ম্যান্ডেলা আর্ট। ডিজিটাল পদ্ধতিতে তৈরি।10% Benefit for @shy-fox.
ম্যান্ডেলা আর্ট। ডিজিটাল পদ্ধতিতে তৈরি
আসসালামুয়ালাইকুম
আমি @mrnazrul বাংলাদেশ থেকে।
বন্ধুরা
সবাই কেমন আছেন.
আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আলহামদুলিল্লাহ,
আমিও মহান আল্লাহর রহমতে ভালই আছি।
ইদানিং "আমার বাংলা ব্লগ" কম্যুনিটিতে সবার আর্ট করা দেখে, আমিও আর্ট করার লোভ সামলাতে পারতেছিলাম না।
একই সূত্রের পিছে পিছে ধাওয়া করে আমিও ইদানিং আর্ট করা শুরু করেছি।
ইদানিং ভালো হোক মন্দ হোক বিভিন্ন ধরনের আর্ট করতেও মনোনিবেশ করেছি।
তারই ফলশ্রুতিতে আজকে আমি আমার সময়ের প্রথম ম্যান্ডেলা নামের একটি আর্ট কার্য সম্পাদনা করলাম।
আমার জানা মতে আর্ট একটি বিশাল সমুদ্র। এই সমুদ্রের তিরে দাড়িয়ে, সব কিছুকেই আর্ট বলে চালিয়ে দিলেই আর্ট কিন্তু হয়ে যায়না। আমি মনে করি সমুদ্রে নামিয়ে কোন কিছুকে নতুনত্বের রুপ দেওয়াকে হয়ত আর্ট বলা বলা যেতে পারে।
আমরা জানিনা যে,আর্টেরও জীবন আছে। আর এ জীবনের রুপকার আর্টিস্ট নামের লোক গুলা।
আজ আমি আপনাদেরকে দেখাব ম্যান্ডেলা গোত্রের একটি আর্ট তৈরি করে।
অংকন চলছে-০১
অংকন চলছে-০২
|
|-|
অংকন চলছে-০৩
অংকন চলছে-০৪
বন্ধুরা
এই ছিল আমার প্রথম ম্যান্ডেলা আর্ট তৈরি করে । আর্টটি তৈরি করতে আমার মোবাইলে ইনফিনিট ডিজাইন অ্যাপ ব্যবহার করা হলো। আশাকরি ভাল লাগবে।
সাথেই থাকুন।
Visit My Another Activists
My Blog Twitter Facebook Youtube |
---|
Regard By | @mrnazrul, Bangladesh |
---|---|
Category | Flower, Nature, Animal.Recipe.Photography,Digital art. |
Device | Walton Primo-R6 Max |
w3w | Location |
আপনি ভালো চেষ্টা করেছেন। তবে ভাই আমি কনফিউশনে আছি, আপনি দিনে কয়টা পোস্ট করেন? আপনার আর্টের দক্ষতা ভালোই বেড়েছে দেখছি। এভাবেই চালিয়ে যান দোয়া রইলো।
একদিন যদি কোন কারনে পোস্ট না করা হয়।পরদিন পোস্টের এই অবস্থা বুঝা যায়।কেননা একাধিক পোস্ট করে পুষিয়ে নেওয়া হয়।
শুরু যখন করেছেন অবশ্যই পারবেন আশাকরি। আজকের টা মোটামুটি হয়েছে। তবে চেষ্টায় সফলতা আসবে। আপনি পারবেন আমার বিশ্বাস। শুভেচ্ছা রইল মন থেকে।
জি,সাহস আছে। পারার চেষ্টা অব্যাহত থাকবে।
আমি দারুণভাবে চেষ্টা করেছেন খুব ভালো লাগলো, সত্যি বলতে কালকে রাতে আমিও কিছুটা ট্রাই করেছিলাম ডিজিটালভাবে ম্যান্ডেলা তৈরি করার জন্য, চমৎকার ভাবে তৈরি করা যায় ডিজিটাল আর্ট এর মাধ্যমে, এর খুটিনাটি বিষয় সম্পর্কে আমার যখন যথেষ্ট ধারণা হবে তখন আমিও কিছু ম্যান্ডেলা নিয়ে আপনাদেরকে উপহার দেয়ার চেষ্টা করব।
জানার চেষ্টা আমিও করছি।আর্টের অনেক ভাগ।মহাসমুদ্র। আমরা যে গুলো করি এগুলো কোন আর্ট হয়না।
