নিষ্ঠুর অপেক্ষা। আমার স্বরচিত কবিতা ।

Thursday,12 May 2022

নিষ্ঠুর অপেক্ষা। আমার স্বরচিত কবিতা ।

আলোকচিত্র ধারন @mrnazrul

আসসালামুয়ালাইকুম
আমি @mrnazrul বাংলাদেশ থেকে আসা করি সবাই ভালো আছেন ।
আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি ।

বন্ধুরা

আজ আপনাদের জন্যে আমার উপহার একটি স্বরচিত কবিতা।
আমি কবি ও লেখক কোনটাই নই। তবে কিছু কিছু লেখা আমি ছন্দে ছন্দে লিখতে পারি। ভালো হোক ,মন্দ হোক ,ভাব থাক ,আর ভাব না থাক ,সবমিলিয়ে আমি কিছু পংক্তির সৃষ্টি করতে পারি।

এসব বিষয়ে নিজেকে উদ্বুদ্ধ করে আমি মাঝেমাঝে আপনাদের জন্য কবিতা ও লেখা শেয়ার করতে থাকি। আপনাদের মন্তব্যের ভাষ্য মতে এটি কারো কারো ভালো লাগে ,আবার কারো কারো ভালো লাগে না। তার পরেও আমি নিজেকে একাজের চেষ্টায় ব্যস্ত রাখি।

আজকে আপনাদের উপহার হিসেবে আমি একটি অনু-কবিতা, যা সাধারণ ছন্দে লিখে আপনাদের সামনে প্রকাশ করার জন্য নিয়ে এসেছি। আর আজকের কবিতার নাম "নিষ্ঠুর অপেক্ষা"
তাহলে পড়ে দেখুন , আজকের লেখা আমার অনু কবিতাটি।

নিষ্ঠুর অপেক্ষা। আমার স্বরচিত কবিতা ।

এ জে এম নজরুল ইসলাম

অনেক বেলা চলে গিয়েছে
হয়ত একটু দেরিতে হবে দেখা,
একটু পরেই নামবে সন্ধ্যা
জায়গাটাও হতে চলেছে ফাকা।

20220508_175959.heic

আশেপাশে যারাও রয়েছে use
তারা হাটছে বাড়ি পানে,
পাখিদের কলতান ভেসেও
আসতে শুরু করেছে কানে।

20220508_180038.heic

সূর্যটা এখন ছুটছে দিগন্ত পানে
পেয়ে যাবে কিছুক্ষণ পর,
আস্তে আস্তে মোটা হচ্ছে
প্রেমিকার গলার স্বর।

20220508_180033.heic

আর কত দেরি, আদৌ আসবে কিনা?
প্রেমিকা এখন ভাবে মনে মন,
সন্ধ্যা তো এখনই নামবে
আমি করিব কি এখন।

20220508_180122.heic

সূর্যটা এখন দিগন্তের কাছে
ঘুম পেয়েছে বেশি তার
প্রেমিকা এখন যাবে চলে
সূর্যটা ডুবেছে, নেমেছে আধার

শেষ

20220508_180001.heic

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

20220508_180121.heic

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

20220508_180116.heic

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

20220508_180114.heic

বন্ধুরা

এই ছিল আমার আজকের"নিষ্ঠুর অপেক্ষা" স্বরচিত কবিতা । আশাকরি আপনাদের ভাল লেগেছে।
থাকুন।


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

Visit My Another Activists

My Blog Twitter Facebook Youtube

PicsArt_12-14-08.58.45.png

Regard By@mrnazrul, Bangladesh
CategoryFlower, Nature, Animal.Recipe.Photography,Digital art.
DeviceSamsung F11
w3wLocation
Benefitiary10% Benefit for shy-fox.

