🌕বাসন্তী বাউনুর🌞 স্বরচিত কবিতা || 10 % Benefit for Shy-fox.

আসসালামুয়ালাইকুম

আমি @mrnazrul বাংলাদেশ থেকে।

IMG_20220316_140851.jpg

9dx1buQgbead6RxJghsxgTVaHHi8jfYMWwDcBx2fQXyTd27R1dpJvojepFKHBF8mMpUo1jmg8yjoo2aS7s9cqrthJYFPtszb1ZaZjfjLjYDpbyWcvMrf8ApzVZ6AGF1TacSJWVU9pkEuPDpzSeXsr33Hi8hGSVBL77bggmUjtsLmTB2VX2HMtnem4AzMYHx6nLnKoZn1t.png

IMG_20220316_140840.jpg
9dx1buQgbead6RxJghsxgTVaHHi8jfYMWwDcBx2fQXyTd27R1dpJvojepFKHBF8mMpUo1jmg8yjoo2aS7s9cqrthJYFPtszb1ZaZjfjLjYDpbyWcvMrf8ApzVZ6AGF1TacSJWVU9pkEuPDpzSeXsr33Hi8hGSVBL77bggmUjtsLmTB2VX2HMtnem4AzMYHx6nLnKoZn1t.png
IMG_20220316_140839.jpg
9dx1buQgbead6RxJghsxgTVaHHi8jfYMWwDcBx2fQXyTd27R1dpJvojepFKHBF8mMpUo1jmg8yjoo2aS7s9cqrthJYFPtszb1ZaZjfjLjYDpbyWcvMrf8ApzVZ6AGF1TacSJWVU9pkEuPDpzSeXsr33Hi8hGSVBL77bggmUjtsLmTB2VX2HMtnem4AzMYHx6nLnKoZn1t.png
IMG_20220316_140836.jpg

হ্যা বন্ধুরা

কথায় আছে "বুধের মাথায় দিয়া পা যেথায় খুশি সেথায় যা"

জি বন্ধুগন,
আজ বুধবার,
আপনারা সবাই ভাল আছেন এই কামনা করছি।
আজ আমি আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি।,অপ্রাসঙ্গিক ঐতিহাসিক স্বরচিতা কবিতা

বাউনুর,বাউন,বাউরে বাতাশ ইত্যাদি নামে আমাদের এলাকায় পরিচিত।
এটি বসন্তকাল বা ফাল্গুন চৈত্র মাষের একটি প্রাকৃতিক দৃশ্য। যাহা সম্পর্কে আমরা অনেকে জানি আবার অনেকে জানিনা।

এ দৃশ্যটি অনেকে দেখেলে বা জানলেও অনেকে আবার একে বারে অবগত নন।

সাধারণত প্রচন্ড রোদের ধুঁপে এই দৃশ্য দেখতে পাওয়া যায়।

আপাত দৃষ্টিতে এদৃশ্যে,ছোট বড় বাতাশের ঘুর্নায়নে ছোট বড় কুন্ডলীর সৃষ্টি হয়। ছোট গুলো অল্প বিস্তর জায়গায় ঘুর্নায়মান হয়ে তাৎক্ষনিক মিশে যায়।এরা তেমন খড়কুটো উড়াতে পারেনা।

আর বড় গুলো বেশ কিছু জায়গা জুড়ে ঘুর্নায়মান হয়ে বড় ঘুর্নিপাকের সৃষ্টি করে। এক জায়গায় সৃষ্টি হয়ে ঘুরতে ঘুরতে অন্য জায়গায় চলে যায়।যাওয়ার সময়,মাটির ধুলাবালি, খড়কুটো সবই আসমানের দিকে তুলতে থাকে। অনেক সময় হালকা জড় পদার্থে আঘাত করে, খয়ক্ষতিও করে থাকে।দুই তিন মিনিট পর্যন্ত স্থায়ী হতেও দেখা যায়।

