📱 কালি পূজার ভোগ ও পুরানা কিছু কথা, পর্ব # দুই || 10% Benefit of shy-fox.

পর্ব একের পর ------

IMG_20211105_125806~2-01.jpeg

পর্ব দুই

চুলার উপর বড় বড় দুটি ড্যাগ। একটিতে মাংস, আরেকটিতে খিচুড়ি দেখা যাচ্ছে। কয়েকজন ছেলে ও মেয়ে আশেপাশে দাড়িয়ে আছেন। আবার কয়েকজন চেয়ারও দখল করছেন।

আমাকে দেখেই তারা তারা বলে উঠল, এইতো নজরুল কাকা এসেছে।
তারা আমাকে নমস্কার জানিয়ে, একটা চেয়ার ফাকা করে বসতে বলল।

আমি বসলাম।
বর্তমান সেবায়েতের ছোট ছেলে, বিদ্যুৎ আমাকে আমাকে জিজ্ঞেস করল। কাকা কাল রাতে আসেন নাই কেন। বাবা আপনাকে কয় নাই।

আমি বললাম, বলছে, গতরাতে আমি একটা মোবাইল মিটিংয়ে (হ্যাংআউট) ছিলাম। সারারাত সেখানে ব্যাস্ত ছিলাম। আবার জিজ্ঞেস করল কিসের মিটিং সারারাত চলে? আমি ওকে বললাম নেটে একটা কয়েক দেশ মিলে মিটিং।

এবার কয় কাকা, বাবাকে ডাকদেন। বাবার সহ ছবি উঠান।
আমি বাড়িতে ঢুকলাম। আমাকে দেখেই ওর বাবা,
জিজ্ঞেস করল রাতে আসিস নাই কেন। আমি তাকেও মিটিং (হ্যাংআউট) এর কথা বললাম।
কুশলাদী বিনিময় হলো।
আমাকে বসতে বলল।
আমি না বললে,উভয়ে বাহিরে আসল।
সে মন্দিরের সামনে বসল।

সে মন্দিরের সামনে এসে বসল। আমিও বসলাম।
এবার পাশে থেকে, তার কাকাতো ভাই বলে উঠল।

মুলত আমদের পুর্ব পুরুষগন বসন্ত রোগ থেকে, তাদের প্রজাপাট সহ সকলকে রক্ষা করার জন্যই প্রথমে এই পুজা শুরু করেন।
তা ছিল প্রায় সাড়ে তিনশ চারশ বছর আগে। আমাদের জানা মতে সর্ব মোট এগারো বছর এপুজা মিস হলে, প্রতি বারই এ এলাকা বসন্ত মহামারিতে আক্রান্ত হয়েছিল।

এজন্য আমরা এখনো প্রতিবছর এ পুজা অর্চনা করে থাকি।

গত রাতের আমাবস্যায়, আমরা এপুজা করেছি। আজ ভোগের দিন, ছয়টি পাঠার মাংস এখানে রান্না হচ্ছে। প্রায় দেড়-দুই হাজার লোককে খাওয়ানোর চেষ্টা করা হবে।
সেবায়েতের ছেলে আবার বলল, কাকা এবার এই কথা গুলো লিখে দেন। আর বাবার ভিডিও করে দেন।

এখন বাজে প্রায় সাড়ে বারোটা। আজ শুক্রবার, আমাদের সাপ্তাহিক জু্ম্মার নামাজ হবে। একটু পরেই আজান দিবে।

আমি তাড়াহুড়ো করে কয়েকটি ছবি ও একটি ভিডিও করলাম।

চলবে

আলোকচিত্র#এক

IMG_20211105_125806~2-01.jpeg
একজন ভক্ত ভক্তি করছেন এবং এবং আরেকজন ভক্তি করে চলে যাচ্ছেন।

w3w Location
https://w3w.co/mamba.lending.markers

+++++++++++++++++++++++

আলোকচিত্র#দুই

IMG_20211105_124722~2-01.jpegবর্তমান সেবায়েত, শ্রীযুক্ত বাবু বিবেকানন্দ তালুকদার। সবকিছু অবলোকন করছেন এবং আমাকে সাক্ষাৎকার দিচ্ছেন.

w3w Location
https://w3w.co/mamba.lending.markers

+++++++++++++++++++++++

আলোকচিত্র#তিন

IMG_20211105_125748~2-01.jpegএকজন মহিলা ভক্তি দিচ্ছেন

w3w Location
https://w3w.co/mamba.lending.markers

+++++++++++++++++++++++

আলোকচিত্র#চার

IMG_20211105_125801~2-01.jpeg***কয়েকজন মহিলা ভক্তি করতে আসলেন।

w3w Location
https://w3w.co/mamba.lending.markers

+++++++++++++++++++++++

আলোকচিত্র#পাঁচ

IMG_20211105_124800~2-01.jpeg

w3w Location
https://w3w.co/mamba.lending.markers

+++++++++++++++++++++++

আলোকচিত্র#ছয়

IMG_20211105_124743~2-01.jpegভোগের রান্না চলছে

w3w Location
https://w3w.co/mamba.lending.markers

+++++++++++++++++++++++

আলোকচিত্র#সাত

IMG_20211105_124125~2-01.jpeg

w3w Location
https://w3w.co/mamba.lending.markers

+++++++++++++++++++++++

আলোকচিত্র#আট

IMG_20211105_124118~2-01.jpeg

w3w Location
https://w3w.co/mamba.lending.markers

+++++++++++++++++++++++

আলোকচিত্র#নয়

IMG_20211105_124226~2-01.jpeg

w3w Location
https://w3w.co/mamba.lending.markers

+++++++++++++++++++++++

আলোকচিত্র#দশ

IMG_20211105_124221~2-01.jpeg

w3w Location
https://w3w.co/mamba.lending.markers

+++++++++++++++++++++++

Best Regard by @mrnazrul, Bangladesh.

Device : Walton Primo-6 Max.

w3w Location
https://w3w.co/mamba.lending.markers

+++++++++++++++++++++++

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2kFULPYJ54Xb4fwnoWiqhnsVGNxUzm11EdnGCa7fkkDE1L3RcvRuixigDGPZV8mEE3dfWRPrqDE6fkyJYE.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUPSh5utmqRLJSaoLpKJXxTiduhp2bjMfCDM7wearD9tMFpT7ea1EmDiNyphAJRMxJrrumki9cFaMU.png

Regards

Sort:  
 3 years ago 

আসলেই ভেতরে রান্না হচ্ছিল অনেক সুন্দর ভাবে মুহূর্তগুলো তুলে ধরেছেন। আপনি অত্যন্ত সুন্দর লিখছেন এই বিষয়ে। অনেক অজানা কিছু ছিল সব কিছু জানতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল

আপনার জন্যও রইল অনেক অনেক শুভেচ্ছা

আপনার কথাগুলো খুব দারুন ছিলো, একটা বিষয় আমার খুব ভালো লেগেছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভাই ভাই, এই জিনিসটি আপনি খুব সুন্দর ভাবে মেসেজ করেছেন,আমি বুঝতে পেরেছি। আপনার আলকচিত্রগুলি খুব সুন্দর ছিলো। ভালোবাসা অবিরাম ভাই, আপনার জন্য শুভকামনা রইলো।

জি ভাই, আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55117.74
ETH 2310.18
USDT 1.00
SBD 2.31