📱বৃষ্টির ফুল, সাদা পরী

আচ্ছালামুয়ালাইকুম

সবাইকে বৈকালি শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব লেখা শুরু করছি
আশাকরি ঈদের বাড়তি আনন্দ, সবার মাঝে দোলাচালা দিতে শুরু করেছে। আমরাও একই হিসেবে চলাফেরা করছি

IMG_20210717_133205~2.jpg

গতকাল মেজো ফুফু'র বাড়িতে বেড়াতে গেছিলাম। উদ্দেশ্য, তাদের বাড়ি বাড়ি-ঘরে ছোট ফুফু কি অবস্থায় আছে, তা দেখতে

আমার অন্যান্য ভাইয়েরা আমার সাথে ছিল। ছোট-খাটো একটা বৈঠকও বটে। আমরা গেছি, আরও লোকজন আসবে। অনেকে এসেছে, অনেকে আসবে অপেক্ষা চলছে

IMG_20210717_133209~2.jpg

সাথেই ধানের মাঠ,ডোবা,নালা,পুকুর,মজাপুকুর, গর্ত, বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, গাছ-গাছালিতে গ্রামের এক অপুর্ব দৃশ্যের অবতারণা, আমরা অবলোকন করছি।
সাথেই নিচু জমিটায় এই সাদা ফুলগুলো ঝাকে ঝাকে ফুটেছে

কোথাও বেশি জায়গায় চাপধরে, কোথাও কম জায়গায় আবার কোথাও অল্প জায়গা জুড়ে দল বেধে সেজেগুজে আছে। কোথাও কোথাও গাছগুলো সাপের মত পাড়ে উঠেছে। আবার কোথাও উঠার চেষ্টা করছে। যে গুলো ইতিমধ্যেেই উঠেছে, সেগুলোতেই ফুল ফুটেছে। এফুলগুলো জলজ উদ্ভিদের, শুধু বর্ষা কালেই বেশি ফোটে

দু-একজন করে লোক আসতেছে। এতক্ষণে আলোচনা শুরু হয়েছে

এই ফুলগুলো আমার পায়ের কাছেই অবস্থান করছে।
ছবি তোলার লোভ সামলাতে না পেরে, মোবাইলটা বের করে ছবি তোলা শুরু করলাম। অনেকে, অনেক কথা বলতে শুরু করল। আমি শুধু জবাব দিলাম, "ফেসবুকে দিমো(দিব) বাহে"। এবার সবাই বলল, ভাল করে তোলো। আমার ছবি তোলা শেষ হলো। আলোচনা শেষ করে, বাড়ির দিকে রওনা দিলাম।
এখন তা আপনাদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করছি

IMG_20210717_133123~2.jpg

IMG_20210717_133210~2.jpg

IMG_20210717_133135~2.jpg

IMG_20210717_133144~2.jpg

100% আসল ছবি ও লেখা

এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

ছবি ও লেখা :@mrnazrul, Bangladesh

ছবি তোলা হয়েছেমোবাইল দিয়ে
ছবি তুলেছিআমি @mrnazrul
আমার ঠিকানাভেন্ডাবাড়ী রংপুর বাংলাদেশ।
ছবির লোকেশনhttps://w3w.co/approvals.reclaimed.peppercorn
Sort:  

আমার সব লেখা গুলো দেখার আমন্ত্রণ রইল।

 3 years ago 

ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনাকে সবসময় স্বাগতম।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই

স্বাগতম আপনাকে, ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 62984.76
ETH 2472.53
USDT 1.00
SBD 2.55