📱ভাবিয়ে তোলে 10% Benefit of shy-fox

IMG_20200805_122735~2.jpg

হৈমন্তী শুভেচ্ছা।

আমার বাংলাদেশের, বাংলা পন্জিকা মতে আজ হেমন্ত কালের ২য় দিন। আরও সহজ হলো কার্তিক মাষের ২ তারিখ। ১৪২৮ বঙ্গাব্দ।
সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ খৃষ্টাব্দ।
২ মাস বা ৬০ দিনে এক কাল বা ঋতু।

বিশ্বে জলবায়ু পরিবর্তনের চলছে, জয়জয়কার।

এই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে, দেশ,মহাদেশ, ও বিভিন্ন অঞ্চল ভিত্তিক আবহাওয়ার পরিবর্তনও লক্ষনীয়।

যার ছোয়া গাও-গেরামের অনেক জায়গায় পৌছে গেছে, অনেক আগেই।

যে সময় বৃষ্টি হওয়ার কথা, সেসময় দেখা যাচ্ছে অনাবৃষ্টি।

আবার যেখানে বৃষ্টির প্রয়োজন নাই, সেখানে হচ্ছে অতি বৃষ্টি।
যখন শীত হওয়ার কথা, তখন হচ্ছে প্রচন্ড গরম। আর যখন গরম হওয়ার কথা তখন হছে শীত।
সবটাতে কেন যেন উল্টো উল্টো লক্ষ করা যাচ্ছে।

তার সাথে উল্টো হাওয়া লেগেছে আমাদে গায়ে-গতরে
নতুন নতুন রোগ-শোক,দুঃখ-বেদনা, হাসি-কান্না নিত্য নতুনত্ব নিয়ে আমাদের কান্ধে চেপে বসেছে।

তার সাথে বদলাতে শুরু করেছে পরিবেশের সজ্ঞাটাও।
উজাড় নাকি সৃষ্টি, ভেদ নাকি ভেদাভেদ, কোনটাই আমরা মেলাতে পারছিনা। হাইব্রিড খেতে এবং পেতে, আমরাও হাইব্রীড হতে চলেছি।
যা থাকার দরকার, তা থাকছেনা। যেসবের প্রয়োজন কম তার উৎপত্তি বেশি। আর যার প্রয়োজন বেশি, তার উৎপত্তি কম।
পশু-পাখি,জীব-যন্তু, গাছ-পালা সবটাতে যেন উল্টো দিকে দোল খাচ্ছে

একমাত্র চন্দ্র-সূর্যের গতিপথ ছাড়া সবই বদলাতে শুরু করেছে ।

আমার জানামতে, সাধারণত দুর্গাপূজার সময় বৃষ্টি হয়। এবার হয়নি। তার উপর রোদের তীব্রতা ও গরমও ছিল বেশি।

দশমীর পর পরদিন সকালে অনেক তীব্রতা সহ রোদ দেখা গেলো। দেড়টার দিকে মেঘ ছাড়াই এক ঝলক বৃষ্টি বৃষ্টি হলো। তীব্র গরমের কিছুটা কমে আসলো। আজকেও আকাশ মেঘলা সহ কখনো কখনো সামান্য বৃষ্টি হচ্ছে।

গরমের প্রভাব তেমন কমেনি।
অথচ এসময় মোটামুটি একটা ঠান্ডার ইমেজ ছিলো। গত বছরও তা ছিল। এ বছর আর নাই। তাহলে ঠান্ডা কি আর বাংলাদেশে হবেনা
?


বন্ধুরা আজকের পর্বে উপাস্থাপন করছি, সেই ছবি গুলো,যে কয়েক মাস আগে, বাংলা হিলি(হাকিম পুর)
দিনাজপুর, থেকে তুলে ছিলাম।

এখন সময়টাকে আপনাদের সাথে ভাগ করব।
দেখুন, কমেন্ট করুন।

Image#01

IMG_20200805_122539~2.jpg

======Photo w3w Location=======

Image#02

IMG_20200805_122546~3.jpg

======Photo w3w Location=======

Image#03

IMG_20200805_122434~2.jpg

======Photo w3w Location=======

Image#04

IMG_20200805_122440~2.jpg

======Photo w3w Location=======

Image#05

IMG_20200805_122332~2.jpg

======Photo w3w Location=======

Image#06

IMG_20200805_122733~2.jpg

======Photo w3w Location=======

Image#07

IMG_20200805_122735~2.jpg

======Photo w3w Location=======

Best Regard By @mrnazrul,Bangladesh.
Device : Walton Primo-6 Max
My w3w Location
https://w3w.co/minibus.petite.hereafter

======Photo w3w Location=======

Sort:  
 3 years ago 

ছবি তোলা গুলো অনেক অনেক বেশি ভালো হয়েছে। ছবিগুলো দেখে মনে হচ্ছে কোন প্রফেশনাল ফটোগ্রাফার প্রকৃতির ফটোগ্রাফি করেছে।
আর আপনার লেখাও ভালো হয়েছে।

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনে খুব সুন্দর আলোচনা করেছেন। শীতের সময় গরমের প্রভাব এবং গরমের সময় শীতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং উপযুক্ত সময় বৃষ্টি হচ্ছে না। সব মিলে এক ধরনের গরমিল অবস্থা বিরাজ করছে।

এটাকে সুন্দর কমেন্ট হিসেবে ধরে নেওয়া যায়। অনেক শুভেচ্ছা।

 3 years ago 

আপনার ছবিগুলো আমার ভালো লেগেছে, আকাশ দেখে মনে হচ্ছে একবারে স্বচ্ছ পরিষ্কার। মেঘগুলোকে খুব ভালোভাবে বুঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কিছু ভালো ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার চোখ লেগেছে, এতো আমার প্রাপ্তি +। আপনি নজর রাখবেন, এই টুকু আমার কামনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59214.68
ETH 2622.69
USDT 1.00
SBD 2.44