বন্ধুরা

এই ছিল বাউনুর সমাচার।
এখন কবিতাটি পড়ুন।
আশাকরি ভাল লাগবে

Wednesday 16 March 2022
🌕স্বরচিত কবিতা শুরু 🌞

_
🌕বাসন্তী বাউনুর🌞

এ জে এম নজরুল ইসলাম

🖋️✒️
ও নিশকাত, কি করো মা!
কার্টুন দেখি,
কিসের কার্টুন!
মিনার কাটুন।

ও তাই বুঝি?
জি আব্বা।

এদিকে এসো
দেখে যাও,
বাউনুরদেখতে যাই।

কি বললে কি,?
এ নাম তো শুনিনি।

শুনবে কেমনে দেখনি যে
এস দেখতে যাই।

এবার মোরা বাইরে গেলাম
দেখতে বাউনুর

সময়টা দুপুর ছিল
রোদ ছিল প্রখর,
গাছের পাতা হালকা নড়ে
চলে যায় প্রহর ।

আসেনা বাউনুর
কাটেনা সময়
এবার বসলাম
গাছের গোড়ায়,

মেয়েটা যাবে বাড়ির ভিতরে
এই বায়না ধরে
আমিও এবার উঠে
হয়ে গেলাম খাড়া

এবার বুঝি আসবে "বাউনুর"
আর একটু দাঁড়া

চার পা হেটে রাস্তার পাশে
যখন আসিলাম
ছোট একটা বাউনুর
তখন দেখিলাম।

দেখ দেখ মা ঐ যে পাতা উড়ে
এর নামেই বাউনুর
কি কন আব্বা,
এতো বাতাশ ঘোরে
নাম কেন বাউনুর?