আপনি খুব সুন্দর ভাবে ডিজিটাল পদ্ধতিতে ম্যান্ডেলার করেছেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে ম্যান্ডেলা আর্ট দেখলাম। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে প্রতিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার সৃজনশীলতা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম আপনি কত নিখুঁতভাবে ডিজিটাল আর আমাদের মাঝে উপস্থাপন করে যাচ্ছেন নিয়মিত। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি হলাম বুড়ো কলার গাছ।কলা কাটা হলেও গাছ দাড়িয়ে আছে।
বড় ভাই, খুবই চমৎকার একটি ম্যান্ডেলা তৈরি করেছেন ডিজিটাল আর্ট এর মাধ্যমে। দেখে বেশ ভালই লাগলো। সুন্দর উপস্থাপনার মাধ্যমে প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ধাপ দেখিয়েছি,কিন্তু আর্ট হলো কিনা সন্দেহ। চেষ্টা চলছে।
বাহ!! খুবিই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে আমাদের মাঝে আসছেন। আপনার আর্টের হাত তো খুবই ভালো। ধাপ গুলো খুবই সুন্দর করে আমাদের মাঝে বর্ননা করছেন।সব মিলিয়ে ভালো একটি ব্লগ তৈরী করছেন ধন্যবাদ
চেষ্টা তো চালাই, তারপরও কারো পছন্দ হয়না। এনিয়ে হতাশায় আছি
বাহ্ ভাইয়া আপনি তো ডিজিটাল আর্টের মাধ্যমে খুব সুন্দর একটি রঙিন ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করলেন। যা দেখে খুবই ভালো লাগছে। আপনার দক্ষতার প্রশংসা করতে হবে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি রঙিন ম্যান্ডেলা আর্ট উপস্থাপন করার জন্য।
জি,রঙিন করেই অংকন করার চেষ্টা করলাম। দেখি হয় কিনা।
এর আগে কলম বা কালার পেইন দিয়ে ম্যান্ডেলা তৈরি করা দেখেছি। কিন্তু আজ আমি আপনার মাধ্যমে ডিজিটাল ম্যান্ডেলার চিত্র অঙ্কন করা দেখলাম। দেখতে অবশ্য অনেক ভালোই লাগছে। তবে আর একটু গোছালো হলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে সুন্দর ম্যান্ডেলা উপস্থাপন করার জন্য।
ঠিক বলছেন। চেষ্টা তো করি।কিন্তু কার উপর চেষ্টা করব সেটাই বুঝতে পারছিনা।
কি যে গোছাব তাই তো বুঝতে পারিনা। পরামর্শ কিছু দরকার হবে।পারলে একটু বলবেন।
আপনি খুবই ইউনিক একটি ম্যান্ডেলা আট করেছেন। আপনার আট করা ম্যান্ডেলা টি দেখতে দারুণ লাগছে। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
বুঝে নুঝে করতে মনটা চায়।কিন্তু পারিনা।দেখতে দেখতে হয়ত একদিন হবে।
ডিজিটাল পদ্ধতিতে খুবই সুন্দর এবং কালারফুল একটি মান্ডালা প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো আমার কাছে আসলে চেষ্টা করলে হয়না এমন জিনিস খুঁজে পাওয়া দুঃসাধ্য দিনে দিনে আপনার ডিজিটাল আর্ট চিত্রগুলো অনেক বেশি দর্শনীয় হয়ে উঠছে
লাগাতর চেষ্টায় সময় পার করছি। সাহসের প্রয়োজন পড়ে।হবে হয়ত।