🖋️শূন্যের উপর ভর। ✒️10% Benefit for shy-fox.

Wednesday, 02 March 2022

শূন্যের উপর ভর।

🖋️♥️💝✒️

সালামুআলাইকুম /আদাব

হ্যালো আমার বাংলা ভালোবাসি বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন.।আমিও সবার দোয়া নিয়ে আল্লাহর রহমতে ভালই আছি।

বন্ধুরা

আমি আজকে ভিন্ন স্বাদের লেখা আপনাদের উপহার দিতে এখানে উপস্থিত হয়েছি।

IMG_20220220_155750-01-01.jpeg

শূন্যের উপর ভর।
প্রবাহমান এ জীবনে কখন যে কি ঘটে তা আমরা বুঝতে পারি না। কিংবা অনেকে এ বিষয়ে বুঝার চেষ্টা করি না। শুধু ভাবি উচ্চতা নির্ভর, উচ্চ শিখর এর কথা। সেই উচ্চতায় কিভাবে উঠবো, তা নিয়েও আমরা চিন্তা ভাবনা করি না।
উপরে উঠার অবলম্বন টা কি হবে তাও আমরা বুঝে উঠতে পারিনা।উচ্চতার সীমানা মিটারে কিংবা মাইলে কত দূর! সেটাও আমরা কল্পনার মধ্যে আনতে পারি না।

IMG_20220220_155759-01.jpeg

তারপরও আমরা ব্যাকুল হয়ে যাই। ব্যাকুলতার ঘোর যেন আমাদের কিছুতেই কাটতে চায় না। ব্যাকুলতা ভাবনার পরিধি এতই বিস্তৃত থাকে যে, মাঝ পথের ব্যাকুলতায় পথটি হারিয়ে গেলেও তাহাও আমরা বুঝে উঠতে পারিনা।
সেখানে গিয়ে ভুল পথে চলতে চলতে, ভুল গন্তব্যের দিকে এগুতে থাকি। এক বুক ব্যাকুলতা নিয়া অজানা পথের উচ্চ শিখরে উঠে, আমরা ঢালু পথের সন্ধান পেয়ে থাকি। নেমে যাই ঢালু পথে। একটু পরে পেয়ে যাই সাগর সম গহীন নদী।

IMG_20220220_155753-01.jpeg

সাঁতার জানলেও বেমালুম ভুলে যাই সাঁতারের কথা।পার হওয়ার আর জো থাকেনা। উপায়ান্তর খুঁজে না পেয়ে ,ফেরার চেষ্টা করি প্রথম গন্তব্যের দিকে।
খুঁজতে থাকি ঢালুতে নামার পথ টি। নেমে নদীর পাড় দিয়ে যে তিন ঘন্টা হেঁটেছি তাও বেমালুম ভুলে যাই।
এবার ঢালু রাস্তাটি পাওয়ার আশায় নদীর পাড় ধরে পিছনের দিকে হাঁটতে থাকি। আগের রাস্তাটি ছেড়ে ভুল করে এবার আরও উজানের দিকে পৌছিতে থাকি ।

IMG_20220220_155756-01.jpeg

বেমালুম ভুলে যাওয়া রাস্তাটি আর খুঁজে পাইনা। উপায়ন্তর না পেয়ে রাতে বসবাস করার কথা ভাবি শেয়ালের সাথে । আবার ভবি তা কী করে সম্ভব। জলজ্যান্ত একটা প্রানী আমি শিয়ালের সাথে বাস করবো?
এবার ভাবনার মগজ এসে, মাথায় কঠিনভাবে ভর করে। খুঁজে পেতে সহায়তা করে সেই ভুল রাস্তার ঠিকানাটি। কোন রকমে চুড়ার উপরে উঠে। অল্প রাতে দেখা মেলে বাড়ির ঠিকানা।
এমনই এক চরিত্রের ঠিকানা আমার কল্পনাতে, আমার কাছে রয়েছে। লোকটিকে এলাকায় সবাই বিলাসী জমিদার বলেই চেনে।নাম ধরে ডাকতে আমি কাউকে কখনো শুনিনি। আমিও তার নাম জানিনা। দেখা হয় কথা হয়। তবে তার মুখে সবসময় জ্ঞানগর্ভ কথাই শোনা যায়।
একা একা চলে সবার সাথে খুঁজে খুঁজে কথা বলে। এলাকায় কোন নূতন ব্যক্তিত্ব আসলে তার সাথে প্রথম দেখা হয়ে যায়। খাওয়া-দাওয়ার সাথে চলে ভিক্ষাবৃত্তিও। পোশাক-আশাকে অনেকটা গর্জিয়াস। দুচার দিন পর পরই পোশাক-আশাকের পরিবর্তন দেখা যায়। সবাই বলে তার এসব পোশাক, আশাক কয়েক বছর আগে উচ্চ শিখরে পাড়ি জমাবার আশায় শেষ সম্বল বাড়ির ভিটা বিক্রি করে বেশ কিছু দামি দামি পোশাক কিনে ছিল। এসব পোশাক আশাক কিনতেই তার সব টাকা পয়সা শেষ হয়ে যায়।
বিদেশ যাবার ভিসা সংগ্রহ হলেও বিমানের টিকিট কাটার আগেই সে শুন্য হয়ে যায়। মজার বিষয় হলো একমুঠো খাবারের জন্য সে মানুষের কানে কানে আবদার করে থাকে। পাইলে খায়, না পাইলে খায়না।
বিদেশ ব্যার্থতার উচ্চ শিখরে উঠে, ঢালুতে নেমে আসার গল্প শুরু হয় তার জীবনে।
সেই থেকে তার এই অবস্থা বলে এলাকাবাসি তার গুণকীর্তন করে।ছেলে মেয়ে হওয়ার আগেই স্ত্রীও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। রাত কাটায় কোথায় তাও বেমালুম।
তার পরও এখনও সে শুন্যে ভর করে উচ্চ শিখরের যাত্রী হিসেবে তার প্রথম পরিচয় দিয়ে থাকে। এমন শুন্যতার ভর, কোন পোশাকি মানুষের অবলম্বন না হোক এই কামনা করছি।