আমি বললাম হ"মা"
এর নামে "বাউনুর**।

আগের দিনের বাউনুর গুলো
অনেক বড় হতো
শুকনো সব লতা পাতা
আসমানে উঠাত।

ভুতের মত কুন্ডলী আর
পেত্নীর মত জোর।
অনেক কিছু তুলত উড়ে
আসমানের উপর।

আশেপাশের পরিবেশে
পড়ত ধুলার ছাপ।
নিশকাতও এবার বলে উঠল
ওরে বাপরে বাপ।

ওরে বাবা এত ধুলা
বাউনুর নিয়ে গেল।
রাস্তাটি পরিস্কার হলেও
আমার গায়ে ধুলো দিল।

চল আব্বা বাড়ি যাই
চিনিলাম বাউনুর
এবার থেকে দেখলে
চিনব এ রকমবাউনুর

বাউনুর হলো বাতাশ কুন্ডলী
ফাগুন চৈতে হয়।
কুন্ডলী পেকে উপরে উঠে
তারে বাউনুর কয়।

নিশকাত কয়
হ আব্বা
বুঝিলাম বাউনুর
চল এবার বাড়িতে যাই
কাম আছে প্রচুর।

এই ছিল বাউনুর কাহিনি
আরনা লেখতে চাই।
নিশকাত কে কোলে নিয়ে
বাড়িত গেলাম তাই।

শেষ

IMG_20220316_140835.jpg
9dx1buQgbead6RxJghsxgTVaHHi8jfYMWwDcBx2fQXyTd27R1dpJvojepFKHBF8mMpUo1jmg8yjoo2aS7s9cqrthJYFPtszb1ZaZjfjLjYDpbyWcvMrf8ApzVZ6AGF1TacSJWVU9pkEuPDpzSeXsr33Hi8hGSVBL77bggmUjtsLmTB2VX2HMtnem4AzMYHx6nLnKoZn1t.png
IMG_20220316_140949.jpg
9dx1buQgbead6RxJghsxgTVaHHi8jfYMWwDcBx2fQXyTd27R1dpJvojepFKHBF8mMpUo1jmg8yjoo2aS7s9cqrthJYFPtszb1ZaZjfjLjYDpbyWcvMrf8ApzVZ6AGF1TacSJWVU9pkEuPDpzSeXsr33Hi8hGSVBL77bggmUjtsLmTB2VX2HMtnem4AzMYHx6nLnKoZn1t.png
IMG_20220316_140932.jpg
9dx1buQgbead6RxJghsxgTVaHHi8jfYMWwDcBx2fQXyTd27R1dpJvojepFKHBF8mMpUo1jmg8yjoo2aS7s9cqrthJYFPtszb1ZaZjfjLjYDpbyWcvMrf8ApzVZ6AGF1TacSJWVU9pkEuPDpzSeXsr33Hi8hGSVBL77bggmUjtsLmTB2VX2HMtnem4AzMYHx6nLnKoZn1t.png
IMG_20220316_140929.jpg
9dx1buQgbead6RxJghsxgTVaHHi8jfYMWwDcBx2fQXyTd27R1dpJvojepFKHBF8mMpUo1jmg8yjoo2aS7s9cqrthJYFPtszb1ZaZjfjLjYDpbyWcvMrf8ApzVZ6AGF1TacSJWVU9pkEuPDpzSeXsr33Hi8hGSVBL77bggmUjtsLmTB2VX2HMtnem4AzMYHx6nLnKoZn1t.png
IMG_20220316_140928.jpg
9dx1buQgbead6RxJghsxgTVaHHi8jfYMWwDcBx2fQXyTd27R1dpJvojepFKHBF8mMpUo1jmg8yjoo2aS7s9cqrthJYFPtszb1ZaZjfjLjYDpbyWcvMrf8ApzVZ6AGF1TacSJWVU9pkEuPDpzSeXsr33Hi8hGSVBL77bggmUjtsLmTB2VX2HMtnem4AzMYHx6nLnKoZn1t.png
IMG_20220316_140919.jpg

বন্ধুরা

ফুলের ছবি গুলো, একটি ফুল থেকে নেওয়া হয়েছে। যা আজ সকালে আমার বাড়িতে ফুটে ছিল।
আমার আজকের পর্বের এখানেই ইতি। সাথেই থাকুন।
9dx1buQgbead6RxJghsxgTVaHHi8jfYMWwDcBx2fQXyTd27R1dpJvojepFKHBF8mMpUo1jmg8yjoo2aS7s9cqrthJYFPtszb1ZaZjfjLjYDpbyWcvMrf8ApzVZ6AGF1TacSJWVU9pkEuPDpzSeXsr33Hi8hGSVBL77bggmUjtsLmTB2VX2HMtnem4AzMYHx6nLnKoZn1t.png

Visit My Another Activists

My Blog Twitter Facebook Youtube

PicsArt_12-14-08.58.45.png

Regard By@mrnazrul, Bangladesh
CategoryFlower, Nature, Animal.Recipe.Photography.
DeviceHandset
w3wLocation

PicsArt_12-14-08.58.45.png
3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif
PicsArt_12-14-08.58.45.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Regard

Sort:  
 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। খুব ভালো লেগেছে। কবিতার কথা গুলো অনেক সুন্দর ছিলো। খুবই ভালো ভাবে গুছিয়ে লিখেছেন কবিতাটি। অসাধারন হয়েছে।

চেষ্টা করলাম। দোয়া করবেন।

 2 years ago 

বাহ নজরুল ভাই অনেক সুন্দর হয়েছে আপনার কবিতাটি।কবিতার পাশাপাশি ফুল গুলোর অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

শুভকামনা। আপনাকেও।

 2 years ago 

ওরে বাবা এত ধুলা
বাউনুর নিয়ে গেল।
রাস্তাটি পরিস্কার হলেও
আমার গায়ে ধুলো দিল।

ভাই আপনার কবিতার এই অংশটুকু আমার কাছে অসাধারণ লেগেছে । আপনি আমাদের মাঝে চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন । কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

জি,আবার আসবেন আবার

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61098.19
ETH 2625.94
USDT 1.00
SBD 2.63