📱সুন্দরী ধুতুরা ফুল। 10% Benefit of shy-fox

IMG_20210517_121932~2.jpg

আচ্ছালামুয়ালাইকুম

Saturday, 30 October 2021.

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুদের ছালাম ছালাম জানিয়ে, আজকের নিয়মিত ফটোগ্রাফি পর্ব উপস্থাপন করছি।

আলহামদুলিল্লাহ আমি ভাল আছি।
আশাকরি আপনারাও, মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সুস্থ ভাবে জীবনযাপন করছেন।

আজ আমার ফটোগ্রাফি পর্বে তুলে এনেছি, সবার পরিচিত এক ধরনের বুনোফুলের ছবি। যাহা আমাদের এলাকায়---

💮ধুতুরা ফুল🌼

হিসেবে এক নামে চিনে।
এর বিকল্প নাম আজ পর্যন্ত আমি কোথাও শুনি নাই বা আমাকে কেউ চিনে দেওয়ার চেষ্টা করে নাই।

কোথাও এর আঞ্চলিক নাম আছে কিনা তাহাও আমার জানা নাই। বাংলায় হয়ত এর অন্য নামও থাকতে পারে।

সব কিছুর আঞ্চলিক নাম থাকলেও, এর যে থাকবেনা? এটা কি করে হয়? তবে ধুতুরাকে সবাই ধুতরা নামে সহজ করে ডাকে। এটাই হয়ত এর সর্বজন বিদিত আঞ্চলিক নাম হতে পারে।

ইংরেজি নাম -Dutura Metel বৈজ্ঞানিক নাম Solanaceae।

বিষাক্ত এই বুনো উদ্ভিদটির সম্পুর্ন অংশই বিষাক্ত বলে জানা যায়। বিষাক্ত উদ্ভিদ তত্ত্ববিদদের গবেষণায় উঠে এসেছে, এতে রয়েছে Tropane Alkaloids নামক একধরনের উচ্চ মাত্রার বিষ।

এর বিষক্রিয়ায় মানুষ ও পশুপাখি সহ যে কোন প্রানির মৃত্যুর কারন হতে পারে।

চিনা চিকিৎসা শাস্ত্র মতে, এগাছের উপকারিতার কথাও জানা যায়।

রাস্তার ধারে ও পতিত জায়গায় বুনো হিসেবে জন্মানো এগাছটি ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র মতে বহু ভেষজ গুনে গুণান্বিত।

ভারতীয় ও বাংলাদেশের কবিরাজ ও হেকিম গন, ধুতুরার ফল,ফুল,পাতা শ্বাসকষ্টের এবং এর রস বিষ ব্যাথার চিকিৎসায় ব্যবহার করে থাকে।
এছাড়াও বিশেষ উপায়ে সেবন ও ব্যবহারে টাক সমস্যার সমাধান হতে পারে।

মনে রাখবেন সকল ক্ষেত্রেই একজন অভিজ্ঞ কবিরাজ ও হেকিমের পরামর্শ ছাড়া এর কোন অংশই খাওয়া বা গলাধঃকরণ করা যাবেনা।

আজ এখানেই।
সাথেই থাকুন।

××××এক××××

IMG_20210517_121932~2.jpg

w3w Location https://w3w.co/novels.recaptures.laziness

××××××××××××××××××××

××××দুই××××

IMG_20210517_122016~2.jpg

w3w Location https://w3w.co/novels.recaptures.laziness

××××××××××××××××××××

××××তিন××××

IMG_20210517_122019~2.jpg

w3w Location https://w3w.co/novels.recaptures.laziness

××××××××××××××××××××

××××চার××××

IMG_20210517_121945~2.jpg

w3w Location https://w3w.co/novels.recaptures.laziness

××××××××××××××××××××

××××পাঁচ××××

IMG_20210517_122011~2.jpg

w3w Location https://w3w.co/novels.recaptures.laziness

××××××××××××××××××××

××××ছয়××××

IMG_20210517_122014~2.jpg

w3w Location https://w3w.co/novels.recaptures.laziness

××××××××××××××××××××

××××সাত××××

IMG_20210517_122002~2.jpg

w3w Location https://w3w.co/novels.recaptures.laziness

××××××××××××××××××××

××××আট××××

IMG_20210517_122007~2.jpg

w3w Location https://w3w.co/novels.recaptures.laziness

××××××××××××××××××××

××××নয়××××

IMG_20210517_121910~2.jpg

w3w Location https://w3w.co/novels.recaptures.laziness

××××××××××××××××××××

××××দশ××××

IMG_20210517_121941_1~2.jpg

w3w Location https://w3w.co/novels.recaptures.laziness

××××××××××××××××××××

×××××××××

Best Regard By @mrnazrul, Bangladesh

Device : Walton Primo-6 Max

w3w Location https://w3w.co/novels.recaptures.laziness

××××××××××××××××××××

×××××××××

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2kFULPYJ54Xb4fwnoWiqhnsVGNxUzm11EdnGCa7fkkDE1L3RcvRuixigDGPZV8mEE3dfWRPrqDE6fkyJYE.png

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUPSh5utmqRLJSaoLpKJXxTiduhp2bjMfCDM7wearD9tMFpT7ea1EmDiNyphAJRMxJrrumki9cFaMU.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

××××××××××××××××××××

×××××××××

Regards

Sort:  
 3 years ago 

ধুতরা ফল আমাদের এলাকায় বেশ পরিচিত। ফুলটা ধবধবে সাদা হওয়ায় খুব সহজেই সবার মন কেড়ে নেয়। এটি দেখতে ধবধবে সাদা হলেও এটি সাদামাটা স্বভাবের নয়। ধুতরা ফুল সম্পর্কে ধারণা দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধুতরা ফুল খুব সুন্দর লাগে দেখতে।আপনার ফটোগ্রাফি খুব সুন্দর ছিল।আর অনেক অজানা তথ্য গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

আমার ব্লগে আপনার আগমনের শুভকামনায়.....

 3 years ago 

ধুতুরা ফুল অনেক দিন পর দেখলাম।ফুলটির সুন্দর ফটোগ্রাফি করেছেন। এতো সুন্দর ফুল শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

তথ্যবহুল একটা পোষ্ট, জানতে পারলাম এই ফুল সম্পর্কে। আগে কখনো ধুতরা ফুল দেখিনি আমি, এই প্রথম দেখলাম। এইটা বিষাক্ত এবং ঔষধী গাছ এইটাও জানতাম না। শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55128.91
ETH 2303.77
USDT 1.00
SBD 2.31