IMG_20220220_155750-02.jpeg

বন্ধুরা

এই ছিল আমার আজকের উপদেশ মুলক কাল্পনিক উপাস্থাপনা। আশাকরি ভাল লাগবে।

সাথেই থাকুন

Visit My Another Activists

My Blog Twitter Facebook Youtube

PicsArt_12-14-08.58.45.png

Regard By@mrnazrul, Bangladesh
CategoryFlower, Nature, Animal.Recipe.Photography.
DeviceHandset
w3wLocation

PicsArt_12-14-08.58.45.png
3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif
PicsArt_12-14-08.58.45.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Regard

Sort:  
 2 years ago 
নজরুল ভাই আপনার ফটোগ্রাফি আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন দেখে অনেক খুশি হলাম। সত্যি বলতে আপনার অংশগ্রহণের অপেক্ষায় ছিলাম। আপনার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো ভাই। ❣️💞

শূন্যের উপর ভর সম্পর্কে খুব সুন্দর কিছু কথা শেয়ার করেছেন আপনি। পরে অনেক ভালো লাগলো। শূন্যতার উপর ভর করা মোটেও আমাদের ঠিক নাহ। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন‍্য। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

জি, বর্তমান প্রেক্ষাপটে লেখার চেষ্টা করলাম।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন । সুন্দর বিষয়টি সাথে সাথে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হবে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল

জি, সুন্দর ছিল কিনা জানিনা। লেখলাম আর কি।

 2 years ago 

শূন্যের উপর ভর কথাটি সত্যি অনেক চমৎকার আপনার এই পোস্টটি পড়ে অনেক শিক্ষা পেলাম । এছাড়াও আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। সব মিলিয়ে আপনি পোস্টটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাল বলার ভাব দেখালাম

 2 years ago 
শূন্যের উপর ভর প্রসঙ্গে অনেক চমৎকার চমৎকার তথ্য আপনি তুলে ধরেছেন।অনেক ভালো লেগেছে আপনার এত সুন্দর তথ্যমূলক একটি লেখা।ফুলের ছবি গুলো অসাধারণ হয়েছে♥♥

কবির ভাল লাগল।আমি সার্থক।দোয়া করবেন।

 2 years ago (edited)

আমার মনে হয় কারো জীবন গল্প থেকে অভিজ্ঞতা প্রাপ্ত এই কথা গুলো। কিন্তু ভাই শূন্যতা ছাড়া যে কিছু নেই ।এই শূন্যতাই একদিন পরিপূর্নতা এনে দিতে পারে।পিছুটান যাদের থাকে তাদের বহু সমস্যা হয়। জীবনে নানা ঘটনা ঘটে পথ হারাবার মত কিন্তু তাতে বিচলিত হলে নতুন কিছু খুজে পাওয়া যায় না ।এই গন্তব্য ভুলে গিয়ে ভুল পথে পরিচালিত হওয়ার গল্প টিও কিন্তু অভিজ্ঞতার আলোকে লেখা।যদি ভুল পথে কেউ না যেত তাহলে আজকে এই লেখাটির জন্ম হতো না। যাই হোক সুন্দর লিখেছেন । ভাল লাগলো পড়ে । সত্যি বলতে আমরা আসলে কেউ পড়তে চাই না মানে পড়ার ইচ্ছাটাই যেন মরে গেছে তাহাহুড়ো নিয়মের কারনে। ভাল থাকবেন।

দোয়া করবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58752.84
ETH 3153.55
USDT 1.00
SBD 2.44