📱মানষিকতা নাকি নির্বুদ্ধিতা। 10% Benefit of shy-fox.

হৈমন্তী বৃষ্টির শুভেচ্ছা।

আমি ভাল থেকে আজকের নিয়মিত ফটোগ্রাফি ব্লগ দেরিতে লেখতে বসলাম।
আপনারা অবশ্যই, আজকের নিয়মিত পর্ব পোষ্ট করে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ডিসকর্ডে আলোচনায় মেতে উঠেছেন ।

সকালটা কেমন ছিল। বর্ননার মধ্যে আনতে পারছিনা। মানষিকতা ছিল হালচাষ করার মত।
সকাল ছয়টা। আজকের সকালটা একেবারে ব্যাতিক্রম।
বাড়ীর সবার ঘুম কমপক্ষে ১১টার আগে ভাঙ্গেনা। আজ ৬টার মধ্যে সবাই ঘুম থেকে উঠে পড়েছে।

আমাকে প্রথমে ছোট মেয়েটা(৪+) ডাকতে শুরু করল। একটু পরে উঠব বলে ওকেও আবার ঘুমাতে বললাম। ও থেমে গেল।
আমি জড়সড় হয়ে আবার ঘুমানোর চেষ্টা করছি। এবার বড় মেয়েটা( ১২+) ডাকতে শুরু করল।
বলছে, খাবার রেডি। নিজে ভাত রান্না করেছে। আমি বললাম। পাঁচটায় ঘুমিয়ে ছয়টায় উঠা যায়।

আমার উঠার চেষ্টা বার-বার ব্যার্থ হচ্ছে। ভোর পাঁচটায় হাত থেকে মোবাইলটা চার্জে লাগিয়ে, চোখের চশমাটা খুলে রেখে,চোখ বন্ধ করেছি ।

তন্দ্রা খেয়াল করছি।
নিদ্রা পথে ছিল,এখনো আমার কাছে এসে পৌঁছাতে পারেনি। এখন মোবাইলটা হাতে নিয়ে দেখি, ৬ টা ৪৩ মিনিট।

এবার মেয়ের মা গলাটা বড় বড় করে বলে। আমি কানে কম শুনছি। মেয়েদের ডাক আমার কানে পড়ছেনা।

উত্তর দিতে ব্যার্থ হলাম। এবার বুঝলাম আর হবেনা।
বড় একটা হাই ছেড়ে, উঠে বসলাম।
প্রশ্ন করলাম উঠে কি করব। বড় গলায় উত্তর এলো গরম ভাত খেয়ে আবার ঘুমাও।
কি তরকারি জিজ্ঞেস করতেই কানে ভেসে এলো, ডাল আর কল্লে ভাজি। মনে মনে আলহামদুলিল্লাহ বলে, ঘরের বাহির হলাম। বৃষ্টি হচ্ছে। জোরও মোটামুটি ভাল।

এবার আমার খাওয়া-দাওয়া শেষ।
আবার বিছানায় গিয়ে, শুয়ে মোবাইলটা চালার চেষ্টা করছি। চোখের উপর কাঠের চশমা, বার বার লেগে আসছে। কাচের চশমা খুললাম। সাড়ে আটটা বাজে।
এবার চেতন হয়ে দেখি, বিকেল প্রায় তিনটে। বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে।
ওরাও সবাই দরজা জানালা বন্ধ করে ঘুমিয়েছে।
ভাবলাম, বৃষ্টি পরিবেশের ছবি তুলব। বাড়ির ভিতর ছবি ভাল উঠছেনা।

ছাতা মাথায় দিয়ে গেট পেরুলাম। বৃষ্টির কারনে রাস্তাঘাট একেবারে ফাকা।মাঝে মধ্যে দুএকজন লোক চলাফেরা করেছে। নিরব পরিবেশ। হালকা হালকা ঠান্ডার আমেজ। কয়েকটি ছবি তুললাম। বাড়িতে প্রবেশ করলাম। আর কোন কাজ নাকরেই রাত আটটা বেজে গেল তাও বুঝলামনা।

এছাড়া আর কোন কাজ করা হয় নাই।
নির্বুদ্ধিতার কারনে এখন রাতটা। তার মধ্যে কয়েকটি ছবি এখন ভাগ করছি।
দেখুন, মন্তব্য ছুড়ে দিন।

