"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১২ || আমার প্রেমের কবিতা ||💓ভাঁজে 💝ভাঁজে ♥️ ভালবাসা 🥀||10% Benefit For shy-fox.

Tuesday, 15 February 2022

আসসালামু আলাইকুম /আদাব

হ্যালো বন্ধুরা

ভাষার মাস ফেব্রুয়ারি'র, সকল ভাষা শহীদদের স্মরণ করে এবং শ্রদ্ধা জানিয়ে, আমি আমার আজকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণের জন্য, এই কবিতা পোস্ট লিখছি।
সেইসাথে আমি সকল ভাষা শহীদ'দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমিন..

এটি একটি প্রতিযোগিতা মূলক প্রেমের কবিতা। তাই আমি যাবতীয় বিষয়বস্তু আমার কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।

আমার কবিতা ভূমিকায় এমন কিছু অধিক ব্যাখ্যা আমার কাছে নাই।

শুধু এতটুকুই বলব যে,আমার এই প্রেমের কবিতায়, চারটি কল্পিত নামের ব্যবহার করার চেষ্টা করছি। যথা ১। প্রেমিক(নায়ক) ২।চিমনি বুড়ি(নায়িকা) ৩।চিনি(নায়িকা) ৪|ইদি(নায়িকা)। যাদেরকে আমি কবিতার বিভিন্ন খানে উপস্থাপন করেছি। আশাকরি আমার কবিতা আপনাদের পছন্দেে স্থান পাবে। তাহলে দেখুন আমার কবিতাটি।

Polish_20220216_001126637.jpg

স্বরচিত কবিতা

✒️ভাজে ভাজে ভালবাসা🖋️

লেখক, এ জে নজরুল ইসলাম।

ভালবাসা মনের আশা
চলছে অহর্নিশি,
প্রেম আর বিনোদনে
কাটছে সময় খানি।

চলার পথে ক্ষণে ক্ষনে
আসে ভালবাসা,
তাঁকেই ধারন করে মোরা
মিটাই মনের আশা।

ভাষার মাস ফেব্রুয়ারী
আনল ভালবাসা,
জীবন দিয়ে রেখে দিলাম
মায়ের মুখের ভাষা।

ভাষাকে ভালবেসে
আমরা বাঙালী ,
জীবন দেওয়া সহিদ'দের মা
হলেন কাংগালিনী।

ভাষার ভালবাসা নিয়ে
রফিক শফিক বরকতও,
জীবন দিয়ে মান দেখাল
ভালবাসার মূল্য টুকু কত।

জীবন দিলেন ভালবেসে
রাখলেন ভাষার মান.
তানাহলে মায়ের ভাষা
হতো যে খান খান।

ফেব্রুয়ারীর ১৪ তারিখ
ভালবাসার দিন,
সারা বছর ভেবে থাকি
আসবে কবে সে দিন।

তার আগে দেখা হলো
চিমনি বুড়ির সাথে,
কথা হলো প্রেম হলো
ভালবাসার আশে।

প্রেম করিলাম মনটাও দিলাম
পুরিয়ে নিলাম আশা,
বছর ঘুরে ফিরে এল
দিবস ভালবাসা।

আজকের দিনে ফুলটি নিয়ে
গেলো গাছ তলায়,
ফাকা মাঠে দিবে যে ফুল
গভীর ভালবাসায়।

চিমনি বুড়ি ফুলটি নিয়ে
দাড়িয়ে রইল হেথা,
এবার সেথায় চিনি এলো
শুরু করল কথা।

চিনি'র হাতে সে সময়ে
ছিল ভারি ব্যাগ,
ব্যাগের ভিতর দামি মালে
চিমনি খেলো ঠগ।

প্রেমিক বলে চলো চিনি
কফি সপে যাই,
চিমনি তুমি যাওগো চলে
এখন সময় নাই।

শুধুই ফুলে সময় যে নাই
সময় ভারি ব্যাগে,
এ কথাটি চিমনি রানি বুঝেই
নাই কো আগে।

পাওয়ায় নাকি ভালবাসা
নাকি প্রেম ভোগে,
নতুন এত অভিজ্ঞতা
ছিলনা চিমনি'র আগে।

চিমনি এবার চলে গেল
করে হা হুতাশ,
এবার চিনি'র পালে বুঝি
লাগলো সু-বাতাস।

প্রেমিক ধরল চিনি'র হাত
চলছে ধীরে ধীরে,
কফি শপে ঢুকলো তারা
অনেক লোকের ভিড়ে।

বসতে না বসতেই সেথা
চোখে পড়ল ইদি ,
এবার প্রেমিক গম্ভীর হয়ে
হলেন মহাখুশি।

একটি খামের গায়ে ছিল
লাল গোলাপ'টি আঁটা,
এবার ইদি তুলে দিলেন
প্রেমিকের হাতে সেটা।

মহাখুশি প্রেমিক বাবু
এবার কয় চিনি'রে,
তুমি একটু যাও গো চলে
সময় দেই ইদি'রে

কফি শপে বসে চিনি'র
হলো না খাওয়া কিছু,
মুখটা এবার গোমরা করে
ছাড়লেন তার পিছু।

খামটা খুলে দেখা গেল
হাজার দশেক টাকা,
তাই দেখে প্রেমিকে'র চোখ
হইল ছানা বড়া।

প্রেমিক বলে খাবার দাও
কিছু খেয়ে নেই,
খেতে খেতে হাজার টাকার
খেয়ে নিলেন সবাই।

ইদি এবার খামটা টেনে
পুরে নিলেন ব্যাগে,
খামটা যে নিয়ে নেবে
প্রেমিক বুঝেনি আগে।

এবার খোলে চিনি'র ব্যাগ
কিযে আছে তাতে,
একটি ছিল কাগজের মালা
মোড়ানো ছিল কাগজে।

এসব দেখে ইদি'র দল
গুড বাই যে দিল,
প্রেমিক ভাবে সত্যি প্রেম
চিমনি বুড়ি'র ছিল।

হাজার টাকার বিলটা এবার
রিসিপ হয়ে এলো,
তাই দেখে প্রেমিকে|র মাথায়
বজ্র ভেঙে পড়লো।

