📱আমার মহল্লায় দুর্গা পুজা মন্ডপ ও সময়সূচি। (৯টি ছবি)। 10% Benefit of shy-fox.

PicsArt_09-30-04.21.07.jpg

সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত ফটোগ্রাফি পোস্ট উপাস্থাপন করছি। এটি একটি সনাতন ধর্মীয় ফটোগ্রাফি পোস্ট।

"রাতে শীত দিনে গরম,
মানব দেহ করবে নরম"

"গরমে গরম ভাল, আর শীতে ভাল শীত,
দুইয়ে মিলে এক হলে হয় বিপরিত"

একেতো করোনা ভাইরাসের উপর্যুপরি আগমন ও আক্রমণ।
যা মানুষের জীবনের অস্থিরতা ও হতাশা দিন দিন বাড়াতেই আছে।

তার উপর সিজন পরিবর্তন।

সব মিলে, সব কিছু একাকার হয়ে, সময়টাকে ভালভাবে পার হতে দিচ্ছে না।

এসময় নিজের, পরিবারের ও পোষা পশুপাখির যত্ন নিতে হবে।

এই শরৎকালেই এসে পড়ে বাংলাদেশ ও ভারতের সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে,তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব "দুর্গা পুজা"।
যা তাদের মহোৎসব।

আপনার শরীর ও স্বাস্থ্যের উপর নির্ভর করবে, এই উৎসব পালন ও উপভোগ করা। তাই স্ব স্ব ধর্মে স্রষ্টাকে শ্মরন করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করুন।

আর কয়েকদিন পর বাংলাদেশ ও ভারতে দুর্গাপূজা অনুষ্ঠিত হব।
এ উপলক্ষে প্রতিমা তৈরির কারিগরেরা মন্দিরে ও মন্ডপে দুর্গামূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছে।

আরোও বেশ কয়েকদিন আগে থেকেই তারা একাজে ব্যাস্ত হয়ে উঠেছিল। কোন কোন স্থানে মুর্তি গড়নের কাজ প্রায় শেষের দিকে।
এখন শুধু চলছে রিভাইস ও শুকানোর কাজ। এর পরই নিয়ম মেনে মুর্তি গুলোকে বেদিতে বসানো হবে। এবং পঞ্চমীর আগেই তাদের কে দেবি রুপে রাঙিয়ে তোলা হবে

পঞ্চমী থেকে, আনন্দে মুখর হয়ে উঠবে হিন্দু পল্লী ও মন্ডপ গুলো। বাজতে শুরু করবে বিশাল বিশাল ঢাক, ঢোল ও খোল।

এদিন থেকে তারা পুজার পোশাক ও সবাই নতুন পোশাক পরতে শুরু করবে।

বাংলাদেশে ২০২১ সালের দুর্গাপূজা বা শারদীয় দুর্গা উৎসব শুরু হবে, ১১ই অক্টোবর ষষ্ঠীতে, মহালয়া উৎযাপন এর মা
মধ্য দিয়ে।

সপ্তমী ১২ অক্টোবর।
অষ্টমী ১৩ অক্টোবর।
নবমী ১৪ অক্টোবর।

সবশেষে ১৫ অক্টোবর, এবারের মত দশমীতে শেষ অঞ্জলি প্রদান ও বিসর্জনের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।

ছবি গুলো গতকাল দুপুরে আমার মহল্লার মন্ডপ থেকে তুলে ছিলাম। মন্দির ও মন্ডপটি অবস্থান মংলু বৈরাগীর খুলি। এটি স্থায়ী একটি মন্দির।
এবার এ গ্রামে ৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আজকের লেখা এখানেই -
আরও জানতে সাথেই থাকুন।

IMG_20210928_133717~3.jpg

IMG_20210928_133720~2.jpg

IMG_20210928_133742~2.jpg

IMG_20210928_133734~2.jpg

IMG_20210928_133733~2.jpg

IMG_20210928_133715~2.jpg

IMG_20210928_133704~2.jpg

Best Regard By @mrnazrul, Bangladesh.

Device : Walton Primo-6 Max

w3w Location

https://w3w.co/ringed.harvested.psyche

Sort:  
 3 years ago 

ভালো লিখুনি সাথে ভাল আলোকচিত্র সব মিলিয়ে দারুন।

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59200.90
ETH 2601.74
USDT 1.00
SBD 2.41