📱বাংলার জলপরী বনাম কচুরিপানা'র ফুল

আচ্ছালামুয়ালাইকুম

সবাইকে বৈকালি শুভেচ্ছা জানিয়ে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির বন্ধুদের সাথে মিলতে,আজকের নিয়মিত ফটোগ্রাফি পর্ব লেখতে বসলাম।
আশাকরি সবাই মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে, সুস্থ দেহ ও সুস্থ মনে স্বকর্মে সময় পার করছেন।

IMG_20210915_161654.jpg

IMG_20210915_161653.jpg

আমিও মহান আল্লাহর রহমতে ও আপনাদের নেক দোয়ার বরকতে ভালই আছি।

আমার আজকের ফটোগ্রাফিতে স্থান করে নিয়েছে।
স্বাধীন ভাবে জলের উপরে বুনো হিসেবে জন্মানো,
বাংলাদেশের "জলপরী" কচুরিপানার ফুল
জলজ উদ্ভিদ কচুরিপানার ইংরেজি নাম water hyacinths আর বৈজ্ঞানিক নাম Eichhornia crassipes।

IMG_20210915_161643.jpg

IMG_20210915_161638.jpg

ভাসমান এসব গাছে যখন ফুল ফোটে তখন এক মনোরম দৃশ্যর অবতারণা করে।

একটু দুর থেকে দেখলে মনে হয়, পানির নিচ থেকে দলে দলে পরী এসে বতাসের সাথে খেলা করছে।

সামান্য বাতাসে যখন, ফুলসহ গাছ গুলো পানিতে ভেসে ভেসে এদিক সেদিক চলাচল করে, তখন এদেরকে, বাস্তবে সাদা জল পরীর মতোই মনে হয়।

IMG_20210915_161612.jpg

IMG_20210915_161559.jpg

আবার জোরালো বাতাসের সময় যখন, একবার এপাশে আর একবার ওপাশে হেলেদুলে চলে, তখনকার দৃশ্যটা পরী নাচের সাথে মিলিয়ে যেতে পারে। কি অপুর্ব এক দৃশ্য। যারা বাস্তবে দেখেছেন তারাই শুধু এ-দৃশ্য উপভোগ করেছেন। নচেৎ না।

IMG_20210915_161513.jpg

এদের ফুল সাধারণত ৬ পাপড়ি যুক্ত হয়ে থাকে।
ফুলের দিকে ভালভাবে লক্ষ করে দেখলে বুঝা যায়, ৬ পাঁপড়ির ফুলগুলো, থোকায় থোকায়, বোটাতে লেগে লেগে থেকে , আকর্ষণীয় সাজে নিজেকে সাজিয়ে তোলে।

সাধারণত এদের কে সাদা'র সাথে হালকা বেগুনি রঙেের উপর, হলুদ রঙের দৃশ্য মান, ময়ুর ছাপ দেখা যায়। হলুদ রঙের এ ছোপটি ময়ুরের পাখার মত বুঝায়।

কচুরিপানা আগাছা জাতের উদ্ভিদ। এরা ফসলের ক্ষেতে আঘাত হেনে, ঝাঁকে ঝাঁকে জন্মে ক্ষতি করে থাকে ।
তবে এ থেকে গবাদি পশুর, খাদ্য যোগান দেওয়া হয়।

ছবি গুলো কিছুক্ষণ আগে, বাড়ির পিছনের পতিত ধানের জমি থেকে মোবাইল ক্যামেরায় তুলেছিলাম।

এখন বন্ধুদের সাথে শেয়ার করছি ।

ছবি গুলো দেখুন, বর্ণনা পড়ুন।

IMG_20210915_161651.jpg

IMG_20210915_161649.jpg

IMG_20210915_161622.jpg

IMG_20210915_161616.jpg

IMG_20210915_161553.jpg

IMG_20210915_161533.jpg

IMG_20210915_161524.jpg

IMG_20210915_161501.jpg

100% Original Picture /Cotent

Best Regard By @mrnazrul, Bangladesh.

Device : Walton Primo-6 Max.

w3w Location

https://w3w.co/induces.touchy.deducted

Sort:  
 3 years ago 

কচুরি পানার ফুলের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। দেখতে ভালোই লাগছে আপনার জন্য শুভকামনা রইল।

আপনার জন্যও রইল অনেক অনেক শুভেচ্ছা

 3 years ago 

ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই। আর আপনার কল্পনাশক্তির প্রশংসা না করলেই নয়। জলপরীর সাথে কচুরিপানার তুলনা করেছেন।ধন্যবাদ আপনাকে।

পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

কচুরি পানার ফটোগ্রাফি গুলোর প্রশংসা করতে হবেই।অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন।খুব সুন্দর হয়েছে ভাই।হালকা বেগুনি এবং সদর মধ্যে হলুদের ছাপ ময়ূরের ছাপ ফুটে উঠেছে।ঠিকই বলেছেন আপনি।আপনার জন্য শুভকামনা রইলো।

আমি পরামর্শ ও সাহস চাই।এগিয়ে যেতে চাই । নিজের কাছে তাগিদ বোধ করি। পরামর্শ পেতে সবসময় স্বাগতম আপনাকে

 3 years ago 

যতবার আপনার পোস্টে আমি ফিরে আসি, ততবার আমার অতীত জীবনের সান্নিধ্য খুঁজে পাই। সুন্দর ছিল সবমিলিয়ে। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59604.53
ETH 2413.47
USDT 1.00
SBD 2.43