প্রেমিকে'র কাছে দশ টাকার নোট
ছাড়া কিছু নাই,
হাজার টাকার খাওয়া বিলটা
কেমনে দিবে তাই।

অবশেষে মোবাইলটা বন্ধক
রেখে দিল,
হাজার টাকার বিল দিয়ে
একটু ছাড়া পেল।

হেটে চলে আর ভাবে
চিমনি বুড়ি'র কথা,
ভ্যান গাড়িটার ভাড়া দিল
সাথের দশ টাকা।

চিমনি বুড়ি ফোন করিল
ধরল দোকানদার,
ফোনটা যে বন্ধক দিছে
তাও বলল দোকানদার।

হাঁস বেচার হাজার টাকা
আনল চিমনি বুড়ি,
নিয়ে গেল ফোনটা সে
তার প্রেমিকের বাড়ী।

চিনি রানী সব শুনিয়ে
দিশ কুল না পায়,
কপালে থাপ্পড় দিয়ে
করে হায় হায়।

ভালবাসার রকম ফের
আর কইব কত,
চিমনি বুড়ির ভালবাসা
থাক যে অবিরত।

শেষ

Polish_20220216_000816930.jpg

Visit My Another Activists

My Blog Twitter Facebook Youtube

PicsArt_12-14-08.58.45.png

Regard By@mrnazrul, Bangladesh
CategoryPoetry.
DeviceHandset
w3wLocation

PicsArt_12-14-08.58.45.png
3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif
PicsArt_12-14-08.58.45.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Regard

Sort:  
 2 years ago 

আপনার কবিতাটি খুব অসাধারণ হয়েছে। আপনার কবিতাটি পড়ে আমি খুব মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন। খুবই চমৎকার হয়েছে। আশা করি আপনি এই প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবেন। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

অভ্যাস কম,তারপরও অংশগ্রহণে চেষ্টা করলাম।দোয়া করবেন।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার কবিতাটি আমি পড়ে মুগ্ধ।আশা করি আপনি এই প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

দোয়া করবেন।আপনার মুখে চন্দন ফুল বর্ষন হোক।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই আপনি অসাধারণ কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আপনি অসাধারণ ভাবে ছন্দে ছন্দে কবিতাটি লিখেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন আমার অনেক ভালো লেগেছে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

অংশগ্রহণের চেষ্টা আরকি।দোয়া করবেন।

 2 years ago 

বাহ,অসাধারণ লিখেছেন।সমগ্র কবিতা জুড়ে ভালোবাসা প্রকাশ পেয়েছে আপনজনের ও দেশের জন্য শহীদদের প্রতি।ধন্যবাদ আপনাকে।

জি দিদি,চেষ্টা করলাম।না জানলে যা হয়। আশির্বাদ করবেন।

 2 years ago 

আপনার কথাগুলো শুনলে মনে হয় আপনি কবিতা বলছেন। তবে আপনি দারুন লিখেছেন কবিতাটি। এবং বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

জি,দোয়া নিয়ে আবার আসবেন।

টুইটারে ছেড়ে দিলাম।
https://twitter.com/IslamAzm/status/1493678164106952705?t=kZuDYHUuCLMgi9tNtuT_6Q&s=19

স্ক্রিনশট।
Screenshot_20220216-020904.png

 2 years ago 

আপনি প্রতিযোগিতার জন্য অসাধারন একটি কবিতা লিখেছেন। খুব সুন্দর কবিতা লিখতে পারেন জানতাম না তো। অনেক সুন্দর ছন্দ মিলিয়ে লিখেছেন দেখছি। আপনার কবিতার প্রতিটা লাইন খুবই ভালো লেগেছে। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

জি মেম,চেষ্টা করছি।শুধু অংশ গ্রহন নিশ্চিত করতে।

 2 years ago 

প্রতিযোগিতার জন্য আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটা অনেক চমৎকার ভাবে লিখেছেন আপনি। আমার কাছে আপনার কবিতাটা পড়তে খুবই ভালো লাগলো। কবিতার লাইনগুলো ও অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দোয়া নিয়ে আবার আসবেন।

 2 years ago 

প্রেম করিলাম মনটাও দিলাম
পুরিয়ে নিলাম আশা,
বছর ঘুরে ফিরে এল
দিবস ভালবাসা।

সুন্দর ছন্দ, সুন্দর কথা । শুভেচ্ছা রইল।

জি ভাই, অংশগ্রহণ নিশ্চিত করলাম মাত্র। বাকিটা বিচারকের রায়।দোয়া করবেন।

 2 years ago 

ভালোবাসার ভাজে ভাজে
প্রেমের কবিতা
কবিতা পড়ে মনে পড়ল
শাবানা ববিতা।

চিনি মুড়ির ভালোবাসা
তুলে এনেছো বেশ
প্রেমের কবিতায় ছড়িয়ে দিয়েছে
ভালোবাসার রেশ।
♥♥

জি কবি, অংশগ্রহন করলাম।দোয়া করবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 63055.19
ETH 3036.28
USDT 1.00
SBD 3.71