শুভ রথযাত্রা,২০২২ খ্রিষ্টাব্দ ।

রথযাত্রা।১লা জুলাই ২০২২, উল্টো রথযাত্রা ৯ই জুলাই ২০২২।

🇧🇩

শুভ রথযাত্রা,২০২২ খ্রিষ্টাব্দ ।

আমি @mrnazrul আপনাদের বাংলাদেশী বন্ধু ।

হে আমার বাংলা ব্লগবাসি বন্ধুরা,
জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে জানাই-

রথযাত্রার শুভেচ্ছা।

বন্ধুরা

সবাই কেমন আছেন ,আশা করি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ শরীরে থেকে এই বর্ষাকালে ভালো থাকার চেষ্টা করছেন ।
আলহামদুলিল্লাহ ,আমিও আপনাদের দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে সার্বিক সুস্থ থেকে আপনাদের জন্য একটি ব্যতিক্রমধর্মী লেখা নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করছি।

আশা করি ভিন্ন স্বাদের এই লেখাটি লিখে আপনাদের সাথে কিছুক্ষণ থেকে উপভোগ করতে পারব।

আমি সব সময় বলি ভিন্নতা আমার লেখার একটি বিশেষ অংশ যে অংশে আমি যেকোনো ভাবেই ভিন্নতা আনার চেষ্টা করি এবং সেভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি।

আজকের লেখাটি আমার জন্য অতি ভিন্নধর্মী এবং অন্য একটি ধর্ম সম্পর্কে ধর্মের আচার-উপসংহার হিসেবে লেখার চেষ্টা করব।

শুভ রথযাত্রা,২০২২ খ্রিষ্টাব্দ ।

🇧🇩
Picsart_22-07-01_16-33-12-643.png

Images Created By @mrnazrul

বিশ্ব হিন্দু ধর্মাবলিদের জন্য রথযাত্রা একটি বিশেষ ধর্মীয় উৎসব।
ভগবান শ্রীকৃষ্ণ প্রেমী ও ভক্তরা , শ্রীকৃষ্ণের প্রত্যাবর্তনের বা পুনরায় ফিরে আসার দিনটিকে স্মরণ রাখার জন্য বিশেষভাবে এই দিনটিকে পালন করে থাকেন।

ভগবান শ্রীকৃষ্ণ দীর্ঘ বিরতির পর তৎকাল থেকে যখন বৃন্দাবনে ফিরে আসেন বা আবির্ভাব হন ,তখন সেদিন থেকেই এ দিনটি হিন্দু ধর্মে রথযাত্রার নামে বিশেষ অনুষ্ঠানে পরিণত হয় যা প্রতি বৎসর একই তিথিতে পালিত হয়ে থাকে।

রথযাত্রার তিথি সাধারণত দু ভাবে পালন করা হয় একটি রথযাত্রা কয়েক আর কয়েক দিন পর আবার উল্টো রথযাত্রা পালিত হইয়া থাকে।

এই রথযাত্রা উৎসবে কৃষ্ণপ্রেমী সকল বয়সের ভক্তবৃন্দ , নারী পুরুষ তাদের রসনা ও কামনা পূরণের জন্য ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা রত অবস্থায় সমবেত হন।

Picsart_22-07-01_16-33-57-237.png

Images Created By @mrnazrul

ভারতীয় পঞ্জিকার তিথি বিবেচনায় ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যাবর্তনের দিনটি আজ ১৬ আষাঢ় বা ১৪২৯ বঙ্গাব্দ ইংরেজি পহেলা জুলাই ২০২২ অর্থাৎ আজ শুক্রবার দিনটি বিশেষভাবে ভারত ও বাংলাদেশে পালিত হচ্ছে।

সে মোতাবেক উল্টো রথযাত্রা বিশেষভাবে পালিত হবে কয়েকদিন পর এ বছরের ৯ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ এবং ২৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ রোজ শনিবার ।

বিশ্ব হিন্দু ধর্মাবলীদের মধ্যে এ দিনটির তাৎপর্য অনেক।

হিন্দু ধর্মের বিশ্বাস মতে রথযাত্রার সাথে জড়িয়ে আছে তাদের "অনেক পুরানো ও পুরাণের কথা"।

