সূর্য্যি মামা ঘুমাতে যায়||10% Benefit for. shy-fox.

শুভেচ্ছা সবাইকে
Tuesday 6 January 2022
📸আলোকচিত্র☀️এক📱
"সূর্য্যি মামা ঘুমাতে যায়"
আমার বাংলা ব্লক কমিউনিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের লেখা শুরু করছি।
আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ভালভাবে থেকে আজকের এই পোস্ট লিখছি।
আশাকরি আপনারাও মহান আল্লাহর রহমতে সুস্থ থেকে আপনাদের দৈনন্দিন কাজ গুলো ভালভাবে পরিচালনা করছেন
আমার আজকের পর্বে আপনাদের জন্য উপহার হিসেবে তুলে এনেছি আকাশের "সূর্যাস্তের রেনডম ফটোগ্রাফি"।
📸আলোকচিত্র☀️এক📱

IMG_20211212_164433-01.jpeg

আশা করি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।

PicsArt_12-14-08.58.45.png

📸আলোকচিত্র☀️দুই📱

IMG_20211212_164604-01.jpeg

আমি কয়েকদিন আগে সূর্যাস্তের সময় যখন বাড়ি থেকে বের হতে ছিলাম। তখন পশ্চিমের আকাশটা আমাকে আকৃষ্ট করে ফেলল।

PicsArt_12-14-08.58.45.png

📸আলোকচিত্র☀️তিন📱

IMG_20211212_164503-01.jpeg

আমার ফটোগ্রাফিতে যে ঘরের ছবিগুলো দেখতেছেন এটা একটা দাখিল মাদ্রাসা। আকাশটা সিঁদুরে রঙ্গে রাঙ্গিয়ে উঠেছিল। আমার মনে হল আকাশের সিঁদুরে আভাগুলো মাদ্রাসার উপর কিছু ছাপ ফেলেছে

PicsArt_12-14-08.58.45.png

📸আলোকচিত্র☀️চার📱

IMG_20211212_164436-01.jpeg

ঘরের টিন গুলোতেও কিছুটা সিঁদুরে রঙের আভা দেখা যাচ্ছে। তখন আমি আকাশের প্রতি আরো বেশি আকৃষ্ট হলাম। ভাবলাম কয়েকটি ছবি তুললে কেমন হয়।

PicsArt_12-14-08.58.45.png

📸আলোকচিত্র☀️পাঁচ📱

IMG_20211212_164526-01.jpeg

এসময় চতুর্পাশে নীড়ে ফেরা পাখিগুলোর বিচরণ টা খুব দর্শনীয় ছিল। সবাই যার যার বসতির খুঁজে দিকে ফিরছে। কেউ কেউ ইতিমধ্যেই তাদের বসতিতে পৌঁছে গেছে।

PicsArt_12-14-08.58.45.png

📸আলোকচিত্র☀️ছয়📱

IMG_20211212_164432-01.jpeg

কিছু কিছু পাখি নীড় বা ঠিকানার আশেপাশে এসে বিভিন্ন জায়গায় বসে আছে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু পাখির নীড়ের আশেপাশে এসে বৈদ্যুতিক তারের উপর বসে পড়েছে।হয়ত এটিই এদের ঠিকানা হতে পারে।

PicsArt_12-14-08.58.45.png

📸আলোকচিত্র☀️সাত📱

IMG_20211212_164606-01.jpeg

সূর্যাস্তের আর কয় মিনিট বাকি মাত্র। আশেপাশের পাখিগুলো এখনই হয়তো তাদের ঠিকানা নিয়ে নেবে তারা রাত্রিযাপনের জন্য ঘরের চালা ও গাছের ডাল ইত্যাদিতে অবস্থান করবে। যেখানে তারা নিয়মিত অবস্থান করেন ।

PicsArt_12-14-08.58.45.png

📸আলোকচিত্র☀️আট📱

IMG_20211212_164431-01.jpeg

কয় মিনিটের মধ্যে আমি বেশ কয়েকটি ছবি বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা করলাম। দেখতে দেখতে সূর্যটি এখন তার বিদায়ের দ্বারপ্রান্তে। আমার মনে হল পাখিদের মতো সূর্যটি এখনিই তার বাসা নেবে।

