📱"অজুহাত " পর্ব -পাঁচ বা শেষ পর্ব । 10% Benefit of shy-fox.

পর্ব-চার এর পর, পর্ব -পাঁচ বা শেষ পর্ব

IMG_20211025_130706~2-01.jpeg
নায়েব আলী ভাস্তের দোকানে বসতেই, সে আমাকে অজুহাত দেখিয়ে বলে উঠল, আমার এমবিও কাজ করছেনা।
আমিও অজুহাত দেখিয়ে বলে উঠলাম। তোর বুড়া মোবাইল আর কত ----।

কথাটি শেষ করতে না করতেই বিদ্যুৎ বাবু সদর্পে আসল। এবার অজুহাত স্বরে বলে উঠল, আপনারা আমাকে ছাড়া চলতে পারেন না। চললেও আপনাদের সমস্যা হয়। তাহলে আমার লোকজনকে খারাপ চোখে দেখেন কেন?

বিদ্যুৎবাবুকে ধমক দিয়ে, অজুহাত স্বরে নায়েব আলী ভাস্তে বলল। তুমি ছুটে ছুটে বেড়াও কেন? তোমাকে কি আমরা ফ্রীতে ব্যবহার করি।

বিদ্যুৎ বাবুর সাথে কথা শেষ না-হতেই,চলে এলো মিস্টার ওয়াই-ফাই।

এসেই অজুহাত স্বরে বলতে শুরু করল,আমি আর এভাবে আপনাদের আশে পাশে কতক্ষণ ঘোরাঘুরি করব।

আমি তো সারা দিন নির্বিছিন্ন থাকি। বিদ্যুৎ বাবুর সাথে আমার কোন সম্পর্ক নাই। আমি নিজস্ব পাওয়ারে চলি।

এবার নায়েব আলি ভাস্তে অজুহাত দেখে কয়,তোকে আর ঘুরতে হবেনা। আমরাও আইপিএস এর অর্ডার করেছি।

আমি এবার আমার অজুহাতের পালা শেষ করতে উদ্যোগ নিলাম।

বিদ্যুৎ বাবু, মিস্টার ওয়াই-ফাই এবং অজুহাত বাবু কে বললাম, রাত নয়টা বাজতে ৩মিনিট দেরি।
আপনারা সবাই চলে যান।

এই বলে,আমি এবার আমার বাংলা ব্লগ কমিউনিটির, হ্যাং আউটে চলে গেলাম।
এই ছিল আমার পঞ্চম পর্বের অজুহাত নিয়ে লেখার শেষ পর্ব।

ছবির ফুল দুটো আজ আমার বাগানে, সম্পুর্ন নতুন রুপে ফুটেছে।
এটাকে অপরাজিতা,নীলকন্ঠ, নীলাঞ্জনা,সহ আরোও অনেক নামে ডাকা হয়।
আজ দুপুর সময়ে ছবি গুলো, মোবাইলে তোলা।

দেখুন, ভাল লাগবে।

IMG_20211025_130616~2-01.jpegw3w Location

IMG_20211025_130706~2-01.jpegw3w Location

IMG_20211025_130613~2-01.jpegw3w Location

IMG_20211025_130707~2-01.jpegw3w Location

IMG_20211025_130630~2-01.jpegw3w Location

IMG_20211025_130634~2-01.jpegw3w Location

IMG_20211025_130620~2-01.jpegw3w Location

IMG_20211025_130618~2-01.jpegw3w Location

IMG_20211025_130628~2-01.jpegw3w Location

IMG_20211025_130701~2-01.jpegw3w Location

Best Regard By mrnazrul Bangladesh

Device : Walton Primo-6 Max.

w3w Location https://w3w.co/swooshing.spoke.cassette

=====================

=====================

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUPSh5utmqRLJSaoLpKJXxTiduhp2bjMfCDM7wearD9tMFpT7ea1EmDiNyphAJRMxJrrumki9cFaMU.png

=====================

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2kFULPYJ54Xb4fwnoWiqhnsVGNxUzm11EdnGCa7fkkDE1L3RcvRuixigDGPZV8mEE3dfWRPrqDE6fkyJYE.png

=====================

এখানে Abb-School সাবস্ক্রাইব করুন

=====================

=====================

Regards

Sort:  
 3 years ago 

বর্তমানে কেউ কাউকে ছাড়া চলতে পারে না শুধু অজুহাতি দেখায়।ওয়াইফাই সে বিদুৎ ছাড়া চলবে না।মোবাইল এমবি ছাড়া চলবে না।খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন।আর ফটোগ্রাফি গুলো দারুন ছিলো।

আপনি ভাল বলে,আমাকে একহাত এগিয়ে নিলেন। আপনি আমার পোস্টে বিচরন করে পরামর্শ দিবেন। এই টুকুই কামনা। আবার আসবেন কিন্তু

 3 years ago 

অবশ্যই এগিয়ে যান।দোয়া করি😍

 3 years ago 

আপনি খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন।এই ফুলটি সত্যি দেখতে অসম্ভব ভালো লাগে।আমার বাগানেও এই ফুলের কয়েকটি কালার রয়েছে।নীল অপরাজিতা দেখতে খুবই ভালো লাগে।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

এটির সাদাটিও ফুটেছে। ছবি তুলেছি। আছে। এটি ডাবল পাপড়ির। আপনাকে সবসময় স্বাগতম

এ জায়গায় ফুল দেখলে, কমন বলে অবহেলা করে. তাই একটু ভেবে চিন্তে পোস্ট করি। আমার বাগানে অনেক রকম ফুল আছে। ছয় হাজারাধিক আমার মোবাইলে আছে

 3 years ago 

শেষ মেষ ছিল ভালো।

শেষ ভালো যার, মেষটিও তার। মেষটা ছুটে চলে গেলে, আর ধরতে পারলাম না।

 3 years ago 

অনুচ্ছেদ টি অসাধারণ হয়েছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম।

 3 years ago 

অনেকে বলে মানুষের নাকি তিনটি হাত। একটি হাত ডান, একটি বাম হাত আর একটি অজুহাত। আমরা কেও ই আসলে এই শেষের হাতটি অর্থাৎ অজুহাত ছাড়া চলতেই পারিনা। আপনি আসলেই ভালো লিখেন অনেক। আপনার লেখা গুলো পড়তেই মজা লাগে আমার।

ধন্যবাদ আপনাকে। সময় পেলে আবার আসবেন। যথার্থই বলেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60826.76
ETH 2393.38
USDT 1.00
SBD 2.62