📱✒️"গতিচ্যুত" 🖋️আমার আজকের লেখা কবিতা || 10% Benefit of @shy-fox.

আচ্ছালামুয়ালাইকুম
Saturday, 13 November 2021.

IMG_20211113_115125-01.jpegw3w Location

IMG_20211113_115127-01.jpegw3w Location

আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুদের আন্তরিকতা ও বন্ধুসুলভ আচরন গুলোকে স্বাগত জানিয়ে আজকের নিয়মিত ফটোগ্রাফি পর্বে, একটি কবিতা লেখা শুরু করলাম। সাথে থাকবে, একগুচ্ছ লাল সুন্দরী।

সবার ভালবাসা নিয়ে আমি প্রফুল্লতার সাথে, অনেক অনেক ভাল থাকার অনুপ্রেরণা পাই।
আশাকরি আপনারাও সবাই ভাল আছেন।

IMG_20211113_115150-01.jpegw3w Location

IMG_20211113_115109-01.jpegw3w Location

বন্ধুরা

আমার আজকের লেখা কবিতা-----

গতিচ্যুত

    এজেএম নজরুল ইসলাম 

জীবনের গতি চলমান।
চিরসত্য, এই কথাটি অহরহ কোন বক্তব্যে যেমন তুলে আনা যায়না।
তেমনি এর এর অসিম গতি-বিধিও, স্বসিমে বাধা থাকতে চায়না।

রঙ মাখা সঙের মত, প্রতিনিয়ত গতিময়তা বজায় রাখি।
গতিপথ যাই হোক না কেন, গন্তব্য মনে হয় একটি।
তাহোক সুদুর কিংবা অদুর।

দিগন্তের এপার থেকে, ওপারের ভালোর কাব্য গাঁথুনি, আবার ওপার থেকে, ওপার চলে নিরবচ্ছিন্ন চাহুনি।

আকাবাকা পথ গুলো, বন্ধুর বলে জানান দিতে চায়না।
তবুও এগিয়ে যেতে হয় , হতে চায়না কেউ পিছুপা।

আকাশ সম হৃদয়টা, গ্রহ নক্ষত্র আর ধুমকেতুকে লালন করে।
তারপরও খুজে ফিরে, আরও কয়েকটি মহাবিশ্বকে। তা হয়ত হতে পারে সাতাধিক।

এত কিছুর পরও, সামান্য সর্দি নামের দমকা হাওয়ায় আতংকিত হয়।
ভাবনার শিহরনে ডুবে ভেবে উঠে, এই বুঝি উড়ে নিয়ে যায়।

বিরতিহীন চলার পথে, ভোক-তিয়াস নামের শত্রুদের সাথে,
মোকাবিলা করতে করতে দেখা মিলে সুর্যের।

পাগলা ঘোড়ার মত ডাবড়াতে দাবড়াতে ঠেলে দেয় দুপুরের কাছে।
আবার ধমকাতে ধমকাতে নিয়ে যায় নিলিমা বুড়ীর কাছে।

বুড়ী নিলিমা আঁচল পেতে ঘুমাতে দেয, সাথে আলগে রাখে যতনে।
হিংসে নামের কিটটাকে থাপ্পড় মেরে কাছে ডেকে আনে।

ভালা ভুলা মনটা আমার শিক্ষা নিলনা তবু,
হয়তোবা, শেষ শিক্ষাটা পেয়ে যাবো কভু।

শেষ

IMG_20211113_115039-01.jpegw3w Location

IMG_20211113_115144-01.jpegw3w Location

IMG_20211113_115141-01.jpegw3w Location

IMG_20211113_115115-01.jpegw3w Location

IMG_20211113_115117-01.jpegw3w Location

IMG_20211113_115023-01.jpegw3w Location

ছবির ফুলগুলো আজ দুপুরে মোবাইলে ধারন করেছিলাম। আপনাদের ভাল লাগতে পারে তাই কবিতার সাথে এগুলোকে, শুভেচ্ছা হিসেবে পাঠিয়ে দিলাম

সাথে থাকুন, যেকোন মন্তব্য ছুড়ে দিন।

Best Regard By @mrnazrul, Bangladesh.

Device : Walton Primo-6 Max.

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2kFULPYJ54Xb4fwnoWiqhnsVGNxUzm11EdnGCa7fkkDE1L3RcvRuixigDGPZV8mEE3dfWRPrqDE6fkyJYE.png

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUPSh5utmqRLJSaoLpKJXxTiduhp2bjMfCDM7wearD9tMFpT7ea1EmDiNyphAJRMxJrrumki9cFaMU.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

Regards

Sort:  
 3 years ago 

গতিচ্যুত এমন একটা জিনিস যা সফলতার দার প্রান্তে গিয়ে বাধা দেয়। সময় এবং স্রোত এর মতো মানুষ আগাতে চাইলেও পারে না শুধু মাত্র এই গতিচ্যুত হওয়ার কারণে

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন।আপনার জন্য শুভ কামনা।

আপনার অনেক কিছুতে, আমি বিশ্মিত হই। আসলে আপনি বন্ধু ভাবাপন্ন ব্যক্তিত্ব।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49