একটু কল্প।

Wednesday 06 July 2022

একটু কল্প।

আসসালামু আলাইকুম

আমি @mrnazrul আপনাদের বাংলাদেশী বন্ধু।

image.png

হ্যালো বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন।
আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার মহান কৃপায় সবাই সুস্থ শরীরে গরমের সাথে লড়াই করছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন ।
আলহামদুলিল্লাহ ,
আমিও আপনাদের দোয়া নিয়া মহান আল্লাহর রহমতে সুস্থ থেকে গরম থেকে বাঁচার নানান উপায় খুঁজছি।

IMG_20220401_180350.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_180310.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_180305.jpg

Photography By @mrnazrul

বিভিন্ন জেলার বন্ধুবান্ধব ,আত্মীয়-স্বজন, খবরের কাগজ পড়ে এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে যে ,সারাদেশেই বিদ্যুতের স্বল্পতার কারণে সব সময়ই বিদ্যুৎ বাবু আমাদেরকে ভেলকিবাজি দেখিয়ে চলেছেন।

প্রিয় বন্ধুরা

আমিও এমন পরিস্থিতির বাইরে নই। সবার মত আমিও একই পরিস্থিতির শিকার। একে তো চলছে বিদ্যুৎ বাবুর পুরাই মাথা নষ্ট করা ভেলকিবাজি ।তার উপর গত তিনদিন থেকে আমাদের এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক একেবারেই বিচ্ছিন্ন। সেই সাথে নেটওয়ার্ক থেকে বিস্মিত হয়ে ছিটকে পড়েছি আমি এবং হয়তোবা আমার মত অনেকে।

এ সম্পর্কে ওয়াইফাই অপারেটরদের সাথে যোগাযোগ করা হলে তারা জবাব দিচ্ছেন গোড়া থেকেই এ সমস্যা। দু-একদিনের মধ্যেই সেরে যাবে ।

হ্যাঁ বন্ধুরা
সেরে তো যাবেই। দেখতে দেখতে দুই-এক দিন চলে গেল ।আজ তিনদিন চলছে।এখন নির্দেশিত ভাবে নেটওয়ার্ক আমাদের সাথে রয়েছে।

আপনারা জানেন আমি সব সময় বলে থাকি যে, সকল কল্প এর বিকল্প রয়েছে ।এই বিকল্প পথ ধরে আমরা সবকিছুতে এগিয়ে যাওয়ার চেষ্টা করি ।তা কখনো কখনো সফলতার মুখ দেখালেও অনেক সময় ব্যর্থতার গ্লানি নিয়েই শেষ হয়ে যায়।

ওয়াইফাই নেটওয়ার্কের এমন সমস্যার কারণে আমরা সাধারণত বিভিন্ন কোম্পানির কাছ থেকে এমবি কিনে তাদের নেটওয়ার্কের মাধ্যমে মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ চালানোর চেষ্টা করে থাকি।

তো বন্ধুরাবিদ্যুতের ভেলকিবাজির কারণে তাদের নেটওয়ার্ক আমাদের মাঝে সফলভাবে কাজ করছে না। আমি আরো বিকল্প হিসাবে বাড়ির বাইরে গিয়ে কিংবা নেটওয়ার্কের কাছাকাছি গিয়ে কিংবা কারো কারো পরামর্শে নেটওয়ার্ক থেকে এক কিলোমিটার দূরে গিয়া চালানোর চেষ্টা করলে ,মাত্র দুআনা সফলতা পেয়ে থাকি। বাকি ১৪ আনা সফলতা আমার ঘাটতি হিসেবে জমা হয়ে থাকে ।এমত অবস্থায় কোন প্রকার নেটওয়ার্ক সম্পর্কিত ডিভাইস আমার কিংবা আমাদের পক্ষে চালানো সম্ভব হয়ে ওঠে না।

যাকে আমি মনে করি বিকল্প । যেসব ব্যর্থের বিকল্প আরো আপনাদের জানা আছে কিনা তা আমার জানা নাই ।আমি যতটুকু বললাম ততটুকুই চেষ্টা করেছি এর চেয়ে এ ব্যাপারে আমি বেশি কিছু জানি না। আমি গত তারিখের পোস্টে বলেছিলাম যে ২৪ ঘন্টা ঘন্টায় ১৮ ঘণ্টা কাজ করে আমি গতকালকের পোস্টটি করেছি ।আজকে সারাদিনও ছিল একই অবস্থা। রাত এগারোটার দিকে ওয়াইফাই নেটওয়ার্কের দেখা পেলেও তা কয়েকবার আসা-যাওয়া করায় এখানেও কাজের অগ্রগতি হয় নাই বা করা সম্ভব হয় নাই।

