📱"আমার বাংলা ব্লগ" DIY সপ্তাহ। ফুল ও ব্রেসলেট তৈরি By @mrnazrul.

20210914_170836-COLLAGE.jpg

আচ্ছালামুয়ালাইকুম
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির সকল বন্ধুদের সাথে মিলনে , আবার ফিরে এলো স্পেশাল একটি সপ্তাহ। যা প্রতি ইংরেজি মাষের ২য় সপ্তাহে এলেই সবার মনে নাড়া দেয়। এডমিন আরএমই বাবু, এই সপ্তাহকে,তার কমিউনিটির DIY সপ্তাহ বলে উল্লেখ করেছেন। যাহা আমরা পালন করে থাকি।
আমার আজকের সাধারন উপস্থাপনায়,( ১) কাগজের ফুল ও(২) ফলের ফোম দিয়া ব্রেসলেট তৈরি।
তাহলে দেখুন, ধাপে দেখানো হয়েছে।

ধাপ#১

IMG_20210914_134737.jpgপ্রথমে এক টুকরো কাগজ,, স্কয়ার করে কেটে নিলাম

ধাপ#২

IMG_20210914_134804.jpgচার কোনাকুনি ভাজ করে নিলাম

ধাপ#৩

IMG_20210914_134842.jpg

ধাপ#৪

IMG_20210914_135051.jpg

ধাপ#৫

IMG_20210914_135207.jpg

ধাপ#৬

IMG_20210914_135314.jpg

ধাপ#৭

IMG_20210914_135347.jpg

ধাপ#৮

IMG_20210914_135409.jpg

ধাপ#৯

IMG_20210914_135629.jpg

ধাপ#১০

IMG_20210914_135537.jpg

ধাপ#১১

IMG_20210914_135716.jpg

ধাপ#১২

IMG_20210914_135814.jpg

ধাপ#১৩

IMG_20210914_135826.jpg

ধাপ#১৪

IMG_20210914_135853.jpg

ধাপ#১৫

IMG_20210914_135934.jpg

ধাপ#১৬

L1631606463619_IMG_20210914_140103.jpg

ধাপ#১৭

IMG_20210914_140127.jpg

ধাপ#১৮

IMG_20210914_140210.jpg

ধাপ#১৯

IMG_20210914_140214.jpgতৈরি শেষ

ধাপ#২০

IMG_20210914_140216.jpgপুর্নরুপ

এইছিল আমার ফুল তৈরি।
উপভোগ করুন

========================

ফেলনা দিয়ে ব্রেসলেট তৈরি

এগুলো ফলের কভার। ফেলনা বস্তু। দুপুরে বাড়ির সামনের দোকান থেকে কুড়ে আনলাম। এখন ব্রেসলেট তৈরি করছি
যা নিচে ধাপে ধাপে দেখানো হলো -

ধাপ#১

IMG_20210914_134331.jpgএটি এক টুকরো রঙিন ফোমের নেট

ধাপ#২

IMG_20210914_134353.jpgএটি হাতেের কব্জির মধ্যে ঢুকাচ্ছি। প্রথমে আঙ্গুলে ঢুকে দিলাম.

ধাপ#৩

IMG_20210914_134415.jpgএবার কব্জি পর্যন্ত ঢুকালাম

ধাপ#৪

IMG_20210914_134516.jpg মাপ মতো হাতে ঢুকে নিলাম, এবার আমার ব্রেসলেট তৈরির পালা.

দেখুন,কিভাবে ব্রেসলেট তৈরি হচ্ছে

ধাপ#৫

IMG_20210914_134523.jpgএবার ফোমের ধার গুলো নিচের দিকে প্রবেশ করিয়ে হালিয়ে দেওয়া হচ্ছে

ধাপ#৬

IMG_20210914_134608.jpgহালিয়ে হালিয়ে ড্রেসিং করা হচ্ছে

ধাপ#৭

IMG_20210914_134609.jpgড্রেসিং চলছে

ধাপ#৮

IMG_20210914_134611.jpgড্রেসিং চলছে

ধাপ#৯

IMG_20210914_134625.jpgব্রেসলেট তৈরি শেষ

ধাপ#১০

IMG_20210914_134627.jpgএবার পুর্ন রুপ

বন্ধুরা,
আজকে ফেলনা দিয়ে ব্রেসলেট তৈরির কয়েকটি ধাপ।
দেখুন এবং মন্তব্য ছুড়ে দিন।

Sort:  
 3 years ago 

বাহ সুন্দর তো । ব্রেসলেট টা আমার বেশি ভাল লেগেছে । শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার ফুল ও ব্রেসলেটটি ।দেখতে খুবই ভালো লাগছে ।ধন্যবাদ আপনাকে।

আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে সবসময় স্বাগতম।

খুবই ক্রিয়েটিভ বুদ্ধি রয়েছে আপনার।আপনার হাতের ব্যাচ অনেক সুন্দর হয়েছে ভাই।আপনাকে অনেক ধন্যবাদ আপনার দক্ষতা প্রকাশ করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

কৃয়েটিভ সম্পর্কে আমার তেমন কোন ধারন নাই, তবে তাগিদ বোধ করি। আপনাকে সবসময় স্বাগতম।

 3 years ago 

খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন।এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভকামনা রইল।

 3 years ago 

আমার কাছে ব্রেসলেট টা খুব ভালো লাগলো। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

খুব সুন্দরভাবে আপনি আপনার ডাই কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনার সুন্দর কাজগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58054.32
ETH 2357.16
USDT 1.00
SBD 2.42