মনে করা হয় ,আষাঢ় মাসের শুল্কপক্ষের দ্বিতীয়া তিথিতে স্নানযাত্রার পর রথে চড়ে নিভৃত বাস থেকে বেরিয়ে আসেন স্বয়ং জগন্নাথ ।এদিন তিনি দাদা(বড় ভাই) বলরাম ও বোন সুভদ্রা কে নিয়ে মাসির বাড়ি চলে যান।

Picsart_22-07-01_16-35-28-830.png

আর কেউ কেউ মনে করেন দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের এই প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণ করতে এই রথযাত্রার আয়োজন করা হয়।

এইসব কাহিনী অবলম্বন করেই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের সাড়ম্বরে রথযাত্রার আয়োজন করা হয় ।এই যাত্রাটিকেই সহজ ভাবে রথযাত্রা বলা হয়। এর সাত দিন পর মন্দির থেকে ফেরার দিনটিকে উল্টো রথযাত্রা বলে উল্লেখ করা হয়ে থাকে।

হিন্দু ধর্মাবলী জগন্নাথ ভক্তগণ রথযাত্রার পূর্ণা নিষ্ঠার সাথে পালন করে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন।

এ উপলক্ষে মন্দিরে মন্দিরে কিংবা বাড়িতে বাড়িতে রথযাত্রার উৎসব পালন করতে দেখা যায়। এছাড়াও গ্রামাঞ্চলে পাড়ায় মহল্লায় মন্ডপে হাটে বাজারে যাত্রাপালা ও বিভিন্ন নাটক গান বাজনার উৎসব করতে দেখা যায়।

এছাড়াও ভক্তরা সারা বছরই জগন্নাথ মন্দিরে, যখন খুশি মনোবাসনা পূরণের অপেক্ষায় জগন্নাথ তীর্থ ও মন্দির বা দর্শন এর চেষ্টা করে থাকেন।

Picsart_22-07-01_16-34-49-379.png

Images Created By @mrnazrul

বন্ধুরা

এই ছিল আমার আজকের 2022 সালের রথযাত্রা নিয়ে আজকের দিনের কিছু কথা ।

আরো কিছু জানতে সাথেই থাকুন

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXc6bCmgJbQNUch3ntfWyxxzQnLRTyExcFLC6n3i9TXvoAh9VXe2xkakXoqNsUwHUZckGosaii.png

Visit My Another Activists

Blog

Twitter

Facebook

Youtube

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXc6bCmgJbQNUch3ntfWyxxzQnLRTyExcFLC6n3i9TXvoAh9VXe2xkakXoqNsUwHUZckGosaii.png

Regard By@mrnazrul, Bangladesh
CategoryFlower, Nature. Realegius.
DeviceSamsung F22
Beneficiary10% benefit of shy-fox.

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXc6bCmgJbQNUch3ntfWyxxzQnLRTyExcFLC6n3i9TXvoAh9VXe2xkakXoqNsUwHUZckGosaii.png

77U2.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXc6bCmgJbQNUch3ntfWyxxzQnLRTyExcFLC6n3i9TXvoAh9VXe2xkakXoqNsUwHUZckGosaii.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Regard

Sort:  
 2 years ago 

বড় ভাই, রথযাত্রা নিয়ে খুব সুন্দর বর্ণনা করেছেন আর তা পড়ে রথযাত্রা সম্পর্কে বেশ ধারণা পেলাম।রথযাত্রার তিথি সাধারণত দু ভাবে পালন করা হয় এই কথাটি জানা ছিল না আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। শুভ রথযাত্রা উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ

আপনার জানার আগ্রহকে সব সময় স্বাগত জানাচ্ছি।

 2 years ago 

রথযাত্রার উপর দারুন লিখেছেন। আমিও একটি পোষ্ট করলাম। যদিও এতটা বিস্তারিত লিখিনি। আমাদের এখানে রথযাত্রা হয় বিধায় তার আলোকে লিখেছি। তথ্যবহুল পোষ্ট । ভাল থাকবেন।

কেন যেন ইদানিং আপনার সাথে সবকিছুতে আমার মিল পরিলক্ষিত হয়েছে। জানিনা মহান আল্লাহ হৃদয়ের মাঝে কি যন্ত্র সেট করে দিয়েছেন। আপনার লেখনীর উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64400.33
ETH 3140.71
USDT 1.00
SBD 3.93