📱পুর্ন পরিস্ফুটিত লাল গোলাপের আলোকচিত্র।

হ্যালো বন্ধু স্টিমিয়ান

সবাইকে লাল গোলাপের শুভেচছা জানিয়ে, "আমার বাংলা ব্লগ" কমিউনিটিত আজকের নিয়মিত ফটোগ্রাফি পর্ব লেখা শুরু করলাম।
সবাই মহান আল্লাহর রহমতে ভাল আছেন , এতটুকুই ছিল আমার কামনা।
আমিও আপনাদের দোয়ার বরকতে ভাল থেকে, সকল কর্মে অংশ গ্রহণ করতে পেরে, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

আজ আমার ফটোগ্রাফি পর্বে তুলে এনেছি চেয়ারম্যান সাহেবের বাগানবাড়ির-

পুর্ন পরিস্ফুটিত লাল গোলাগ ফুল

IMG_20210829_105119-01.jpeg

গোলাপ কে ফুলের রাজা বা রানি যাই বলিনা কেন? তাতে গোলাপের কিছুই যায় বা আসেনা। কাটা, শোভা এবং সুগন্ধ এর মুল পরিচয় বহন করে

বহুবর্ষজীবী এই গাছটি, কয়েক হাজার জাত ও তিনশ'র উপর প্রজাতি নিয়ে "রোজেই" পরিবার গঠন করেছে। যার গনের নাম "রোসা

IMG_20210829_105053-01.jpeg

প্রেম,ভালবাসা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে গোলাপের কদর, পৃথিবীর সকল মহাদেশে সমান ভাবে দেখায়

পৃথিবীর সকল সৌন্দর্য ও সুগন্ধি প্রিয়দের প্রথম পছন্দ গোলাপ ফুল

রং ও জাতের বিবেচনায়, গোলাপের এত বেশি রং ও জাত আছে যে,এখনো কতগুলো রং ও জাতের নাম এখনো আবিষ্কার হয় নাই

IMG_20210829_105114-01.jpeg

আমরা বাড়ির সোভা বর্ধন করতে হাতের, কাছে যে কয়টি রং ও জাত পাই,তারই বা কয়টার নামই আমরা জানি! ক্ষুদ্রাকৃতি থেকে বৃহদাকৃতি গোলাপ সারা বিশ্বে দেখা যায়

ছোট একটি টব থেকে পাহাড়, পর্বত এবং উপত্যকা পর্যন্ত গোলাপ জন্মিতে পারে। গোলাপ, বীজ ও কাটিং থেকে বংশবৃদ্ধি করতে পারে। কখনো কখনো বুনো হিসেবেও গোলাপ জন্মিতে পারে বা জন্মে থাকে

IMG_20210829_105059-01.jpeg

বন্ধুরা

লাল গোলাপ ফুলের এই ছবি গুলো, কয়েকদিন, আমাদের ২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাস্তে রবিউল ইসলামের বাগান বাড়ি থেকে তুলেছিলাম। রবিউল ইসলাম, বাংলাদেশের সবচেয়ে কম বয়সের একজন চেয়ারম্যান।তার বাগান বাড়ি সংলগ্ন আমার বাড়ি অবস্থান

ছবি গুলো কয়েকদিন আগে মোবাইল ক্যামেরায় ধারণ করেছিলাম। সে সময় আকাশ মেঘলা ছিল

দেখুন, কিছু বলুন।

IMG_20210829_105103-01.jpeg

IMG_20210829_105057-01.jpeg

IMG_20210829_105116-01.jpeg

Best Regard By @mrnazrul, Bangladesh.

Device : Walton Primo-6 Max.

w3w location

https://w3w.co/induces.touchy.deducted

Sort:  
 3 years ago (edited)

পুর্ন পরিস্ফুটিত লাল গোলাপের আলোকচিত্রটি অনেক সুন্দর হয়েছে।আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার পোস্টটি।গোলাপের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে।শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনার জন্যও শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57382.38
ETH 3075.07
USDT 1.00
SBD 2.39