📱পাখিরা যখন নীড়ে ফিরে। ধারাবাহিক, পর্ব-২. Shy-Fox 10% Beneficiaries

গতকালের ১ম পর্বের ---------

এককাপ কফি খেয়ে নিলাম। প্রথম পর্বের ছবি আপলোডের বিড়ম্বনা, নিয়ে সারা রাত কাটিয়ে দিলাম। এতক্ষণে রাতে ২টি ছবি আপলোড করতে পারতেছিলাম। সকাল ১২ টা, ঘুম থেকে উঠলাম। সকালের আনুষঙ্গিকতা সারলাম। গোসল করলাম। গায়ের কাপড়চোপড় পরিস্কার করলাম।

IMG_20210918_181459-01.jpeg

গরম গরম "ডিম চিতই পিঠা" খেয়ে নিলাম। বাড়িতে চা,কফি কোনটাই নাই। একখিলি পান মুখে দিয়ে। বাড়ির বাহির হলাম।

এতক্ষণে আবার একবার ছবি আপলোডের চেষ্টা করলাম। কোন কিছুতেই লাভ হয়নাই।
এতক্ষণে কফির দোকানের সামনে গেলাম। এখানে কপির পাতা (মিনি প্যাকেট) কিনতে হবে। তার পর চায়ের দোকানে নিতে হবে। সেখানে গরম পানি মিশাতে দিতে হবে। দুধ চিনি ছাড়াই, "র" কফি খাওয়া হবে। দোকানি গরম পানি মিশিয়ে দিল।সাথে এক গ্লাস ঠান্ডা পানিও দিল। আমি ঠান্ডা পানি খাওয়ার পর বাকি পানি দিয়ে কফি'র কাপটা ভরিয়ে নিলাম। কিছুটা ঠান্ডা হলো। খেয়ে নিলাম।

IMG_20210918_181455-01.jpeg

IMG_20210918_181439-01.jpeg

সেই বন্ধুর দোকানে আসলাম। একখিলি পান খাবো তাই । ওর সাথে দেখা হলো।
ওর ভাস্তির মেয়ে নাতনির বিয়ে উপলক্ষে দেখতে আসবে। ওর সাথে আমাকেও যেতে হবে, সময় দুপুর ২টা।

আমি বাড়িতে আসলাম। আবার ছবি আপলোড চেষ্টা করলাম। না আমার ধৈর্য ও চেষ্টা এখনো আমার পক্ষে কাজ করছেনা।

আবার কাপড়চোপড় পরে বের হলাম। ওয়াই ফাই লাইনের বাইরে যাব। তাই ১ জিবি নেট(এমবি) কিনলাম । তাই আমরা দুজন ও ওর ছোট প্রৌত্রা তিন জন মিলে অটো ভ্যানে চাপলাম। দুপুর ২টা দশ মিনিটে বিয়ে বাড়িতে পৌছিলাম। বসলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম।

IMG_20210918_181445-01.jpeg

IMG_20210918_181440-01.jpeg
বরের লোকজন এখনো আসে নাই। আমি বার বার ট্রাই করছি । কয়েকটি ছবি(১ম পর্ব) কোন রকমে আপলোড করলাম। বিকাল ৪টা, বরযাত্রী আসতে শুরু করল।
আবার একটি ছবি আপলোডের চেষ্টা করলাম। কিছুতেই হচ্ছিলনা। কিআর করার, এমবি দিয়ে পোস্টটি আপলোড করলাম ।
এসময় পোস্টে ৭টি ছবি ছিল। ভাবলাম সারারাত আর স্টিমিটে প্রবেশ করবোনা।
দেখি সকালে ধৈর্য ও চেষ্টা কি ফল দেয়।

চলবে

IMG_20210918_181501-01.jpeg

IMG_20210918_181447-01.jpeg

IMG_20210918_181452-01.jpeg

IMG_20210918_181503-01.jpeg

IMG_20210918_181505-01.jpeg

Best Regard By @mrnazrul, Bangladesh.

Device : Walton Primo-6 Max

w3w Location

https://w3w.co/induces.touchy.deducted

Sort:  
 3 years ago 

আপনার ছবিগুলো অতিরিক্ত লাল হয়ে গেছে এবং সুন্দর ন্যাচারাল ছবি পোস্ট করার চেষ্টা করবেন অনেক সুন্দর লাগবে। যাইহোক আপনার দিনটি অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ভাবে কাটিয়েছেন এবং আপন-মনে সন্ধ্যায় প্রতিটি পাখি তার নীড়ে ফিরে

ছবি গুলো দেখে, পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার পোস্ট করা ছবিগুলোর মধ্যে প্রায় সবগুলোই একই রকম ।একটু ভিন্ন ভিন্ন ছবি শেয়ার করলে দেখতে অনেক সুন্দর লাগে।

পরামর্শের কথা মনে রাখব।স্বাগতম আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59583.90
ETH 2578.21
USDT 1.00
SBD 2.48