এমবি গুলোর কথা তো আগেই বলেছি ।কাজ করতে হবে তাই মোবাইল খুলতে হয় ।কাজ করতে হয় ।কাজের অগ্রগতি বিশ্লেষণ করতে হয় ।কিন্তু এখানে দেখা যাচ্ছে সবগুলোই যেন ব্যর্থতার পর্যায়ে পড়ে গেছে ।

বন্ধুরা

আজকে আমার এই পোস্টটি করা কোন ক্রমেই করা সম্ভব হয়ে উঠছিল না। সারাদিনে হয়ে ওঠেনি ।
তো এখন পোষ্টটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এটি খুবই সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরার চেষ্টা করেছি ।

যখন আমি এই ফুলগুলো পোস্ট করার জন্য আপলোড করলাম। তখনই ভেবেছিলাম সংক্ষিপ্ত আকারে তুলে ধরার ।তবুও যেন আমার পোস্টগুলো নিয়মিত হয়ে ওঠে।

ছবিতে দেওয়া গোলাপ ফুলের ছবিগুলো আমি কয়েকদিন আগে পাশের ঝিলমিল ক্যাফে থেকে তুলেছিলাম ।ভেবেছিলাম সময় সুযোগ মতো পোস্ট করব।

তো আজকে নেটওয়ার্কের স্বল্পতা, বিদ্যুৎ বাবুর ভেলকিবাজি, এমবি কাজ না করা, সবমিলে বিড়ম্বনার মধ্য থেকে এই ফুলগুলোকে আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের মন্তব্য আমার পোস্টে ছুড়ে দিবেন।

IMG_20220401_144522.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_144520.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_144456.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_144446.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_144420.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_144410.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_144326.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_144324.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_144305.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_144258.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_180518.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_180516.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_180449.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_180405.jpg

Photography By @mrnazrul

IMG_20220401_180400.jpg

Photography By @mrnazrul

বন্ধুরা

এই ছিল আমার আজকের বিলম্বনা মূলক উপহার পোস্ট ।আশা করি এতক্ষণ দেখে ভালো মন্দের বিবেচনা আপনারা করে ফেলেছেন ।
আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো-মন্দ পোস্ট নিয়ে।

সাথেই থাকুন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXc6bCmgJbQNUch3ntfWyxxzQnLRTyExcFLC6n3i9TXvoAh9VXe2xkakXoqNsUwHUZckGosaii.png

Visit My Another Activists

Blog

Twitter

Facebook

Youtube

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXc6bCmgJbQNUch3ntfWyxxzQnLRTyExcFLC6n3i9TXvoAh9VXe2xkakXoqNsUwHUZckGosaii.png

Regard By@mrnazrul, Bangladesh
Category**Flower, Nature,
DeviceHandset
Beneficiary** 10% benefit of shy-fox***.

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXc6bCmgJbQNUch3ntfWyxxzQnLRTyExcFLC6n3i9TXvoAh9VXe2xkakXoqNsUwHUZckGosaii.png

77U2.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXc6bCmgJbQNUch3ntfWyxxzQnLRTyExcFLC6n3i9TXvoAh9VXe2xkakXoqNsUwHUZckGosaii.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Regard

Sort:  
 2 years ago (edited)

বিদ্যুৎ বাবুর বৃষ্টি বাজিতে আমরা সবাই অতিষ্ঠ। ভাই মানে মজাদার কোন কিছু। নজরুল ভাই মানে ব্যতিক্রম ব্যতিক্রম কিছু। কবিতা আবৃত্তি কবিতা লেখা ছড়া লিখুন ফটোগ্রাফ ডিজিটাল আর্ট প্রত্যেকটি ক্ষেত্রে আপনার পদচারণা। আজ আপনার হাতের লাল গোলাপ পাশাপাশি চমৎকার বর্ণনা দারুন লেগেছে আমার নিকটে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60935.93
ETH 2645.60
USDT 1.00
SBD 2.56