PicsArt_12-14-08.58.45.png

📸আলোকচিত্র☀️নয়📱

IMG_20211212_164510-01.jpeg

এমন সময় এর মুখোমুখি হয়তো আমরা সবাই সব সময় হতে পারি না। তবে এমন সূর্যাস্তের সময় টি আমি প্রায় মুখোমুখি হয়ে পড়ি। আজও আমার এমনি একটি সময়। যে সময়টিতে আমি সূর্যাস্তের মুখোমুখি হয়েছি।

PicsArt_12-14-08.58.45.png

📸আলোকচিত্র☀️দশ📱

IMG_20211212_164434-01.jpeg

আমার চলার পথে দৃশ্যগুলি সব সময় সুন্দর থাকে। তবে সব সময় ছবি তোলা সম্ভব হয় না। গ্রামের মানুষজন ছবি তোলার এমন দৃশ্য গুলো দেখলে আমাকে ঠাট্টা মশকারা এবং টোন করে। ইদানিং অনেক ছবি তোলার ভিড়ে আমাকে অনেকে দেখতে পেয়ে, আবার কেউ কেউ উৎসাহ প্রদান করে। আবার কেউ সাংবাদিক হয়েছি বলেও টিটকারী করে। তার পরেও আমাকে ছবি তুলতে হবে এবং আমার কাজ চালিয়ে যেতে হবে বলে আমি মনে করি। আমার প্রতিদিনের "স্টিমিট"এ অংশগ্রহণ নিশ্চিত করতে আমি এসব কাজ করে থাকি
আজকের সূর্যাস্তের রেনডম ছবিগুলো তোলা ও আমার তারই অংশ বিশেষ ।
বন্ধুরা, আশাকরি ছবি গুলো আপনাদের ভালো লাগবে। সাথেই থাকুন, আমার পরবর্তী অন্যান্য পোস্টগুলো দেখার জন্য।
📸আলোকচিত্র☀️এক📱

PicsArt_12-14-08.58.45.png

Visit My Another Activities

Blog Site Twitter Facebook Youtube

PicsArt_12-14-08.58.45.png

Regard By@mrnazrul, Bangladesh
CategoryFlower, Nature, Animal.Recipe.Photography.
DeviceHandset
w3wLocation

PicsArt_12-14-08.58.45.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

PicsArt_12-14-08.58.45.png

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

"এখানে ডিসকর্ডে যোগ দিন"

PicsArt_12-14-08.58.45.png

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

PicsArt_12-14-08.58.45.png

"আমার বাংলা ব্লগে" জয়েন করুন"

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

@Heroism এ আপনার উদ্বৃত্ত SP ডেলিগেশন করুন।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

প্রতি বুধবার @abb-charity টিতে সাধ্যমত দান করুন।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUPSh5utmqRLJSaoLpKJXxTiduhp2bjMfCDM7wearD9tMFpT7ea1EmDiNyphAJRMxJrrumki9cFaMU.png

PicsArt_12-14-08.58.45.png
3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

Regards

PicsArt_12-14-08.58.45.png

Sort:  
 3 years ago (edited)
  • সাধারণত সূর্য অস্ত দেখতে সবারই অনেক ভালো লাগে। ঠিক আমারও অনেক ভালো লাগে সূর্যাস্ত দেখতে। সূর্য অস্ত যাওয়ার সময় যখন আকাশ লালচে হয়ে যায় তখনকার মুহূর্ত আমার অনেক ভালো লাগে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সূর্য অস্তের এত সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

জি ভাই, আমি কমিউনিটি সবচেয়ে বয়স্ক ও অবহেলিত মানুষ , বোকার মত যা বুঝি তাই করি, এই আরকি।

 3 years ago 

সাংবাদিক ভাই আপনার ছবিগুলো দারুণ হয়েছে হাহাহা।সত্যি বলেছেন ছবি তুলতে দেখলে অনেকে টিটকারি মারে।তবে আপনার পোস্টটি দারুন হয়েছে বিশেষ করে টাইটেল টি। সূর্যি মামা ঘুমাতে যায় । ধন্যবাদ।

আপনি পছন্দ করেছেন তাতেই আমার চলবে, ভাল হোক আর না হোক ভাল বলছেন তো। আসতে কিন্তু মানা নাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68394.30
ETH 2644.71
USDT 1.00
SBD 2.69