।
মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল থাকেন এই কামনা করছি।
দোয়া করবেন আমিও যেন ভাল থাকতে পারি

IMG_20210906_114157.jpg

IMG_20210906_114155.jpg

IMG_20210906_114153.jpg

কন্টিকারি

এক ধরনের কাঁটা জাতীয় ঝোপালো গুল্ম। যার ডাল,পাতা ও কান্ডে সুচালো কাটায় গাঁথা থাকে। একারনে কেউ কেউ একে "বেগুন কাঁটা" বা "শেয়াল কাটা" বলে ডাকে।
গ্রামের লোকজন একে,"শেয়াল বাগুন","খেলনা বাগুন","তিত বাগুন" ও "বিষবাগুন" বলেও ডেকে থাকে।
ভাল নাম "কন্টিকারি"। বৈজ্ঞানিক গন এর নাম রেখেছেন Solanum virginianum । ইংরেজিতে একই নামে ডাকা হয়

IMG_20210906_114151.jpg

IMG_20210906_114146.jpg

যতদূর জানা যায়, কন্টিকারি নামের,ভেষজ গুনে ভরা এই গুল্মটি " নাইটসেড" প্রজাতির উদ্ভিদ।
বাংলাদেশ তথা ভারতবর্ষ সহ বিশ্বের সকল মহাদেশে বুনো হিসেবে জন্মে থাকে

ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে, কন্টিকারির অনেক ভেষজগুন সম্পর্কে তুলে ধরা হলেও ফলটিকে বিষাক্ত বলে উল্লেখ করা হয়েছে। সুঁচালো কাঁটা গুলোতেও, অল্পবিস্তর বিষ আছে বলেও জানা যায়

IMG_20210906_114142.jpg

IMG_20210906_114125.jpg

বৈজ্ঞানিকগন একে নিম্ন সারনি মোতাবেক শ্রেনি বিন্যাস করেছেন -

বৈজ্ঞানিক শ্রেনীবিন্যাস

জগৎPlantaea
শ্রনিবিহীনAngiosperms ,Eudicots ,Asterids
বর্গSolanales
পরিবারSolanaceae
গনSolanum
প্রজাতিনাইটসেড

কন্টিকারির উপকারীতা

ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র মতে, কন্টিকারিতে রয়েছে, ব্যাথা নাশক উপাদান, যাহা কোমরের ব্যাথায় উপকার দর্শাতে পারে।
মুত্র কৃচ্ছতা,থেমে থেমে পেশাব, হওয়া, শ্বাস রোগ,গেটেবাত,হাঁপানী ও চোখ উঠা রোগে কন্টিকারি ব্যবহার করা হয়ে থাকে। এতে উপকারও পাওয়া যায়।

IMG_20210906_114124.jpg

IMG_20210906_114119.jpg

IMG_20210906_114109.jpg

IMG_20210906_114202.jpg

IMG_20210906_114201.jpg

IMG_20210906_114200.jpg

IMG_20210906_114159.jpg

বন্ধুগন

ছবি গুলো আজ দুপুরে, বাড়ির সামনে থেকে মোবাইল ক্যামেরায় তুলেছিলাম। এসময় আকাশ ☁ মেঘলা ছিল

দেখুন, ভাল লাগলে মন্তব্য করুন।

Best Regard By mrnazrul Bangladesh

Device : Walton Primo-6 Max

w3w location

https://w3w.co/mallet.splashy.properly

Sort:  
 3 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি টা খুবই সুন্দর হয়েছে।এই গাছ আমি দেখেছি কিন্তু এর নাম জানতাম না।আর এই গাছের এত গুন সেটিও জানতাম না।আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

জগৎ Plantaea
শ্রনিবিহীন Angiosperms ,Eudicots ,Asterids
বর্গ Solanales
পরিবার Solanaceae
গন Solanum
প্রজাতি নাইটসেড

ফুলটি নিয়ে আপনি দেখছি খুব ভালো গবেষণা করেছেন।অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

বুনো ফুল কন্টিকারি নামটা আজই ১ম শুনলাম।ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। আমাদের সাথে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

যদিও আমার এলাকে এই গুলোকে জংলী ফুল বলে। তবে নতুন বিস্তারিত জানতে পেরে ভালোই লাগলো।

আপনাকে সবসময় স্বাগতম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37