📱 শ্রম নাকি পরিশ্রম

বন্ধুরা

সবাইকে শ্রদ্ধা ভরা শুভেচ্ছা জানিয়ে, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নিয়মিত পর্ব উপস্থাপন করছি

ভাল থাকার যাবতীয় নিয়ম মেনে সুস্থ থাকার জন্য, মহান আল্লাহর রহমত কামনা করে, তার দেওয়া বিধি মোতাবেক জীবন পরিচালনায় পারদর্শী হয়ে উঠতে হবে। তানাহলে ভাল থাকার উপায় আমার জানা নাই।
আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের নেক দোয়ার বরকতে ভালোই আছি

IMG_20210628_144650~2.jpg

প্রিয় পাঠক বন্ধুগন

ইসলাম ধর্মে, শ্রম ও শ্রমিকের আসন অনেক উঁচু ও মর্যাদা পূর্ণ বুঝাতে "মজুরের গায়ের ঘাম শুকানোর আগেই মজুরী পরিশোধের তাগিদ দেওয়া হয়েছে"০ أنت تدفع للعامل قبل أن يجف عرقه

IMG_20210628_144715~2.jpg

IMG_20210628_144652~2.jpg

আমরা জানি শ্রমিকের কঠোর পরিশ্রম থেকেই আজকের সভ্যতার জন্ম হয়েছে এবং এখনো তাদের হাতেই রয়েছে সভ্যতার চাবি কাঠি। তারপরও
সমাজের এই কঠোর পরিশ্রমী লোক গুলোকে আমরা নানান নামে ডেকে থাকি। যেমন-লেবার,শ্রমিক, মজুর সহ নানান ভাষায় নানান নামে ডাকা হয়।

IMG_20210628_144640~2.jpg

নাম ডাকার ক্ষেত্রে আমরা কোন সমস্যা বা বিড়ম্বনা দেখিনা। নামতো থাকতেই হবে।
আমরা বাঙালিরাও উল্লখিত নামেই বেশি ডাকি

কিন্তু সমসা ও বিড়ম্বনা তখনই হয়, যখন আমরা তাদের যে নামে ডাকি, সেই নামকেই আবার গালি হিসেবে ব্যবহার করে থাকি। যেমন, লেবারের মত ব্যবহার, কুলির বাচ্চা ইত্যাদি ইত্যাদি।
কুলি শব্দটি আবার, কখনো কখনো সন্মানীদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। যেমন মুর্শিদ কুলি খান

IMG_20210628_144637~2.jpg

IMG_20210628_144628~2.jpg

পৃথিবীর সকল মহাদেশে সবচেয়ে পরিশ্রমী এবং অবহেলিত মানুষ এরা।
পুঁজিবাদী সমাজ কঠোর পরিশ্রমের সময় এদেরকে ব্যবহার করে থাকে। মজুরি দেয়,আদর করে। কাজ ফুরালেই তাদের প্রয়োজনও ফুরে যায়।
তারা কখনোই শ্রমিকের শরির ও পরিবার নিয়ে ভাবেন না।
তারা সবসময় নিজের পুঁজিকে প্রাধান্য দিয়ে। তাদের কাজ চালিয়ে যেতে থাকে

IMG_20210628_144759~2.jpg

বন্ধুরা

ছবিতে কিছু নারী ও পুরুষ শ্রমিক। রাস্তা নির্মাণের কাজে ব্যাস্ত। এসময়ের প্রচন্ড রোদ ও গরম উপেক্ষা করে আপন মনে তারা, কাজ চালিয়ে যেতেছিল।
বাড়িতে বিদ্যুৎ না থাকায়, এসময় আমিও বাড়ি থেকে বের হয়েছিলাম।
রাস্তাটি আমার বাড়ির দরজা সংলগ্ন। হাতের মোবাইলটা দিয়ে, আমি তাদের কয়েকটি ছবি তুলেছিলাম। ছবি গুলোর কোন পরিচয় লেখার তাগিদ আমি মনে করিনা। এখন সেই মুহুর্তটি আপনাদের সাথে ভাগ করলাম

IMG_20210628_144756~2.jpg

IMG_20210628_144721~2.jpg

IMG_20210628_144717~2.jpg

এতক্ষণ সাথে থাকার জন্য,আপনাকে ধন্যবাদ

Best Regard by @mrnazrul, Bangladesh.

Device : Walton Primo-6 Max

W3W Location.

https://w3w.co/ramparts.cyclone.bronze

Sort:  
 3 years ago 

আপনার শ্রমজীবী মানুষের উপর আত্মমর্যাদা দেখে আমি খুব খুশি হলাম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি শ্রমজীবী মানুষকে নিয়ে খুবই সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন।ছবি গুলো খুবই সুন্দর হয়েছে।আপনার জন্য অনেক শুভকামনা।

আপনার জন্যও, অনেক শুভকামনা

 3 years ago 

আসলে আমরা কেউ এসব মানুষগুলোকে কখনোই মূল্যায়ন করি না কেননা তারা হচ্ছে নিম্ন শ্রেনীর লোক তাদের সাথে কি আমাদের যায় কিন্তু এমন একটা সময় আসে যে তাদেরকে ছাড়া আমরা কিছুই করতে পারি না হয়তো বা টাকার বিনিময়ে তারা কাজ করে কারণ তাদের ও তো পরিবার আছে। তাই বলি আসুন আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি আমিও তো এই জায়গায় থাকতে পারতাম খোদা তায়ালার অশেষ রহমতে হয়তো আমি আজ এই জায়গায় নেই। ধন্যবাদ ভাই আপনাকে শ্রমজীবী ভাই বোনদের কে নিয়ে এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার তুলনামূলক আলোচনা, আমার পোস্টটি উজ্জ্বল করতে পারে। আপনাকে সবসময় স্বাগতম

 3 years ago 

জীবন যেখানে যেমন। সত্যি বলতে কি এই মানুষগুলোর জন্য পৃথিবীটা এখনো টিকে আছে ।আমি মনে করি এরা এই পৃথিবীর অর্থনৈতিক চাকাকে এখনো সঠিকভাবে চালিত রেখেছে। ভালো লিখেছেন আপনি ।

আপনিও সঠিক তুলে ধরেছেন। আপনাকে সবসময় স্বাগতম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48