PicsArt_12-14-08.58.45.png
3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif
PicsArt_12-14-08.58.45.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Regard

Sort:  
 2 years ago 

খুবই চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনার কন্ঠে কবিতা শুনতে অনেক বেশি ভালো লাগে আমার। আপনি খুবই চমৎকার ভাবে দরদ নিয়ে কবিতা বলে থাকেন। আপনার আজকের এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ

কবিতা লেখার ঢং আমার হাতে তেমন একটা আসেনা। তার পরেও আপনারা তো জানেন আমি না ছাড়া পাত্র নই। ভালো হোক আর মন্দ হোক আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা টা আমার অব্যাহত থাকবে শুধুই দোয়া করি যাবেন।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কিছু কিছু কমেন্টও আমি দেখি খুব সুন্দর মিলিয়ে এরপর কমেন্ট করেন খুব ভালো লাগে। আজকের কবিতাটি অনেক ভালো লেগেছে অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

শুভকামনা আপনাদের জন্যেও যে আপনাদের মত গুনি গুনি মানুষের সাথে আজও থাকতে পারছি।

 2 years ago 

আপনার কবিতাগুলো বেশ ভালো লাগে। এমনকি কবিতার সাথে সাথে খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। আবার যখন আপনার নিজের লেখা কবিতাগুলো হ্যাংআউটে আবৃত্তি করেন শুনতেও ভালো লাগে। আজকের কবিতাটাও ভীষণ ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

কবিতার সাথে প্রকৃতির ফটোগ্রাফি গুলো
উপস্থাপন করার চেষ্টা করলাম। দোয়া করবেন যেন আরও ভালোভাবে করতে পারি।

 2 years ago 

সূর্যটা এখন দিগন্তের কাছে
ঘুম পেয়েছে বেশি তার
প্রেমিকা এখন যাবে চলে
সূর্যটা ডুবেছে, নেমেছে আধার

ভাই আপনি অনেক নান্দনিক মানুষ আমাদের মাঝে এই কবিতাটি অনেক ইউনিক ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন‌। কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে আশা করি ভবিষ্যতে এমন কবিতা আমাদের মাঝে আরও শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে।

সবার সাথে লেখা যখন শুরু করেছি, তখন তো আর সহজে বন্ধ করা যাবে না ।তাই লেখা চালিয়ে যাচ্ছি। শুভকামনা।

 2 years ago 

আপনার কবিতা আমি যত পড়ি ততই মুগ্ধ হতে থাকে বারবার এর আগেও ঠিক এভাবেই মুগ্ধ হয়েছি আবারো হলাম। আশাকরি পুনরায় এভাবে আমাদের মাঝে কবিতা লিখে দিবেন।

আপনাদের দোয়ায় যেন এগিয়ে যেতে পারি।
সে চেষ্টা আমার বারবার রয়েছে। অনুপ্রেণনায় শুভকামনা ঢেলে দিলাম।

 2 years ago 

সূর্যটা এখন ছুটছে দিগন্ত পানে
পেয়ে যাবে কিছুক্ষণ পর,
আস্তে আস্তে মোটা হচ্ছে
প্রেমিকার গলার স্বর।

অনেক ভাল ভাল লাইন লিখেন আপনি ভাই। তবে এখানে প্রেমিকার গলার স্বর মোটা হচ্ছে বলে কি ভাবার্থ বুঝাতে চেয়াছেন তা আমি পুরোপুরি বুঝতে পারিনি। যদি একটু বলতেন ভাল লাগতো ভাই।

প্রেমিকের অনুপস্থিতি আর আসন্ন সন্ধ্যা সব মিলে প্রেমিকার মনে অনেক অনেক ভয় কাজ করছে।
এই ভয়কেই বুঝানো হয়েছ । আবার আসবেন।

 2 years ago 

সুন্দর। ধন্যবাদ ভাই

 2 years ago 

এমন লেখায় মন্তব্য করা কঠিন । তবে খালি বলবো যথার্থ লিখেছেন ভাই । শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60023.73
ETH 3191.15
USDT 1.00
SBD 2.45