📱দুর্দিনে সোনালী আঁশ,পর্ব-২ বা শেষ পর্ব |পাট খড়ি | ১৩টি ছবি। 100% Benefit of shy-fox.

IMG_20210909_134336~2.jpg

IMG_20210909_134341~2.jpg

IMG_20210909_134346~2.jpg

শুভেচ্ছা

"আমার বাংলা ব্লগ" কমিউনিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত ফটোগ্রাফি পর্ব উপস্থাপন করছি

পাট খড়ি

এটাকে আমাদের এলাকায় "শিংটা" বা "শিনট", পাটকাঠি ইত্যাদি নামে ডেকে থাকি।

প্রথমে জমি থেকে পাট কেটে আটি বা বোঝা বেধে রেখে দেওয়া হয়।এভাবে কয়েকদিন থাকলে সব পাতা ঝরে ও পচে যায়। পাতা ঝরার পর আরোও দুই এক দিন এভাবেই রেখে দেওয়া হয় ।

এবার পাটের আটি খরে থরে সাজিয়ে, ভাসা পানিতে "জাগ" দিয়ে রাখা হয়।

কয়েকদিনের মধ্যে পচতে শুরু করে। পুরোপুরি পচে নরম হয়ে আসলে, এবার ধোয়ার ব্যবস্থা করা হয়।

এপর্বে গার্হস্থ ও তার মনোনীত ব্যাক্তিরা একাজ করে থাকেন। এপর্বকে "পাট ধোয়া" বলে।
এসময় পাট খড়ি থেকে পাটের আঁশ আলাদা করে, ভালভাবে ধুইয়ে নেওয়া হয়।

তারপর আঁশ গুলো ভালভাবে রোদে শুকিয়ে নেওয়া হয়। শুকানোর পর পাটের আঁশ গুলো "সোনালী আঁশ" এ পরিনত হয়।
এবার অবশিষ্ট পাট খড়ি গুলো টাড় করে রাখা হয়। ঠিক ভাবে শুকানো হলে এগুলোও সংরক্ষণ করা হয়

এই শিনট বা শিংটে বা পাট কাটি বা পাট খড়ি, প্রথমত গার্হস্থ পরিবারের জালানি, ঘরের চাল ছাউনি, বাড়ির ও ঘরের বেড়া ইত্যাদি ইত্যাদি কাজে লাগানো হয়।

এছাড়াও পাট খড়ি কাঠ ও বাশের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

পান বরজের কাঠি ও বেড়া তৈরিতে রয়েছে, এর সর্বাধিক কদর।

আধুনিক যুগে সোনালী আঁশ, পাটের দুর্দিন হলেও, ম্লান হয়নি 'পাট খড়ি'র চাহিদা ।

আধুনিক শিল্পে পাট কাঠি থেকে কাগজ ও কাগজ তৈরির মন্ড তৈরি করা হচ্ছে।

পাট কাঠিকে কাজে লাগিয়ে আমাদের দেশে বেশ কয়েকটি কোম্পানি, এথেকে উন্নত মানের পার্টিকেল বোর্ড তৈরি করছে। তা প্রায় কাঠের সমতুল্য।

ছবি ১৩ টি কয়েকদিন ভেন্ডাবাড়ি বাজার থেকে তোলা। এই ভ্যান গাড়ির মালিক, নিজ বাড়িতে প্রাথমিক জালানি হিসেবে ব্যবহার করার জন্য ১৪০ টাকায় এগুলো সংগ্রহ করেছে। গার্হস্থ্য খুশি হয়ে তাকে, ২ সের পরিমান পাটও দিয়েছে।
ভ্যানটি খারাপ হওয়ায় সে মেকারের দোকানে সারাচ্ছিল। আমি তখন এই ছবি গুলো, মোবাইল ক্যামেরায় ধারণ করেছিলাম।
দুর্দিনে সোনালি আঁশ নিয়ে, ২ পর্বের লেখা এখানেই শেষ।
আগামীতে নতুন কিছু নিয়ে আসব সাথেই থাকুন।

কে বলতে পারেন সের =? হাহা হেহে।

IMG_20210909_134319~2.jpg

IMG_20210909_134322~2.jpg

IMG_20210909_134323~2.jpg

IMG_20210909_134325~2.jpg

IMG_20210909_134327~2.jpg

IMG_20210909_134331~2.jpg

IMG_20210909_134333~2.jpg

IMG_20210909_134347~2.jpg

IMG_20210909_134348~2.jpg

IMG_20210909_134349~2.jpg

Best Regard by @mrnazrul, Bangladesh.

Device : Walton Primo-6 Max.

w3w Location

https://w3w.co/induces.touchy.deducted

image.png

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64269.87
ETH 3393.79
USDT 1.00
SBD 2.48