<÷====আলোকচিত্র#০১====÷>

PicsArt_10-20-08.07.46.jpg

<<÷=====w3w Location======÷>>

<<÷==================÷>>

<÷====আলোকচিত্র#০২====÷>

PicsArt_10-20-08.05.13.jpg

<<÷=====w3w Location======÷>>

<<÷==================÷>>

<÷====আলোকচিত্র#০৩====÷>

IMG_20211020_164751.jpg

<<÷=====w3w Location======÷>>

<<÷==================÷>>

<÷====আলোকচিত্র#০৪====÷>

PicsArt_10-20-09.00.20.jpg

<<÷=====w3w Location======÷>>

<<÷==================÷>>

<÷====আলোকচিত্র#০৫====÷>

PicsArt_10-20-08.57.00.jpg

<<÷=====w3w Location======÷>>

<<÷==================÷>>

<÷====আলোকচিত্র#০৬====÷>

PicsArt_10-20-08.55.12.jpg

<<÷=====w3w Location======÷>>

<<÷==================÷>>

<÷====আলোকচিত্র#০৭====÷>

PicsArt_10-20-08.53.40.jpg

<<÷=====w3w Location======÷>>

<<÷==================÷>>

<÷====আলোকচিত্র#০৮====÷>

PicsArt_10-20-08.51.00.jpg

<<÷=====w3w Location======÷>>

<<÷==================÷>>

<÷====আলোকচিত্র#০৯====÷>

PicsArt_10-20-08.49.01.jpg
<<÷=====w3w Location======÷>>

<<÷==================÷>>

<÷====আলোকচিত্র#১০====÷>

PicsArt_10-20-08.47.45.jpg

<<÷=====w3w Location======÷>>

Best Regard By @mrnazrul, Bangladesh

Device : Walton Primo-6 Max

w3w Location
https://w3w.co/swooshing.spoke.cassette

image.png

image.png

image.png

Regards

Sort:  
 3 years ago 

আপনার পরিবারের সঙ্গে কথোপকথন গুলো পড়ে মজা পেয়েছি। বৃষ্টি কালীন মুহূর্তের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল।

 3 years ago 

আপনার লেখা পড়ার সময় মনে হয় কোন গল্প পড়ছি যেন অথবা কোনো বড় লেখক এর লেখা গল্প পড়ছি।
আপনি খুবই ভালো লিখতে পারেন। এটা আমি কয়েকদিন ধরে পড়ে তারপরে বলছি কিন্তু।

আপনাকে সবসময় স্বাগতম জানার ইচ্ছেটা আমার অদম্য থেকে যায়।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা সত্যি কোন তুলনা হয় না আপনার লিখার। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই দাদা এই সময়ে আপনি এত পরিশ্রম করে। ছবি গুলাও অসাধারন হয়েছে।

আপনাকে সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি

 3 years ago 

বাহ এত তারাতারি রিপ্লেও দিয়ে দিলেন ভালোবাসা দাদা।

 3 years ago 

আপনার লেখার মান অনেক ভালো।ছবিগুলোও সুন্দর হয়েছে। সব মিলে অসাধারণ পোস্ট ছিল। শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। সে জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ

 3 years ago 

আপনার সকাল বেলার লেখাটি পড়ে বেশ ভালো লাগলো ।ছোট এর মধ্যে ভালো ছিল।তাছাড়া ছবিগুলো খুব সুন্দর।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকেও

 3 years ago 

আপনারা অবশ্যই, আজকের নিয়মিত পর্ব পোষ্ট করে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ডিসকর্ডে আলোচনায় মেতে উঠেছেন।

আপনার বর্ননার ভংিটা আর লিখার কথাগুলো ভাল লাগে। বৃষ্টির দিনের ছবি এমনিতেই অনেক সুন্দর। আপনারগুলো অনেক ভাল হয়েছে। ধন্যবাদ।

রাত জাগ্লে শরীর খারাপ করবে। এটা পরিহার করার চেষ্টা করুন।

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 60521.50
ETH 3005.55
USDT 1.00
SBD 3.85